02/10/2025
বিদায় বেলায় আজ মনে বিষাদের সুর, চোখের জলে উমাকে বিদায় জানাতেই হবে.. মন চায় না, তবু উমাকে যেতে দিতেই হবে...🥺
আবার একটা বছরের অপেক্ষা এই পাঁচটা দিনের জন্য... এই পাঁচটা দিন যেন মাত্র পাঁচ ঘন্টার মতো, কোথা থেকে কেটে যায় জানাই যায় না...তাই আবার ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় আবার দিন গোনা শুরু...🥺
আবার এসো মা 🥺
বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই ভালোবাসা।