Was it wrong?

Was it wrong? আসসালামু অলাইকুম

With Shadia Mouri – I just got recognized as one of their rising fans! 🎉
31/05/2024

With Shadia Mouri – I just got recognized as one of their rising fans! 🎉

20/05/2024

সেই মানুষ গুলোকে আমি
কখোনোই ভুলবোনা।যেই
মানুষ গুলোর জন্য আমি
নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন কস্ট
নিয়েও কেদেছি।

#আমার আমি।

゚viral

28/01/2024

আমি কখোনোই আমার মায়ের মতন সংসারী হতে চাইনা,মাকে সারাজিবন দেখেছি সংসারের সন্তান থেকে শুরু করে যাবতীয় সব কিছুর দায়িত্ব একা ঘারে নিয়ে সংসার করেছেন।আর বাবা বেতন আর রেশন পাঠাতেন। বাবারো সংসারে অনেক অবদান ছিলো,তবে সন্তানদের প্রতি খেয়াল কম ছিলো বরাবরি।এটা হয়তো তার দূরে থাকার কারনেই ছিলো।আর এখনকার স্বামী স্ত্রী রা বেশিরভাগই সন্তান নিয়ে কাছাকাছিই থাকে ১০০% এর৯৫%ই।আর এখনকার স্বামীরা বা বাবারা শুধুমাত্র অকারনেই বেখেয়ালি হচ্ছে সংসারের প্রতি।আর মেয়েদের মানে আমাদের জেনারেশন এর কথা বললে বলতে হবে আমাদের মা খালা শাশুড়ীদের মতন এক্সট্রা আল্লাহ প্রদত্ত ধৈর্য নিয়ে কেউই জন্মাইনি আর সেখানেই বিপত্তি সৃষ্টি।আশেপাশে যত দেখছি ঐ একি ঘটনা সেটা হলো মোবাইলের ফেইসবুক এ নিউজফিডে স্ক্রোলিং,যা কিনা বাসার বাইরেও ভিতরেও।আর এই অশান্তি ঘরে ঘরে।একটা ছেলে চাইলেই সংসারের টুকটাক হেল্প করে বউকে সহোযোগিতা করে খুশি করতে পারে। এতে সংসারের প্রতি খেয়াল রাখা হলো আর সুখ শান্তিও থাকলো।

21/10/2023

ভালোবাসা বড্ড বেহায়া,এর কোন লাজ লজ্জা ঘৃন্যা অপমান কিচ্ছু থাকেনা🥴আর এইডা অনলি মাইয়া মাইনসের ক্ষেত্রে কোন বেটা মাইনসের ক্ষেত্রেনা।

21/10/2023

কিছু মানুষ আছে, যারা জামাইর সাথে ঝগড়াঝাটি বা ছ্যাকা-ট্যাকা কিছুই খায় না😏

হুদাই স্যাড পোষ্ট কইরা আপন মানুষদের টেনশনে রাখে🤣

যেমন:আমি😁

21/10/2023

“”যে তোমায় প্রচন্ড ভালোবাসতে পারে””সে তোমায় ছেড়েও থাকতে পারে🖤

16/09/2023

যে পুরুষ নারীর কস্ট বোঝেনা সেই পুরুষের কস্ট বোঝাও উচিৎ না সেই নারীর।দায়িত্ব কর্তব্য উভয়ইয়েরি থাকা উচিৎ, এক দিক থেকে অধিক দায়িত্ব পালন করাটা বা মেনে নেয়াকে নিজের সাথে ব্যাইমানি ছাড়া আর কিছুইনা।

19/08/2023

এইভাবে চ্যাটিং "n8, w8, f9, m9, r8, os3r" করার পর যে সময়টা বাচে সেই সময়টাই আপনি কি করেন?

17/08/2023

মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশ দের হাত থেকে নয়. বরং ব্রিটিশ রাই আমাদের হাত থেকে রক্ষা পেয়েছে..🙂

অনেকে পোস্ট করছেন এত সুন্দর বউ আর এত কিউট বাচ্চা রেখে কিভাবে রাজ এটা পারলো। ভাই সবাই বলে মেয়ে মানুষের মন বুঝা কঠিন কিন্ত...
16/08/2023

অনেকে পোস্ট করছেন এত সুন্দর বউ আর এত কিউট বাচ্চা রেখে কিভাবে রাজ এটা পারলো। ভাই সবাই বলে মেয়ে মানুষের মন বুঝা কঠিন কিন্তু আসল কাহিনি কি জানেন ছেলে মানুষের মন জিনিস টা নেই। ছেলেরা তাই কোন কিছু তেই আটকাই না,কোন কিছু বলতে ও আটকাই না,করতে ও না,আপনি চাকরি করবেন না সংসার সামলাবেন একটি হুট করে আপনার জামাই বলে বসবে সারাদিন বাসায় বসে থাকো,বাহিরের কাজের মর্ম বুঝবা কি। আবার চাকরি কিংবা ব্যবসা করেন, হুট করে শুনবেন সারাদিন ক্যারিয়ার নিয়েই থাকো জামাই বাচ্চাকে সময় দিতে হবে না।বেশি সাজগোজ করবেন শুনবেন আর্টিফিসিয়াল আবার সাদা মাটা হয়ে থাকবেন দেখবেন পৃথিবীর সব hot মেয়ে আপনার boyfrnd কিংবা জামাইয়ের ফেইসবুকে আছে আর আপনাকে কিছু জিজ্ঞেস করলে শুনাবে আয়নায় নিজেকে দেখছো।
না সৌন্দর্যে আটকায়,না সহজ সরলতায়,না ন্যাকামিতে না আললাদে না বেশি straightforward মেয়ের উপর। কারো কাছে মন আটকানোর জন্য মন লাগে, পুরুষদের বিধাতা মন টা দেই নি। দিয়েছে একটা ক্যালকুলেটিভ মগজ ভর্তি মাথা তাই কোন কিছুর সাথে ইমোশনাল এটাছমেনট হয় না সহজে

15/08/2023

আপনি যত স্ট্রং আপনি আপনার আপনজনদের কাছে তত বেশি অবহেলিত।
আপনার কোন জিনিসে তাদের মায়া লাগবে না, তারা জানে পরিস্থিতি যাই হোক যুদ্ধ করে ঠিক ই আপনি টিকে যাবেন।

আপনার স্ত্রী বা স্বামীও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন, কোন অসুস্থতায় ও দমে যাচ্ছেন না, বাচ্চাকাচ্চা,ঘর সব সামলাচ্ছেন তখন সেও ভাববে এ আর এমন কি!!! হয়তো কোন কষ্ট বা ব্যাথা কিছুই অনুভূত হয় না আপনার।

আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানব বা মানবী। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে। না শরীরে, না মনে, না আত্মায়।কোথাও কষ্টের ছিটেফোঁটা ও লাগে না আপনার।

বড় বড় পরিস্থিতি ও যখন মুখ বুজে সয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাহিরের জগৎ এ স্বাভাবিক থাকবেন তখন কেউ সহানুভূতি টুকুও দেখাবে না। মাথায় হাত রাখবে না, দীর্ঘশ্বাস শুনবে না। কারণ আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করেন নি।করতে চান ও নি।

এটাই বাস্তবতা।

Collect

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Was it wrong? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Was it wrong?:

Share