31/07/2025
(on behalf post)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, Tarique Rahman সাহেব,
আপনার দলের এক কর্মী আমার বাসার একটা ফ্ল্যাট ভাড়া নেয়ার নাম করে ছয় মাস যাবত আটকে রেখেছে। এই ছয় মাসে সে কোন ভাড়া দিচ্ছেনা। ফ্ল্যাটটাও ছাড়তেছেনা।
ভাড়া চাইতে গেলে আপনারই দলের স্হানীয় নেতারা ফোন দিয়ে হস্তক্ষেপ করতেছেন। আপনারই দলের বিশ-ত্রিশ জন নেতা-কর্মীরা বাসার সামনে একাধিকবার উপস্হিত হয়ে ত্রাস সৃষ্টি করে গেছে। হুমকি ধমকি দিয়েছে। তারাই আবার আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছে।
আমাকে ও আমার ভাইকে মারতে চেয়েছে। কোমরে আর্মস স্পর্শ করিয়ে ভয় দেখিয়েছে। সে এটাও আমাকে বলেছে আমার ফ্ল্যাটের ভাড়া সে দিবেনা। আমার ফ্ল্যাটটা সে ছাড়বেনা। থানা-পুলিশ, বিএনপি নেতা সব ওর পকেটে। এটা শুধু সে বলে নাই করেও দেখাইছে।
আমার পক্ষ নিয়ে যারাই মিটমাট করতে চাচ্ছেন তাদেরকে সে থামিয়ে দিয়েছে। এখন উল্টা আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে।
এহেন পরিস্হিতে আপনার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য এই ভাড়াটিয়া মুলত যুবলীগের সাবেক নেতা। পাঁচ তারিখের পর সে ভোল পাল্টে যুবদলের কর্মী বনে গেছে।
- Saif A Mahmud
(মূল পোস্টের লিঙ্ক কমেন্টে)