23/01/2024
প্রয়োজন ফুরিয়ে গেলে আর প্রিয়জন থাকেনা…
সম্পর্ক যখন প্রয়োজনের তাগিদে হয় তখন সে সম্পর্ক আজ হোক বা কাল শেষ হবেই। সময় মানুষ চিনিয়ে দেয়, তবে সময় টা কেমন যেন অনেক বেশি লেগে যায়। মানুষটা পরিপূর্ণ চেনার আগেই সে জীবনের এমন একটা অংশ হয়ে যায় যে চাইলে ও কেটে ফেলা যায় না। ঘা হয়ে যাবে পঁচন ধরবে এরপর ও বহন করতে ইচ্ছা করবে। কারণ? ওই যে মায়া। পঁচন ধরলে ও তো বাচা যায় কিন্তু কেটে ফেললে মনে হবে নিঃশ্বাস ই বন্ধ হয়ে যাচ্ছে।
আপনি যতক্ষণ অনুভব করবেন আপনার বিপরীত এর মানুষটি আপনার থেকে বেশি আপনার মায়েতে জড়িয়ে আছে ঠিক ততক্ষণ এর অনুভূতি ই শ্রেষ্ঠ। ঠিক যেদিন থেকে অনুভব করবেন তার মায়া শুধুমাত্রই প্রয়োজন এর তাগিদে ছিল সেদিন থেকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট অনুভূতি অনুভব করতে শুরু করবেন। আর এই অনুভূতি আপনাকে প্রত্যেকটা মুহুর্ত ভোগাবে। তবে মানুষ তো ভুগতে ভুগতে একদিন ঠিক ই প্রকাশ হয়ে যায় যে আপনি ভালো নেই। মুখে বলে না বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে। আর ঠিক তখন ই বিপরীত মানুষটার কাছে আপনি হয়ে যাবেন TOXIC। সে ভুলে যাবে আপনার সাথে করা তার অন্যায়। আর সে হয়ে যাবে VICTIM।
ভালোবাসা! আমার কাছে মনে হয় ভালোবাসা নির্ভর করে ছোট ছোট কিছু জিনিস এর উপর। কারণ স্বভাবগত ভাবে আমি অনেক চাহিদাহীন একটি মেয়ে। সারাদিন একবার একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেলেই আমার মনে হয় আমার জন্য সে তার সব টা দিয়ে দিয়েছে। সম্পর্ক ভাল খারাপ দিন মিলিয়ে চলে তবে, খারাপ দিনটা ছোট্ট একটা কথাতে এক নিমিষে নিকৃষ্ট হয়ে যায়। আমি মানুষের প্রত্যেকটা জিনিস লক্ষ্য করি। তাই, প্রত্যেকটা ছোট ছোট পরিবর্তন আমার নজরে পড়ে যায়।
সম্পর্কে জড়ানোর আগে দশবার ভাবুন। কারণ, আপনি হয়তো আপনার প্রয়োজনকে মুল্যায়ন করছেন আপনার সময় টা সিথিল করতে চাচ্ছেন কিন্তু বিপরীত এর মানুষটা হয়তো সত্যিই আপনার মায়ায় জড়িয়ে যাচ্ছে। আপনি চাইলেই সব অনুভূতি এক মুহূর্তে শেষ করে দিতে পারবেন। সে কী করবে?
পারবেন তো দীর্ঘশ্বাস এর ভার টা নিতে?