Atifa Chowdhuryヅ

  • Home
  • Atifa Chowdhuryヅ

Atifa Chowdhuryヅ welcome My page

04/09/2025

এখন পর্যন্ত সহ্য করে ভবিষ্যতে করবো কিনা জানিনা 😑

04/09/2025

এরকম বিশ্বাস আমি যাকে করি, সে আমার বিশ্বাস টা ভেঙে দেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না 🥺🥺

04/09/2025

ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গরিবদের পাশে দাঁড়াবো,, বড় হয়ে দেখি আমি নিজেই সবচেয়ে বড় গরিব ☹️

03/09/2025

মাঝে মাঝে sad post দেই lD তে কিছু সিসিটিভি আছে তাদেরকে খুশি করার জন্য 😂

31/08/2025

এত কথার কি আছে...!
আমি খারাপ শেষ,আমি কাউকে বুঝি না,আমি ত্যারামি করি,আমার রাগ বেশি,জেদ বেশি,আমি কাউকে ভালোবাসতে জানিনা ভালো রাখতে জানিনা,আমি খারাপ কথা শেষ,কারো কাছে ভালো হওয়ার ইচ্ছা নেই আমি খারাপ ই...!☺️❤️‍🩹😅

24/08/2025

অতিরিক্ত ভালো হওয়াটাও আজকাল যেন পাপের মতো মনে হয়। নিজের ভালবাসা, নিজের ভালোবাসার উজাড়ি, নিজের যত্ন আর যত্নশীলতা—সবকিছুই তো কেউ কেউ ব্যবহার করার জন্যই চাই। আর এই ব্যবহারের দুনিয়ায় বুঝে উঠতে পারি না, কে আসলেই আমার মূল্য দিচ্ছে, আর কে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য আমার ভালোবাসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
আমি হয়তো ভালো হতে চাই, সবাইকে ভালোবেসে যেতে চাই, কিন্তু এই অতিরিক্ত ভালো হওয়ার বদলে আমি পেয়েছি কষ্ট, বেদনা আর হতাশা। অনেক সময় মনে হয়, ভালোবাসাটা যেন আর ভালোবাসা না থেকে শুধু এক ধরনের লেনদেন। তুমি যত ভালো হবে, কেউ ততই তোমাকে ছাড়তে চাইবে। তুমি যত বেশি নিজেকে দিতে চেষ্টা করবে, কেউ তত বেশি তা অবমূল্যায়ন করবে।
তবুও আমার বিশ্বাস ছিল ভালোবাসার সত্যিকারের অর্থ অন্যরকম—যে ভালোবাসা দেয় আর কাউকে ব্যবহার করে না। কিন্তু বাস্তবতা দেখিয়েছে, অতিরিক্ত ভালো হওয়া অনেক সময় শুধু তোমার নিজের মন ছুঁয়ে যায়, আর যারা তা পায়, তারা হয়তো তার কদরই জানে না।
এইসব ভেবে মাঝে মাঝে আমার নিজের ওপর রাগ হয়, কেন আমি এমন করেছি, কেন আমি এতটা দিয়েছি যেখানে পাওয়া যাচ্ছিল না সত্যিকারের সাড়া। কিন্তু এখন বুঝতে পারছি, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের মূল্য জানা আর নিজের ভালোবাসার সীমানা ঠিক রাখা। অতিরিক্ত ভালো হওয়া ভালো, কিন্তু নিজেকেও কখনো ভুলে যেয়ো না—কারণ তোমার নিজের ভালোবাসাই সবচেয়ে জরুরি।🙂💔

21/08/2025

জামাইকে বাইক কিনে দিব বলে টাকা জমাচ্ছিলাম30 টাকা হইছিল, লোভ সামলাতে না পেরে 20 টাহা দিয়া ঝাল মুড়ি খাইয়ালাইছি.... 🫶💔

20/08/2025
18/08/2025

ঘুম না আসলে ঔষধ এর পরিবর্তে যদি মলম পার্টিরা যে মলম ব্যবহার করে,সেটা ব্যবহার করি, তাহলে কি কোনো সমস্যা হবে

13/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Raiyan Ahmed, Jamal Md Jamal

13/08/2025

নিজের ছোট বেলাটা আরেকবার নিজ চোখে দেখলাম🥰🥰

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Atifa Chowdhuryヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share