ফাল্গুনী

ফাল্গুনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফাল্গুনী, Cumilla.

They are Living well, only we suffer
12/11/2024

They are Living well, only we suffer

তোমাকে যদি এই 'অনলি মি' অপশন টার মতো 'নিজের' করে রাখতে পারতাম! আমি বেশ স্বার্থপর মানুষ, যেটা আমার, সেটা আমার ই। অন্য কার...
06/11/2024

তোমাকে যদি এই 'অনলি মি' অপশন টার মতো 'নিজের' করে রাখতে পারতাম! আমি বেশ স্বার্থপর মানুষ, যেটা আমার, সেটা আমার ই। অন্য কারো না, অন্য কাউকে ভাগ ও দিতে পারবো না। তোমাকে তাই 'অনলি মি' করে রাখার বড্ড ইচ্ছা আমার। তুমি শুধু আমার, শুধুই আমার ❤️

No matter how broken you are, you can always start and be better than before.
03/11/2024

No matter how broken you are, you can always start and be better than before.

31/10/2024

And when nobody wakes up in the morning, and when nobody waits for you at the night, and when you can do whatever you want. What do you call it, freedom or loneliness?

অথচ দেখো তুমি আর আমি, আজো ভীষণ পরিচিত। একই পোড়া চাঁদ দেখি রোজ, রাখি টুকটাক আকাশের খোঁজ; জানি বিষাদ লাগলে রাতে মনে মনে হয়...
31/10/2024

অথচ দেখো তুমি আর আমি, আজো ভীষণ পরিচিত। একই পোড়া চাঁদ দেখি রোজ, রাখি টুকটাক আকাশের খোঁজ; জানি বিষাদ লাগলে রাতে মনে মনে হয় বোধ, আরো একবার কি কথা বলা যেতো?

কিন্তু কথা বলা আর হয়ে ওঠে না আমাদের। চায়ের কাপে আমিও ভাবতে ভুলে যাই তোমাকে, তুমি ভুলে যেতে বসো থ্রিলার উপন্যাসের ক্লাইম্যাক্স পড়তে গিয়ে। আমরা হাজার বছর দূরে দাঁড়িয়ে প্লট লিখি দেখা করার। ততদিনে শ্রাবণ মাতাল ভাদ্রের শেষ তারিখ তরুণ বয়সের জানাজা পড়িয়ে ফেলেছে।

তারপর হাঁটতে হাঁটতে মন হলে বৃদ্ধ; সামনে তাকিয়ে বলি, 'আমি কি তোমাকে চিনি?' ✨

29/10/2024

Men in love ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর।।
কোন পুরুষের আপনি যদি পছন্দের নারী হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে বন্ধুমহলে আড্ডা ছেড়ে দেয়, আপনার খামখেয়ালি বাচ্চামি কে প্রশয় দিয়ে নিজেই বাচ্চা হয়ে যায়। জানালার ধারে তার পছন্দের সিট ছেড়ে দেয়,পছন্দের লেকপিস দিয়ে দেয়।
পুরুষ ভালোবাসলে ধৈর্য্যবান হয়ে যায় যে পুরুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না সে ঘন্টার পর ঘন্টা ফুল হাতে নিয়ে আপনার জন্য অপেক্ষা করে।।
পুরুষ চাই তার পছন্দের নারী সবসময়ই খুশিতে থাক সেখানেই তার সব চাওয়া পাওয়া হয়ে যায়।।❤️🌻

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফাল্গুনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share