নির্যাস - Nirrzas

  • Home
  • নির্যাস - Nirrzas

নির্যাস - Nirrzas নির্যাস, সিলেট কেন্দ্রিক এক নতুন প্রকাশনী সংস্থা।

10/04/2024

ঈদ মোবারক!🌙
পাঠক, লেখক, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।🥀

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

গত হলো প্রি-অর্ডার ! এখন থেকে 'একটি সাদা গোলাপ এবং সহিংসতা' অফলাইনে পাওয়া যাবে।বইটির প্রাপ্তিস্থান -নির্বাচিত এর সিলেট শ...
09/04/2024

গত হলো প্রি-অর্ডার !
এখন থেকে 'একটি সাদা গোলাপ এবং সহিংসতা' অফলাইনে পাওয়া যাবে।

বইটির প্রাপ্তিস্থান -

নির্বাচিত এর সিলেট শাখায় (২য় তালা, নেহার মার্কেট, পূর্ব জিন্দাবাজার) এবং
অ্যামাজন লাইব্রেরি (রাজা ম্যানশন, ২য় তালা, সিলেট)।

এ ছাড়া অনলাইনে Nirrzas Sylhet , নিরানন্দের নবান্ন তে নক দিলেই পাবেন।

ধন্যবাদ !

আর মাত্র দুই দিন বাকি !
02/04/2024

আর মাত্র দুই দিন বাকি !

প্রকাশ পেলো শাহরিয়ার শুভ ও আবদুল্লাহ আল তানিমের প্রথম যৌথ কাব্যগ্রন্থ 'একটি সাদা গোলাপ এবং সহিংসতা'। বইটি প্রি-অর্ডার চলবে ৩০% বিশেষ মূল্যছাড়ে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।

আপনার প্রি-অর্ডার কনফার্ম করতে নিচে দেওয়া লিংকে গুগল ফর্মটি পূরণ করুন।

ফর্ম – https://forms.gle/XW42Fahb3GYhHpTo6

যোগাযোগ করতে পারেন–

🔸নির্যাস (https://www.facebook.com/profile.php?id=100089226156454&mibextid=ZbWKwL)

🔸নিরানন্দের নবান্ন (https://www.facebook.com/crownredsky?mibextid=ZbWKwL)

প্রকাশ পেলো শাহরিয়ার শুভ ও আবদুল্লাহ আল তানিমের প্রথম যৌথ কাব্যগ্রন্থ 'একটি সাদা গোলাপ এবং সহিংসতা'। বইটি প্রি-অর্ডার চল...
30/03/2024

প্রকাশ পেলো শাহরিয়ার শুভ ও আবদুল্লাহ আল তানিমের প্রথম যৌথ কাব্যগ্রন্থ 'একটি সাদা গোলাপ এবং সহিংসতা'। বইটি প্রি-অর্ডার চলবে ৩০% বিশেষ মূল্যছাড়ে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।

আপনার প্রি-অর্ডার কনফার্ম করতে নিচে দেওয়া লিংকে গুগল ফর্মটি পূরণ করুন।

ফর্ম – https://forms.gle/XW42Fahb3GYhHpTo6

যোগাযোগ করতে পারেন–

🔸নির্যাস (https://www.facebook.com/profile.php?id=100089226156454&mibextid=ZbWKwL)

🔸নিরানন্দের নবান্ন (https://www.facebook.com/crownredsky?mibextid=ZbWKwL)

"তানিমকে চিনি তার বয়স যখন পাঁচ কিংবা ছয় ছিলো তখন থেকে। আমার বাল্যবন্ধুর ভাই। সে হিসেবে শুভর সাথে পরিচয় অনেক পরে। ২০২০/২১...
27/03/2024

"তানিমকে চিনি তার বয়স যখন পাঁচ কিংবা ছয় ছিলো তখন থেকে। আমার বাল্যবন্ধুর ভাই। সে হিসেবে শুভর সাথে পরিচয় অনেক পরে। ২০২০/২১ সালে একদিন ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলো। তারপর তানিমের মধ্যস্থতায় পরিচয়। অল্পদিনে হয়ে উঠলো কাছের মানুষ। মাস ছয়েক আগে জানতে পারি সে আমার কিন্ডারগার্টেনের জুনিয়র! কেজিতে আমি ক্লাসের লাস্ট বয় ছিলাম। গুরুত্বহীন! ব্যাচমেট এবং সামান্য সংখ্যক সিনিয়র-জুনিয়র ছাড়া বেশিরভাগের কথাই মনে নেই ভালো কোন স্মৃতি না থাকার কারণে।

তানিম-শুভ দুটোরই কবিতার হাত যথেষ্ট ভালো। বিশেষ করে এই দুর্যোগের সময়ে। একদিন বাড়ি এসে চেপে ধরলো বই বের করবে। তারপর একটার পর একটা ঝামেলা। অবশেষে ফেব্রুয়ারির মাঝামাঝি একটু যখন আপদবিপদ স্থির হলো তখন প্রচ্ছদের ফ্রন্ট প্রকাশ করলাম। গতবছরের শেষদিকে মনে হয় 'লেডি ভ্যান' রোহামার সাথে পরিচয়। তার চিত্রকর্মে মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিলাম প্রচ্ছদ হবে হাতে আঁকা!
ফেব্রুয়ারির শেষ দিন বইটি হাতে চলে আসার কথা ছিলো। কোন এক কারণে আসেনি।

এরপর বেড়ে যায় প্রেসের ব্যস্ততা। আমি যে প্রেসে কাজ করাই তা বিভিন্ন ইসলামিক সংস্থার সাথে সংশ্লিষ্ট থাকায় পবিত্র রমজানে তাদের দম ফেলার সুযোগ থাকে না। বহুকষ্টে গত পরশু পুরো কাভার (ফ্ল্যাপ সহ) ডিজাইন করিয়ে প্রিন্ট করিয়ে নেই। আজকে বাদ ফজর প্রেস থেকে কম্পোজ করা সফট কপি হাতে আসে। ফজর পরে আমি আমার বাড়িতে আর কম্পোজার তার বাড়িতে বসে অনলাইনে ফাইল আদান-প্রদানের মাধ্যমে কাটছাট, ইডিট করে ফাইনাল কপি প্রিন্টে তুলা হয়। আপাতত প্রিন্টের কাজ শেষ দিকে। কাল থেকে বাইন্ডিং শুরু হবে। এরপর দুই থেকে তিনদিন শুকিয়ে বইটি হাতে হাতে চলে আসবে ইনশা আল্লাহ।

প্রচ্ছদ নিয়ে শুনেছি কয়েকজন ফিসফিস করছেন। প্রচ্ছদ প্রিন্ট হয়ে আসুক তারপর কথা হবে। তাড়াহুড়ো করতে গিয়ে প্রুফ দেখা হয় নি! কম্পোজের সময় যেগুলো চোখে পড়েছে ঠিক করে দিয়েছি। কয়েকটা জায়গায় যতিচিহ্ন এবং দু-একটা বানান ১৯/২০ হতে পারে। কবিতায় এই ভুলগুলোকে কবির ইচ্ছা/পছন্দ বলে পাশ কাটিয়ে যাওয়া যায়। তারপরও আপনাদের জানিয়ে রাখলাম। আরেকটা ভুল করেছে কম্পোজার নিজে। শুভর এক লাইনের কবিতাগুলোকে পুরো এক পেইজ জুড়ে দিয়েছে অথচ তানিমের চার-পাঁচ লাইনের দুটো কবিতাকে মার্জ করে দিয়েছে ফর্মা কাভার করার জন্য। বইয়ের শুরুতে শুভর কবিতা থাকার কারণে শুভ এই এডভান্টেজটা পেয়ে গেছে। দেখতে খারাপ লাগবে না নিশ্চয়তা দিচ্ছি। শুধু বলার জন্য বলে রাখলাম।।

সকল সহিংসতার শেষে সাদা গোলাপের প্রেমিকদের জয় হোক!"
~ আব্দুল ওয়াহিদ শিপু
Abdul Wahide Shipu

📖 একটি সাদা গোলাপ এবং সহিংসতা
✍🏻 Abdulla Al Tanim ও Shuvo
💰 ২২৫ টাকা মাত্র (মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা)
✒️ নির্যাস - Nirrzas
প্রচ্ছদ: Kazi Ruhama Rahman


🍂 [প্রি-অর্ডার করার জন্য কমেন্টে দেয়া লিংকটি পূরণ করুন অথবা যোগাযোগ করুন মেসেঞ্জারে বা এই নাম্বারে - 01718631173]

Address

Hetimgonj, Golapgonj

3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্যাস - Nirrzas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্যাস - Nirrzas:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share