
07/06/2025
Eid -Ul_AzHa MUBARAK everyone ❤️
এটি মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা কুরবানি বা ত্যাগের মহিমা স্মরণ করিয়ে দেয়।
এই উৎসব আমাদের শিখায়—
• আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য।
• নিজের ভালোবাসার জিনিস ত্যাগ করার মানসিকতা।
• সম্প্রীতি, সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
ঈদের এই দিনে আমরা পশু কুরবানি করি। কিন্তু তার মূল শিক্ষা হলো—আমাদের অন্তরের অহংকার, লোভ, হিংসা—এই সবকিছুর কুরবানি দেওয়া
ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা।
ঈদ মোবারক!
-