
11/03/2024
🕌🌙 আহলান সাহলান মাহে রমজান ❤️❤️
আলহামদুলিল্লাহ! পবিত্র মাহে রমজানের চাঁদ 🌙 দেখা গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল কে রমজানের সকল রোজা রাখার, পুরো রমজানে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার এবং পুরো রমজানে প্রতিদিনের ২০ রাকাত তারাবীহ নামায আদায় করার তাওফীক দান করুন। পুরো রমজানে সৎ ভাবে এবং হেদায়েতের পথে চলার তাওফিক দান করুন। এবং এই রমজান মাসের উসিলায় সাড়া জীবনের জন্য ইসলামের জন্য কবুল করে নিন। আমিন।