24/08/2025
অতিরিক্ত ভালো হওয়াটাও আজকাল যেন পাপের মতো মনে হয়। নিজের ভালবাসা, নিজের ভালোবাসার উজাড়ি, নিজের যত্ন আর যত্নশীলতা—সবকিছুই তো কেউ কেউ ব্যবহার করার জন্যই চাই। আর এই ব্যবহারের দুনিয়ায় বুঝে উঠতে পারি না, কে আসলেই আমার মূল্য দিচ্ছে, আর কে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য আমার ভালোবাসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
আমি হয়তো ভালো হতে চাই, সবাইকে ভালোবেসে যেতে চাই, কিন্তু এই অতিরিক্ত ভালো হওয়ার বদলে আমি পেয়েছি কষ্ট, বেদনা আর হতাশা। অনেক সময় মনে হয়, ভালোবাসাটা যেন আর ভালোবাসা না থেকে শুধু এক ধরনের লেনদেন। তুমি যত ভালো হবে, কেউ ততই তোমাকে ছাড়তে চাইবে। তুমি যত বেশি নিজেকে দিতে চেষ্টা করবে, কেউ তত বেশি তা অবমূল্যায়ন করবে।
তবুও আমার বিশ্বাস ছিল ভালোবাসার সত্যিকারের অর্থ অন্যরকম—যে ভালোবাসা দেয় আর কাউকে ব্যবহার করে না। কিন্তু বাস্তবতা দেখিয়েছে, অতিরিক্ত ভালো হওয়া অনেক সময় শুধু তোমার নিজের মন ছুঁয়ে যায়, আর যারা তা পায়, তারা হয়তো তার কদরই জানে না।
এইসব ভেবে মাঝে মাঝে আমার নিজের ওপর রাগ হয়, কেন আমি এমন করেছি, কেন আমি এতটা দিয়েছি যেখানে পাওয়া যাচ্ছিল না সত্যিকারের সাড়া। কিন্তু এখন বুঝতে পারছি, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের মূল্য জানা আর নিজের ভালোবাসার সীমানা ঠিক রাখা। অতিরিক্ত ভালো হওয়া ভালো, কিন্তু নিজেকেও কখনো ভুলে যেয়ো না—কারণ তোমার নিজের ভালোবাসাই সবচেয়ে জরুরি।🙂💔