Just Me

Just Me Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Just Me, Digital creator, Dhaka.

শীতের দুপুরগুলো সবসময়ই আলাদা একটা শান্তি নিয়ে আসে। রোদের নরম উষ্ণতা, বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ—সব মিলিয়ে একটা কোমল আরা...
16/11/2025

শীতের দুপুরগুলো সবসময়ই আলাদা একটা শান্তি নিয়ে আসে। রোদের নরম উষ্ণতা, বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ—সব মিলিয়ে একটা কোমল আরাম থাকে চারপাশে। মনে হয় একটু ধীরে চলার সুযোগ পাই, নিজের সাথে কয়েকটা মুহূর্ত চুপচাপ কাটানোর মতো সময়। শীতের দুপুরের রোদ ঠিক যেন মনের ভেতরটাও উষ্ণ করে দেয়—ক্লান্তি ভুলিয়ে দেয়, মনকে হালকা করে ফেলে। আজকের দুপুরটা ঠিক সেরকমই ছিল—নরম, উষ্ণ আর সবচেয়ে বেশি শান্ত। 🧿💕🍭

゚viralシfypシ゚

"Even the rain knows how to adore the little things. 🌸✨  "
02/08/2025

"Even the rain knows how to adore the little things. 🌸✨

"

আমার ধান্দা ছিলো ফাইনালের পর কিছুদিন গায়ে বাতাস লাগিয়ে ঘুরে-টুরে বেড়াবোঘুমাবো; জীবনের গভীরতম অর্থ খুঁজতে পাহাড়ে যাবো। হা...
29/07/2025

আমার ধান্দা ছিলো ফাইনালের পর কিছুদিন গায়ে বাতাস লাগিয়ে ঘুরে-টুরে বেড়াবোঘুমাবো; জীবনের গভীরতম অর্থ খুঁজতে পাহাড়ে যাবো। হাওরে যাবো। সাগরে যাবো।

বেশি না। জীবন থেকে ছয়টা মাস সময় চেয়েছিলাম আমি।

আমার বাবা ভাবলেন আমি বোধহয় বাকি জীবন বেকার থাকার প্রস্তুতি নিচ্ছি। বাধ্য হয়ে সরকারি চাকুরির পড়া পড়তে নামা লাগলো।
ওদিকে ইন্টার্নশিপের শিক্ষকের মনে হয়েছে পুরো দুনিয়ার শিক্ষা ৩ মাসেই শিখিয়ে দিবেন, যার জন্য দিলেন ১০০ টা গদবাধা ইন্সট্রাকশন।
যাদেরকে মানুষের কাতারেও ফেলি না, জীবনে আমাকে কষ্ট ছাড়া কিছুই দেয় নাই, ওদের চাকরি পাওয়ার খবর দিয়ে আমাকে ডিমোটিভেট করায় ব্যস্ত আরেক দল।

_______

আপনার মৃত্যু আসলে কখন হয়?

যখন আপনি নিজের জন্য কিছু করার স্কোপ আর সুযোগ হারিয়ে ফেলেন। যখন নিজের জন্য বাঁচার সুযোগ হারিয়ে ফেলেন৷ যখন অন্যের জন্য বাঁচেন।

যখন আপনার স্বপ্ন গুলা মারা যায়।

আপনি হয়তো অলরেডি মারাও গেছেন। আপনি জাস্ট জানেন না।

_______

খুব সম্ভবত ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে।

টাঙ্গুয়ার হাওরে রংগিলা বাড়ই - এর ছাদে বসে ঢাকার বৃষ্টির কথা ভাবছি, হাস্যকর। হয়তো গত ৫ বছর বিশ্ববিদ্যালয় জীবনের সকল বিশ্বাসঘাতকতা একসাথে মনে পড়ছে, আমার সেই কষ্টের কথা ভেবে যদি ঢাকার আকাশে বৃষ্টি হয়..... অদ্ভুত চিন্তা....

একটা গান শুনা যায় অবশ্য। সাইফ জোহান এর : " কিছু মানুষ মরে যায় পঁচিশে।"

"কিছু মানুষ মরে যায়...মরে যায় পঁচিশে...
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে।"

ভালো গান। কিন্ত মিলিয়ন ক্রস করলো না কেন?

________

আমার চেয়ে ছোট যারা আছেন ভার্সিটির, শুধু ক্যারিয়ার নিয়ে এবং একটা নির্দিষ্ট সার্কেল মাথায় নিয়ে মাতামাতি করিও না।
আল্লাহ কি লিখে রেখেছেন ঠিক নাই, দেখবা তোমার টার্গেট একটা, কিন্তু অন্যকোনো জায়গায় বড় কিছু হয়ে যাবা যেটা চিন্তায়ও ছিলো না, আর বন্ধু? পরিবারের অংশ বানিয়ে ফেলা বন্ধুরাও কোনো বাইরের কারো কথায় তোমাকে বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারে, দুনিয়া গোলের মতোই বাস্তবতা এটা‌

লিভ ইয়োর লাইফ টু দ্যা ফুলেস্ট ভাই লোক।

হ্যাভ ফান। গো ফর এডভেঞ্চারস। মিট লটস অফ পিপল এনড মেক ডিফ্রেন্ট টাইপস অফ ফ্রেন্ডস।

ফান মানে বিএফ/জিএফ এর সাথে ফান বুঝাচ্ছি না, (ওটা ডিফারেন্ট টপিক, এমনেই মেয়ে বিষয়ক জিনিসে আমার লাইফে কুফা ছাড়া কিছুই নাই, জীবনে এনাফ ডাউনফল ডেকে এনেছি, সো এই জিনিস আমি জ্ঞান দিতে যাবো না )
আসল ফান।
.....হয়তো এটাই লাস্ট টাইম......
তুমি সত্যিকার অর্থে বাঁচতেসো।

#জীবন_থেকে_শেখা

24/07/2025

প্লেন কিনছে হাসিনা,চালাইছে এয়ার ফোর্স,লাগাইছে স্কোয়াড্রন লিডার,দোষ হইছে ইউনূসের,পদত্যাগ চাইছে শিক্ষা উপদেষ্টার,পদত্যাগ করছে শিক্ষা সচিব,মাইর খাইছে ছাত্রলীগ,ক্যারিয়ার শেষ আয়মান সাদিকের।

প্রশ্নঃ কত বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুন হবে?

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..😢
22/07/2025

এই মেসেজ পেয়ে বাবা মায়ের কেমন লেগেছিলো ভাবতেই চোখ ভিজে যাচ্ছে..😢

Mil jaye to Shukr karo, na mile to Sabr...
12/07/2025

Mil jaye to Shukr karo, na mile to Sabr...

সাইকোলজির মতে!✨তুমি আয়নায় নিজেকে যতটা এট্রাক্টিভ এবং সুন্দর দেখো! লোকেরা তোমাকে তার থেকেও তিনগুন বেশি এট্রাক্টিভ আর সুন্...
11/07/2025

সাইকোলজির মতে!✨

তুমি আয়নায় নিজেকে যতটা এট্রাক্টিভ এবং সুন্দর দেখো! লোকেরা তোমাকে তার থেকেও তিনগুন বেশি এট্রাক্টিভ আর সুন্দর দেখে!🌸

তুমি আসলেই সুন্দর, বিশ্বাস করো! 😇

07/07/2025

পুরুষকে বশে রাখতে নারী ইফোরট দিচ্ছে, সময় দিচ্ছে, দোয়া চাচ্ছে, রান্না করছে, সাজগোজ করছে, কিডনি দিচ্ছে কিন্তু পেটাচ্ছে না।

Heartbreak isn’t just about losing someone—it’s about losing the version of you that dreamed with them.  And that hurts....
14/06/2025

Heartbreak isn’t just about losing someone—it’s about losing the version of you that dreamed with them. And that hurts.

But Allah doesn’t break your heart to destroy you. He breaks it to rebuild you.

Sometimes, He removes what you thought you needed so you can see what you truly need: Him. Healing won’t be instant.

Some days will feel heavy. But slowly, you’ll breathe again. Smile again. Pray with sincerity again.

Because with every tear, you’re being redirected—not rejected.

And what’s written for you by Allah will never come through pain—it’ll come with peace.

04/06/2025

Don’t let anyone brainwash you into hating someone who has done nothing to you. Other people’s problems are not yours.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Just Me:

Share