Sakib Ryan リアン

  • Home
  • Sakib Ryan リアン

Sakib Ryan リアン Live in japan, made in bangladesh

we love bangladesh and japan. we want to be a bridge between bangladesh and japan.
���

এজেন্সির সাথে স্টুডেন্টের সম্পর্ক 😃
29/06/2025

এজেন্সির সাথে স্টুডেন্টের সম্পর্ক 😃

ছবিটি হচ্ছে গতকালকে বাসা থেকে আপনের লাশ উদ্ধার করে নিচে আনার পরআগামীকাল ২৭ তারিখ রোজ শুক্রবার সকাল দশটার সময় লিখন ভাই স...
27/06/2025

ছবিটি হচ্ছে গতকালকে বাসা থেকে আপনের লাশ উদ্ধার করে নিচে আনার পর

আগামীকাল ২৭ তারিখ রোজ শুক্রবার সকাল দশটার সময় লিখন ভাই সহ আমরা তিন চার জন হিগাশিমাতসুয়ামা পুলিশ স্টেশন থেকে আপনের লাশ রিসিভ করে সাইতামা হাতোয়ামা মসজিদে নিয়ে যাব ওইখানে গোসল এবং প্রয়োজনীয় সব কাজ শেষ করে
জুমার নামাজের পরপরই ওর জানাজার নামাজ হবে সময় হলে আশেপাশের আমরা সবাই থাকার চেষ্টা করব
এখন পর্যন্ত শেষ সিদ্ধান্ত অনুযায়ী ওর পরিবারের রিকোয়েস্টে জাপান বাংলাদেশ কমিউনিকেশনের সিনিয়র কিছু মানুষের সহযোগিতায় অতি শীঘ্রই ওর লাশ দেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে
তবে দীর্ঘ ছয় মাসের মত নিজেকে একা ঘর বন্দি করে রাখায় জাপানের অনেক কিছুই বিল পরিশোধ করে নাই….. এবং ওর লাশ উদ্ধার করা থেকে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত এবং লাশ ফ্রিজিং করে রাখা সহ অনেক কিছুতে টাকার প্রয়োজন হচ্ছে…আগামীকাল মসজিদে আসলে সবার সাথে সে ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ সবাই সবার সমর্থ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করবেন
😔😔

জীবনে কখনোই ভাবিনি আপনের এমন একটি মুহূর্ত দেখতে হবে ওর নিথর দেহটি যখন আমাদের চোখের সামনে পুলিশ বের করতেছে তখন দেখে মনে হয়েছে সবকিছু মিলে মনে হয় দশ কেজি ওজন নাই তার
পুলিশ বলেছে ওর পুরো শরীর নাকি অনেক শক্ত হয়ে আছে 。。。লাস্ট যখন এই মাসের 22তারিখ রবিবারে দেখা করতে গিয়েছিলাম তখন সে ভেতর থেকে বলেছিল সে নাকি চার দিন খাবার খাই নাই এবং আমি বাইরে থেকে রান্নাঘরের পাশে একটা জানালা খোলা ছিল সেখানে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়েছি তারপরও সে বলতেছে সে নাকি চোখে কিছু দেখতেছেনা……আমরা শুধু বারবার ওকে রিকোয়েস্ট করেছি দরজাটা একটু খোলার চেষ্টা করুন。。আবার এদিকে বিল পরিশোধ করতে না পারায় লাস্ট দুই তিন মাস তার বাসায় কারেন্ট গ্যাস পানি সব কিছুই বন্ধ ছিল
ওই বিল্ডিং এর পাশের একজন ভাড়াটিয়া থেকে জানতে পারলাম লাস্ট ১৫ দিন নাকি সে বাসা থেকেও বের হয় নাই
বলতে গেলে পুরো একটা অন্ধকার জগতের মধ্যে সে ছিল কারণ তার মোবাইল ফোনটি পর্যন্ত ব্যবহার করতে পারে নাই সিম কার্ড বন্ধ….মোবাইলে চার্জ দিতে পারেনা
সে ভেতরের রুম থেকে এসে দরজাটুকু খোলার পর্যন্ত ন্যূনতম শক্তি ছিল না
সে শুধু বলেছিল পারলে কিছু খাবার কিনে বাহিরে রেখে দেন আমি পরে উঠলে নিয়ে নেব
যেহেতু জাপানের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া কারো দরজা ভাঙা যায় না。。。তাই তার এই ভয়াবহ অবস্থা থেকে সিনিয়রদের সাথে আলাপ করার পর সবাই মিলে আগামী রবিবার পুলিশ এম্বুলেন্স সবকিছু নিয়ে যাবে বলেছিলেন
কিন্তু রবিবার পর্যন্ত অপেক্ষা করাটা অনেক দেরি হয়ে যাবে মনে করে তারপর যখন আবার গতকালকে বুধবার ওর কি অবস্থা দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি বাইরে রেখে আসা খাবার ঠিক আগের অবস্থাতেই ছিল একটুও নড়ে নাই…তার মানে সে এই দুই দিন দরজা খুলে নাই বাহিরে থেকে অনেক ডাকাডাকির পরেও সে ভেতর থেকে কোন সাড়া দেয় নাই
পরে মাসুম ভাই এবং আরিফ ভাইয়ের সহযোগিতায় লিখন ভাইয়ের পরামর্শে পুলিশ এবং এম্বুলেন্স ফায়ার সার্ভিস নিয়ে ওকে উদ্ধার করলাম কিন্তু তখন তো আসলে আমাদের অনেক অনেক দেরি হয়ে গেছে

পরে আজকে পুলিশের ময়নাতদন্তের রিপোর্টে জানতে পারলাম ওর মৃত্যুটা সোমবার হয়েছিল তার মানে ওর মৃত্যুর দুই তিন দিন পরেও সেই অন্ধকার রুমের ভিতর তার নিথর দেহটি পড়েছিল

ওর ছোট ভাই যখন আজকে সকালে ওর লাশ শনাক্ত করে তখনও ওর একটি চোখ খোলা ছিল আর একটি চোখ অর্ধেক খোলা ছিল চোখগুলো এমনভাবে সাদা হয়ে আছে মনে হয় যেন সে যুগ যুগ ধরে খাবার চোখে দেখে নাই খাবার খায় নাই এতটাই অপুষ্টি এবং রোগা ছিল এবং তার পুরো শরীরটা একটা কাঠের মত হয়ে গেছে
জাপানের মত এমন একটি দেশে থেকেও সেই মৃত্যুর কয়েক দিন আগ থেকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে পারে নাই😔 মৃত্যুর শেষ মুহূর্তে হয়তো আমাদের কারো না কারো জন্য সে অপেক্ষায় ছিল কিন্তু আমরা তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত

আমাদের সবার অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে একটু মাত্র খাবারের অভাবে আজকে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে
হয়তো আমরা কখনো কেউ নিজেদেরকে ক্ষমা করতে পারবোনা

জাপানে ওর স্টুডেন্ট লাইফের প্রায় শেষের দিকে কলেজের বেতন নিয়ে ও অনেক ঝামেলায় পড়েছিল কিন্তু সেগুলো একা সমাধান করা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু আশেপাশে আমরা অনেকেই জানতাম জেনেও তেমন একটা কেউ আগ্রহ দেখিয়ে সাহায্য করে নাই
মাঝে মাঝে 2-1 বার ওর বাসার সামনে গিয়ে তারপর দুই মাস আর কারো কোনো খবর থাকত না
মাঝখানে এই সময়টুকু ছেলেটা কি খাইছে সেটা কখনোই কেউ জিজ্ঞেস করে নাই যার কারণে আজকের এই করুন দিনটি
এর দায় আমাদের সবার
এই ব্যর্থতা আমাদের সবার
এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের আশেপাশে আর কোন আপন যেন বিপদে পড়ে খাবার না খেয়ে একা একা মৃত্যুর কোলে ঢলে না পড়ে

রবিবারে ওর লাস্ট একটি কথা আমাকে অনেক কষ্ট দিতেছে লাস্ট সে অন্ধকার রুমের ভিতর থেকে শুধু এটাই বলেছিল
😔ভাই আবার আসিয়েন😔
আমি হয়তো শেষবারের মতো তার সাথে দেখাটা করতে পারি নাই কিন্তু এখনো মস্তিষ্কের ভিতর তার সেই আওয়াজটা আটকে আছে

robin

আপনি যদি জাপানে নতুন হয়ে থাকেন বা আসার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য জাপানিজ ভাষা শেখাটা খুব জরুরি । চাকরি,পড়াশোনা,বাজা...
18/06/2025

আপনি যদি জাপানে নতুন হয়ে থাকেন বা আসার প্ল্যান করেন, তাহলে আপনার জন্য জাপানিজ ভাষা শেখাটা খুব জরুরি । চাকরি,পড়াশোনা,বাজার করা, হাসপাতালে যাওয়া, বাচ্চাদের স্কুল, বাসা ভাড়া সব জায়গায় ভাষা জানাটাই বড় হাতিয়ার।
জাপানিজ ভাষা ভালো না জানলে জাপানিজ নাগরিকত্ব পাওয়া ও অসম্ভব।

প্রথম প্রশ্ন: “কোথা থেকে শুরু করব?”
উত্তর: ভয় পাবেন না। জাপানি ভাষা তেমন কঠিন না, শুধু নিয়মিত প্র‍্যাক্টিস দরকার। নিচে ধাপে ধাপে সব বুঝিয়ে দিচ্ছি।

Step by Step গাইডলাইন

▪️Step 1: Hiragana & Katakana শেখা
•Hiragana: জাপানিদের দৈনন্দিন লেখায় ব্যবহার হয়
•Katakana: বিদেশি শব্দ লেখার জন্য ব্যবহার হয়
শেখার জন্য অ্যাপস: app store বা play store গিয়ে hiragana, katakana লিখে সার্চ করুন অনেক এপ্স পেয়ে যাবেন।

টিপস: প্রতিদিন ৫–১০টা করে অক্ষর মুখস্থ করুন ও লিখে প্র্যাকটিস করুন।

▪️Step 2: বেসিক শব্দ ও বাক্য শেখা (Vocabulary & Phrases)
•おはようございます (Ohayou gozaimasu) = শুভ সকাল
•すみません (Sumimasen) = মাফ করবেন/দয়া করে
•トイレはどこですか? (Toire wa doko desu ka?) = টয়লেট কোথায়? ইত্যাদি ইত্যাদি

অ্যাপস: app store বা play store গিয়ে minna no nihongo লিখে সার্চ করুন।
আপনার বাসার দেয়ালে শব্দ লিখে রাখুন চোখে পড়লে মনে থাকবে!

টিপস: প্রতিদিন ৫–১০টা করে শব্দ এবং ২-৩ টা বাক্য মুখস্থ করুন ও লিখে প্র্যাকটিস করুন।

▪️Step 3: শুনে শিখুন (Listening Practice)
•জাপানিজ ড্রামা, অ্যানিমে, YouTube, Netflix সব কাজে লাগান।সাবটাইটেল দিয়ে প্রথমে শুনুন → পরে সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন।
আমার দেখা প্রথম জাপানিজ মুভি Ramen Girl আপনার কোনটা?

▪️Step 4: কথোপকথনের অভ্যাস করুন (Speaking Practice)
•স্থানীয় দোকানে বা ট্রেন স্টেশনে ছোট ছোট বাক্যে কথা বলুন
•ভুল হলেও চিন্তা নেই, জাপানিরা ধৈর্য ধরে শুনে।
এখন অনেক এপ্স আছে যেগুলো ব্যবহার করে জাপানিদের সাথে অনলাইনে কথা বলতে পারেন। জাপানিদের সাথে কথা বলা ছাড়া জাপানি ভাষায় fluent হওয়া প্রায় অসম্ভব।

▪️Step 5: জাপানি বই ও নোট নিয়ে বসুন (Writing & Grammar)
•Japanese বই ব্যবহার করুন (NHK World থেকে ফ্রি),Minna no nihongo n5,n4.
•Basic grammar – YouTube এ বাংলায় জাপানিজ ভাষায় অনেক লেকচার আছে সেগুলো শুনতে পারেন।

▪️Step 6: কানজি
. জাপানে থাকতে হলে কানজি জানাটা বেশ দরকারী। প্রতিদিন ১-২ টা করে কানজি লিখে প্র্যাকটিস করুন।

✔️Extra Tips:
▪️প্রতিদিন ২০–৩০ মিনিট করে সময় দিন
▪️একটা নোট খাতা বানিয়ে নিন
▪️সাপ্তাহিক রিভিশন দিন
▪️ভিডিও রেকর্ড করে নিজের উচ্চারণ শুনুন

শেষ কথা:
আপনি যতটুকুই জানেন, সেটা দিয়েই শুরু করুন।
“Perfect হবার চেয়ে, শুরু করাটাই বড় achievement!”
নিজেকে সময় দিন। সময়মতো আপনি ও fluent হয়ে যাবেন।

আপনি কিভাবে শিখছেন সেটা কমেন্টে জানান!
এই পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা এখনো শুরু করেনি।

Ojigi (お辞儀) – জাপানে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোজাপানি সংস্কৃতিতে Ojigi হচ্ছে শ্রদ্ধা, ভদ্রতা, কৃতজ্ঞতা এবং অনুশোচনা প্রক...
15/06/2025

Ojigi (お辞儀) – জাপানে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানো

জাপানি সংস্কৃতিতে Ojigi হচ্ছে শ্রদ্ধা, ভদ্রতা, কৃতজ্ঞতা এবং অনুশোচনা প্রকাশের এক ভঙ্গি। জাপানিরা মাথা নিচু করে তা প্রকাশ করে। জাপানে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ এই Ojigi তাই জাপানে আসার আগেই অবশ্যই এটা সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে আসুন।

Ojigi-এর প্রধান ধরণ ৩টি:

1. Eshaku (会釈) – হালকা মাথা ঝুঁকানো
• মাথা ঝোকানোর কোণ: প্রায় 15°
• অফিসে সহকর্মীদের সঙ্গে দেখা হলে
• পরিচিত কারো সামনে দিয়ে গেলে
• হালকা সৌজন্য প্রকাশে

2. Keirei (敬礼) – সম্মানসূচক মাথা ঝুঁকানো
• মাথা ঝোকানোর কোণ: প্রায় 30°
• সিনিয়র, শিক্ষক বা ক্লায়েন্টের সামনে
• অফিসে মিটিং শুরু/শেষে
• কৃতজ্ঞতা প্রকাশে
• বিদায় জানানোর সময়

3. Saikeirei (最敬礼) – গভীর শ্রদ্ধা বা আন্তরিকতা প্রকাশ
• মাথা ঝোকানোর কোণ: প্রায় 45° বা তার বেশি
• বড়ো ভুলের জন্য ক্ষমা চাইতে
• দুঃখ প্রকাশ করতে (যেমন: মৃত্যুসংবাদে শোক জানানো)
• খুব সম্মানীয় ব্যক্তির সামনে

Ojigi করার সঠিক কায়দা:
1. দাঁড়ানো অবস্থায় পা একসাথে রাখুন।
2. পুরুষ হলে হাত পাশে, মহিলা হলে সামনের দিকে হাত রাখুন।
3. মাথা ও পিঠ একসাথে সামনে ঝুঁকান।
4. চোখ নিচের দিকে রাখুন, কারো চোখে চোখ নয়।
5. দ্রুত না, বরং ধীরে এবং স্থিরভাবে করুন।

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কথা আমরা সবাই শুনেছি যেখানে ২৪১ জন আরোহী নিহত হন।তার চেয়েও মর্মান্তিক ছিল জাপানে টোকিও...
13/06/2025

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কথা আমরা সবাই শুনেছি যেখানে ২৪১ জন আরোহী নিহত হন।তার চেয়েও মর্মান্তিক ছিল জাপানে টোকিও বিমান ক্র‍্যাশ যেখানে ৫২০ জন আরোহী নিহত হন।

১৯৮৫ সালের ১২ আগস্ট।
Tokyo Haneda বিমানবন্দর যেন উৎসবের মতো ব্যস্ত পরিবারের ছুটি, কাজ শেষে ফেরা, প্রেমিক-প্রেমিকার ছোট ভ্রমন।

Japan Airlines-এর ফ্লাইট 123, এক বিশাল Boeing 747, ৫২৪ জন যাত্রী নিয়ে Osaka’র পথে উড়াল দিল।
সবকিছুই যেন স্বাভাবিক। কেউ জানে না, আজকের দিনটা ইতিহাসের পাতায় রয়ে যাবে বেদনার এক কালো ছায়া হয়ে।

✈️ উড্ডয়নের ১২ মিনিট পরেই…

হঠাৎ! বিমানের পিছনের দিক থেকে বিকট আওয়াজ,
একটা বিস্ফোরণের মতো শব্দ।
বিমানের চাপ নিয়ন্ত্রণের অংশ (bulkhead) ভেঙে গেছে।

প্রেসার কমে যাচ্ছে, অক্সিজেন মাস্ক নেমে এসেছে,
পাইলটরা বারবার চেষ্টা করছেন বিমানকে নিয়ন্ত্রণে রাখতে।
কিন্তু সব হাইড্রলিক লাইন নষ্ট হয়ে গেছে
এমন অবস্থা যেন কেউ স্টিয়ারিং ছাড়াই গাড়ি চালাতে চাইছে পাহাড়ের ধার ঘেঁষে!

🎙️ ককপিট থেকে ভেসে আসছে ভয়েস রেকর্ডারের কথা:

“Uncontrolled… Mayday! Mayday! Request return to Haneda!”
“আমি আমার পরিবারকে ভালোবাসি…”
(পাইলট Yuji Harada-এর শেষ বাক্য)

পেছনে শিশুদের কান্না, মানুষ দৌড়াচ্ছে, কেউ প্রার্থনায় ডুবে গেছে…

৩০ মিনিট ধরে আকাশে পাগলের মতো ঘুরছে বিমানটি।
কখনো বামে, কখনো ডানে ঝাঁকি যেন একটা দৈত্যকে থামানোর শেষ চেষ্টা।

পাইলটরা চেষ্টা করেছেন বাঁচানোর জন্য,শেষ মুহূর্ত পর্যন্ত।

কিন্তু…

⛰️ Gunma পাহাড়ে আছড়ে পড়ে বিমান।
৫২০ জনের প্রাণ গেল, ৪ জন বেঁচে গেল। ৪ জনের সবাই বিমানের পেছনের দিকে ছিল।

👩‍👧 একটি ১২ বছরের মেয়ে, Keiko…
যখন তাকে ধ্বংসস্তূপ থেকে তোলা হয়, সে শুধু বলেছিল,

(ওকাসান দোকো?)“আম্মু কই?”😥

📼 ব্ল্যাক বক্স থেকে পাওয়া যায় সেই হৃদয়বিদারক শেষ কথাগুলো
ভয়, দায়িত্ব, ভালোবাসা আর আশা… সব মিলিয়ে এক অবর্ণনীয় যুদ্ধ।

আজ প্রায় ৪০ বছর।
Gunma পাহাড়ে প্রতিবার মোমবাতি জ্বলে, নাম লেখা থাকে হারানো প্রিয়জনদের।

পরে জানা যায় maintenance error এর কারনে এই দূর্ঘটনা ঘটে জাপান বোঝে, ভুল শুধু দুঃখ আনে না শিক্ষাও আনে।

আজও এই ঘটনা শেখায়:
🛠️ ছোট্ট এক maintenance error শেষ করে দিতে পারে শত শত জীবন।তাই আমরা যে ফিল্ডেই আছি চেষ্টা করি নিজের জায়গা থেকে সচেতন ভাবে কাজ করতে নয়তো আমাদের ছোট ভুলে চলে যেতে পারে অনেক জীবন।

শ্রদ্ধা জানাই সবাইকে — যারা সেদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন।

জাপানে নতুন স্টুডেন্ট ভিসায় আসার পর প্রথম দিকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, যেগুলো না করলে পরে সমস্যা হতে পারে। নিচে ধাপে...
11/06/2025

জাপানে নতুন স্টুডেন্ট ভিসায় আসার পর প্রথম দিকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, যেগুলো না করলে পরে সমস্যা হতে পারে। নিচে ধাপে ধাপে সব কিছু উল্লেখ করছি:

✅ ১. এয়ারপোর্টে নেমেই করণীয়:
• Residence Card (在留カード): ইমিগ্রেশন থেকে পাওয়া যাবে।তাই রেসিডেন্স কার্ড এর তথ্য ভালো ভাবে চেক করে নেয়া।

✅ ২. নিজের বাসায় উঠার পর:
• বাসায় উঠার ১৪ দিনের মধ্যে আপনাকে আপনার শহরের 市役所 (Shiyakusho / City Hall) এ গিয়ে বাসার ঠিকানা রেজিস্টার করতে হবে (住所登録)।
• এই সময় National Health Insurance (国民健康保険) ও এনরোল করতে হবে।

✅ ৩. হানকো (নিজের নামের সিল/স্ট্যাম্প)বানানো:
• জাপানে হাতের সই এর ব্যবহার তেমন হয়না তাই অবশ্যই ব্যাংক একাউন্ট খোলার আগে নিজের নামের যেকোনো একটা অংশের হানকো বা সিল বানাতে হবে।

✅ ৪. Bank Account খোলা:
• আপনাকে স্থানীয় একটি ব্যাংকে একাউন্ট খুলতে হবে। যেমন:
• JP Bank (ゆうちょ銀行)
• Mitsubishi UFJ (三菱UFJ)
• Smbc (三井住友) ইত্যাদি

✅৫. Mobile SIM / Phone Contract নেওয়া:
• শুরুতে Prepaid বা Cheap SIM নেওয়া ভালো:
• docomo, au,softbank, Rakuten, বা Y!mobile

✅৬. সুইকা কার্ড (Suica カード) / পাসমো- PASMO বানানো
• ট্রেন/বাসে ওঠা নামা করতে লাগে
• কনবিনিতে, ভেন্ডিং মেশিনেও পেমেন্ট করা যায়

✅৭. জরুরি অ্যাপস ও টুলস:
• Google Translate (জাপানিজ থেকে ইংরেজিতে)
• NAVITIME / Google Maps – বাস বা ট্রেন ধরার সময় কাজে আসবে
• LINE – জাপানে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, সবাই ব্যবহার করে
• Mynumber Portal – নিজের মাই-নাম্বার সংক্রান্ত তথ্য দেখতে

✅৮. পার্ট টাইম কাজ করতে চাইলে:
• “Permission to engage in activity other than that permitted” (資格外活動許可) – এটা এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে আবেদন করতে হবে।
• পার্ট-টাইমে আপনি সর্বোচ্চ ২৮ ঘণ্টা/সপ্তাহ কাজ করতে পারবেন।

✅ ৯. স্কুলের কাগজপত্র ঠিকমতো সাবমিট করা:
• স্কুলের অফিসে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম, ফটোকপি জমা দেওয়া।
• ক্লাস টাইম ও নিয়ম মেনে চলা জরুরি — কারণ এটেন্ডেন্স কম হলে ভিসা বাতিল হতে পারে।

✅ ১০. রেজিস্টার্ড মেইল চেক করা:
• মাঝে মাঝে 郵便局 (Post Office) থেকে গুরুত্বপূর্ণ চিঠি আসে যেমন My Number card, Health Insurance card ইত্যাদি।



প্রথম ১–২ সপ্তাহে এগুলো গুছিয়ে নিতে পারলে পরে অনেক কিছুই সহজ হয়ে যাবে।

25/05/2025

“When a van crashes straight into a building and the driver vanishes into thin air… but justice never forgets. One year later — caught!”

ব্যাপারটা দুঃখজনক
18/05/2025

ব্যাপারটা দুঃখজনক

When you realize Japanese toilets have more buttons than your TV remote… and you don’t speak the language. 😂  Is this a ...
06/05/2025

When you realize Japanese toilets have more buttons than your TV remote… and you don’t speak the language. 😂
Is this a bidet, a seat warmer, or a secret portal to Tokyo?
Praying I don’t accidentally launch a rocket instead of flushing.

05/03/2025
What did i do in Japan for 8 years?
02/01/2025

What did i do in Japan for 8 years?

09/11/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sakib Ryan リアン posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Ryan リアン:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share