29/07/2025
মুম্বাইয়ে প্রেমিককে সাথে নিয়ে স্ত্রী যখন বাঙালি (সকলেই সংখ্যালঘু ) স্বামীকে হত্যা করে তখন তাকে "ভিন রাজ্যে বাঙালির ওপর অত্যাচার" বলে মানুষ ক্ষ্যাপানোর চেষ্টা হল কিন্তু সত্যি সামনে আসায় তা ভেস্তে গেল।।
পরবর্তী মিথ্যে প্রচার হল দিল্লির ৬ মাসের শিশুর মাথায় পুলিশের মার নিয়ে।। সেই ডাহা মিথ্যে-ও এখন সকলের কাছে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও-তে।।
পরপর Fake অভিযোগ এনে যে অশান্তি তৈরি করার চেষ্টা চলছে, তা বন্ধ না হলে ভবিষ্যতে চরম বিপদ অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য, জীবন সংকট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।।
দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের থেকে বাঁচতে ও রাজনৈতিক লাভের উদ্দেশ্যে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি ছেলেখেলা চলছে।।
বোঝো "বাঙালি" বোঝো।।