13/06/2025
ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কথা আমরা সবাই শুনেছি যেখানে ২৪১ জন আরোহী নিহত হন।তার চেয়েও মর্মান্তিক ছিল জাপানে টোকিও বিমান ক্র্যাশ যেখানে ৫২০ জন আরোহী নিহত হন।
১৯৮৫ সালের ১২ আগস্ট।
Tokyo Haneda বিমানবন্দর যেন উৎসবের মতো ব্যস্ত পরিবারের ছুটি, কাজ শেষে ফেরা, প্রেমিক-প্রেমিকার ছোট ভ্রমন।
Japan Airlines-এর ফ্লাইট 123, এক বিশাল Boeing 747, ৫২৪ জন যাত্রী নিয়ে Osaka’র পথে উড়াল দিল।
সবকিছুই যেন স্বাভাবিক। কেউ জানে না, আজকের দিনটা ইতিহাসের পাতায় রয়ে যাবে বেদনার এক কালো ছায়া হয়ে।
✈️ উড্ডয়নের ১২ মিনিট পরেই…
হঠাৎ! বিমানের পিছনের দিক থেকে বিকট আওয়াজ,
একটা বিস্ফোরণের মতো শব্দ।
বিমানের চাপ নিয়ন্ত্রণের অংশ (bulkhead) ভেঙে গেছে।
প্রেসার কমে যাচ্ছে, অক্সিজেন মাস্ক নেমে এসেছে,
পাইলটরা বারবার চেষ্টা করছেন বিমানকে নিয়ন্ত্রণে রাখতে।
কিন্তু সব হাইড্রলিক লাইন নষ্ট হয়ে গেছে
এমন অবস্থা যেন কেউ স্টিয়ারিং ছাড়াই গাড়ি চালাতে চাইছে পাহাড়ের ধার ঘেঁষে!
🎙️ ককপিট থেকে ভেসে আসছে ভয়েস রেকর্ডারের কথা:
“Uncontrolled… Mayday! Mayday! Request return to Haneda!”
“আমি আমার পরিবারকে ভালোবাসি…”
(পাইলট Yuji Harada-এর শেষ বাক্য)
পেছনে শিশুদের কান্না, মানুষ দৌড়াচ্ছে, কেউ প্রার্থনায় ডুবে গেছে…
৩০ মিনিট ধরে আকাশে পাগলের মতো ঘুরছে বিমানটি।
কখনো বামে, কখনো ডানে ঝাঁকি যেন একটা দৈত্যকে থামানোর শেষ চেষ্টা।
পাইলটরা চেষ্টা করেছেন বাঁচানোর জন্য,শেষ মুহূর্ত পর্যন্ত।
কিন্তু…
⛰️ Gunma পাহাড়ে আছড়ে পড়ে বিমান।
৫২০ জনের প্রাণ গেল, ৪ জন বেঁচে গেল। ৪ জনের সবাই বিমানের পেছনের দিকে ছিল।
👩👧 একটি ১২ বছরের মেয়ে, Keiko…
যখন তাকে ধ্বংসস্তূপ থেকে তোলা হয়, সে শুধু বলেছিল,
(ওকাসান দোকো?)“আম্মু কই?”😥
📼 ব্ল্যাক বক্স থেকে পাওয়া যায় সেই হৃদয়বিদারক শেষ কথাগুলো
ভয়, দায়িত্ব, ভালোবাসা আর আশা… সব মিলিয়ে এক অবর্ণনীয় যুদ্ধ।
আজ প্রায় ৪০ বছর।
Gunma পাহাড়ে প্রতিবার মোমবাতি জ্বলে, নাম লেখা থাকে হারানো প্রিয়জনদের।
পরে জানা যায় maintenance error এর কারনে এই দূর্ঘটনা ঘটে জাপান বোঝে, ভুল শুধু দুঃখ আনে না শিক্ষাও আনে।
আজও এই ঘটনা শেখায়:
🛠️ ছোট্ট এক maintenance error শেষ করে দিতে পারে শত শত জীবন।তাই আমরা যে ফিল্ডেই আছি চেষ্টা করি নিজের জায়গা থেকে সচেতন ভাবে কাজ করতে নয়তো আমাদের ছোট ভুলে চলে যেতে পারে অনেক জীবন।
শ্রদ্ধা জানাই সবাইকে — যারা সেদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন।