সরল ভাই MH Faisal

  • Home
  • সরল ভাই MH Faisal

সরল ভাই MH Faisal সরল ভাই MH FAISAL

08/09/2025
25/08/2025
25/08/2025

আগে কি সুন্দর দিন কাটাইতাম

30/06/2025
30/06/2025
মাত্র ২৩-২৪ দিন আগে সাইকেলটা কিনেছিলাম, এমন একটা সাইকেল আমার স্কুল জীবনের স্বপ্ন ছিল কিন্তু তখন সেই স্বপ্নটা পূরণ করতে প...
30/06/2025

মাত্র ২৩-২৪ দিন আগে সাইকেলটা কিনেছিলাম, এমন একটা সাইকেল আমার স্কুল জীবনের স্বপ্ন ছিল কিন্তু তখন সেই স্বপ্নটা পূরণ করতে পারি নাই।
সেই আবেগের জায়গা থেকেই এই সাইকেলটা কিনেছিলাম। প্রতিদিন রাতে এবং সকালবেলা সাইকেলটা নিয়ে ঘুরতে যাইতাম, ফুটবল খেলতে যাইতাম।
আল্লাহর রহমতে আমার খুব দামী বাইক কিনে চালানোর সামর্থ্যই আছে কিন্তু তাও আমি সাইকেল চালাতাম।
আজকে রাত ৯.৪৫ এ সাইকেল চালাতে বাসার নিচে গ্যারেজে যাওয়ার পর দেখি সাইকেলটা আমার চুরি হয়ে গেছে। তালা মারা ছিল তাও চুরি হয়ে গেলো, সবচেয়ে মজার বিষয় হইলো বাসার দারোয়ানের তালা ছাড়া সাইকেলটা চোরে নেয়নি।
সাইকেলটা হয়তো অল্প দামের ছিল কিন্তু এটা অলরেডি আমার আবেগের একটা জায়গা হয়ে গিয়েছিল।😔

সারারাত বাবু ঘুমায়নি, কোলে নিয়ে বসে ছিলাম। বাবা হিসাবে একদম নতুন তাই অনেক কিছুই বুঝি না। একটু কম ঘুমালেই মনে হয় বাবু বুঝ...
30/06/2025

সারারাত বাবু ঘুমায়নি, কোলে নিয়ে বসে ছিলাম।
বাবা হিসাবে একদম নতুন তাই অনেক কিছুই বুঝি না। একটু কম ঘুমালেই মনে হয় বাবু বুঝি অসুস্থ হয়ে গেছে। ডেলিভারির পর থেকেই বাবুর মা খুব ক্লান্ত, আগের তুলনায় ঘুম অনেক ভারী হয়ছে, প্রেগ্ন্যান্সি এবং ডেলিভারির ধকলটা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তাই চেষ্টা করি বাবুর মাকে যত বেশি রেস্ট দেয়া যায়, যখন বাবুর খাওয়ার সময় হয় তখনই শুধু ওরে ঘুম থেকে তুলে বাবুকে খাওয়াতে বলি কিন্তু গভীর ঘুমের একটা মানুষকে ঘুম থেকে তুলে বাবুকে খাওয়াতে বলতে বেশ অপরাধবোধ কাজ করে, তখন মনে হয় বাবুক খাওয়ানোর দায়িত্বটা যদি আল্লাহ কোনভাবে পুরুষের উপর দিয়ে দিতো তাহলে আর এই ক্লান্ত মানুষটাকে বিরক্ত করা লাগতো না।
একটা মা বাচ্চাটা পেটে আসার পর থেকে ডেলিভারি পর্যন্ত কি পরিমাণ কঠিন একটা জার্নি, পেরেশানি এবং ডিপ্রেশনের মধ্য দিয়ে যায় সেটার সাক্ষী আমি নিজে। কত রাত যে সে ঘুমায়নি আমি নিজে দেখেছি।
এই লম্বা জার্নির পর এখন সে ক্লান্ত থাকবে এবং ঘুম অনেক ভারী হবে সেটাই স্বাভাবিক। এই সময়টাতে বাবাদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হয়।
আমি জানি না কতটুকু দায়িত্ব নিতে পারছি কিন্তু এই যে রাত জেগে বাবুকে পাহাড়া দিচ্ছি, কান্না করলে সাথে সাথে কোলে নিয়ে বসে পরি, পটি করলে পরিস্কার করে কাপড়টা চেইঞ্জ করে দেই, নষ্ট কাপড় গুলো ধুয়ে দেই এগুলোতে আমার একটুও বিরক্ত বা খারাপ লাগে না বরং শান্তি লাগে।
যদিও বাবুর মা আমাকে এত দায়িত্ব নিতে দেয় না, সে ভাবে আমি মনে হয় প্রচুর কষ্ট করতেছি কিন্তু আমি যে কি আনন্দে আছি তারে কেমনে বুঝাই😍❤️

ডাঃ নাসরিন সুলতানা ম্যাম, উনার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব আমরা। উনার উছিলাতেই আল্লাহ আমাদেরকে বাবা-মা হওয়ার তৈফিক দান কর...
30/06/2025

ডাঃ নাসরিন সুলতানা ম্যাম, উনার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব আমরা। উনার উছিলাতেই আল্লাহ আমাদেরকে বাবা-মা হওয়ার তৈফিক দান করেছেন।
আমাদের বিয়ে পর থেকেই সাদিয়া কিছু PCOS সমস্যায় ভুগছিল, এই সমস্যার জন্য বিয়ের পর থেকেই আমাদের বাচ্চা নেয়াতে সমস্যা হচ্ছিল। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, আমার আম্মুতো কবিরাজের কাছেও গিয়েছিলেন, আমার শ্বাশুড়িও কোথায় থেকে যেন পানি পড়া এনে দিছেন কিন্তু আল্লাহর রহমতে সমাধান পেয়েছি ডাঃ নাসরিন ম্যামের কাছে।
উনার ট্রিটমেন্ট এবং উনার পরামর্শে আল্লাহর রহমতে অল্পকিছুদিনের মধ্যেই সাদিয়ার শারীরিক জটিলতা গুলো কেটে যায় এবং এর কিছুদিন পরেই আমাদের কাঙ্খিত সেই দিনটি আসে ২৬ অক্টোবর ২০২৪ সাল যেদিন প্রথম আমরা জানতে পারি যে আল্লাহর রহমতে আমরা বাবা-মা হতে যাচ্ছি। তারপর থেকে ডেলিভারি পর্যন্ত আমরা এই নাসরিন ম্যামের তত্বাবধানে ছিলাম। উনার আন্তরিকতা এবং লম্বা সময় নিয়ে পেশেন্টের সাথে কথা বলার যেই ব্যাপারটা এটা আমি খুব কম ডাক্তারের কাছেই দেখেছি। আমাদের জীবনটাকে আনন্দে ভরে দেয়ার জন্য সারাজীবন ম্যামের কাছে কৃতজ্ঞ থাকব।

আপনারা অনেকেই ডাঃ নাসরিন সুলতানা ম্যামের ব্যাপারে জানতে চেয়েছিলেন, তিনি আদ-দ্বীন হাসপাতালের গাইনী ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর হিসাবে আছে কিন্তু মালিবাগ মোড়ের পাশে মৌচাক মার্কেটের উল্টা দিকে পদ্মা ডায়গনস্টিক সেন্টারে উনি নিয়মিত চেম্বার করেন। আমরা সেখানেই উনাকে দেখাতাম। আপনারা কেউ যদি উনার পরামর্শ বা সেবা নিতে আগ্রহী হন তাহলে আমার নিচে দেয়া হট লাইন নাম্বারে কন্টাক্ট করে উনার সিরিয়াল দিতে পারবেনঃ 09611113355, 01776664342
এটা কোন প্রমোশনাল পোস্ট না, আমরা উপকৃত হয়েছি তাই আরো ২-৪জনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিচ্ছি মাত্র। ধন্যবাদ Dr. Nasrin Sultana ম্যাম❤️

17/11/2024
17/11/2024
17/11/2024
17/11/2024

একটি হারানো বিজ্ঞপ্তি। ১৪ বছর আগে এই ছেলেটি হারিয়ে গিয়েছিল। যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি এই সুদর্শন ছেলেটির খোঁজ পান দয়া করে জানাবেন।❤️🥺

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সরল ভাই MH Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share