03/11/2025
কখনও কখনও আল্লাহ কিছু জিনিস বিলম্বিত করেন তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমার হৃদয় আসলে কী প্রয়োজন তা শেখানোর জন্য। তুমি হয়তো এমন কিছুর জন্য দোয়া করছো যা সাময়িক, অথচ তিনি তোমার জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা চিরস্থায়ী। প্রত্যেকটি অনুত্তরিত দোয়া, প্রত্যেকটি বিলম্ব, প্রত্যেকটি নীরব সময় — এগুলো প্রত্যাখ্যান নয়, বরং নির্দেশনা পরিবর্তন। বিশ্বাস রাখো, আল্লাহ যেখানে তোমাকে স্থাপন করেছেন, সেটাই তোমার বেড়ে ওঠার সঠিক স্থান। আল্লাহ তোমার জন্য যা লিখেছেন, তার একটুও কখনো বৃথা যায় না।