Muslim Ummah

Muslim Ummah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim Ummah, Video Creator, .

23/02/2025

একদিন এদের হাত ধরেই আমাদের দেশ অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ,
তাই প্রতিটি বাবা-মার প্রতি অনুরোধ থাকবে নিজের ছেলে মেয়েকে উত্তম শিক্ষায় শিক্ষিত করুন 🙏

22/01/2025

ড. আফিয়া সিদ্দিকা একটি নাম, একটি ইতিহাস। এই ইতিহাস নাজানা মুসলমানের অভাব নেই। কিন্তু এ দায় থেকে সকল মুসলমানের মুক্তি পাওয়ার কোন সুযোগ নেই 😢।
আমাদের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছিলেন সেই বোন, কমেন্ট বক্সে আছে পড়তে পারেন।

20/01/2025

তাদের তাক্বওয়া দেখে বিস্মিত হই!! সুবহানাল্লাহ্‌

এমন নারী যে পুরুষ পেয়েছে সে সত্যিই ভাগ্যবান,
এমন কন্যা যে পিতা এবং মা জন্ম দিয়েছে সেও বড় ভাগ্যবান 🌼
তাদের এই অধিকার আদায়ের তাদেরকে একা নয় তাদের গার্জিয়ান এবং আমাদেরও থাকা উচিত ছিল।

30/12/2024

কোটিপতি হওয়ার চেয়ে মুসলিম হওয়াকে বেছে নিয়েছিলাম!

10/12/2024

আল্লাহু আকবার!
কারাগার থেকে মুক্তি পাওয়া একজন কয়েদিকে জিজ্ঞেস করা হলো,আপনার খাবার সম্পর্কে বর্ণনা দেন।
উত্তরে বললেনঃ আল্লাহর কাছে দোয়া করতাম, এতেই পরিতৃপ্ত হয়ে যেতাম।
আল্লাহর কাছে দোয়ায় বলতাম, আল্লাহ ইসা আঃ এর মা, মারয়ামকে যেভাবে রিজিক দিয়েছেন,আমাকেও সেভাবে রিজিক দিন,এতেই পরিতৃপ্ত হয়ে যেতাম।
এমনকি নবী সাঃ বলেছেন,শেষ জামানায় আমার উম্মতের রিজিক হবে, তাসবীহ,তাই আমি তাসবীহ পড়তাম, আলহামদুলিল্লাহ এতেই পরিতৃপ্ত হয়ে যেতাম।

23/10/2024

বর্তমান প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়াই ছিল আমাদের ইসলাম বিরোধী সংগঠনে মূল লক্ষ্য

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা কথা বলেছি বোন শরিফা কারলো আল আন্দালুসিয়া - এর সাথে যিনি ধর্মবিশ্বাসে ক্যাথলিক এবং একটি এন্টি-ইসলামিক গ্রুপমেম্বার ছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন #আলহামদুলিল্লাহ্ ❤️

তাদের সদস্যদের কোরান ও হাদিস শেখানোর ক্ষেত্রে সংগঠনের সবচেয়ে বড় লক্ষ্য কী ছিল? তারা কী সত্যিই সেগুলিকে ইসলামী কমিউনিটিতে প্রভাব বিস্তার করতে চায়?

10/10/2024

হিন্দু ধর্ম নাকি ইসলাম? কিছু বিষয় যা হিন্দুদের কাছ থেকেই গোপন করা হয়েছে। Muslim Ummah

Smile To Jannah চ্যানেলের বিখ্যাত ইউটিউবার ব্রাদার জিসান এর গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার।

আপনার নিকটস্থ চিন্তাশীল হিন্দুদের কাছে ভিডিওটি শেয়ার করুন/মেসেজ করুন।

07/10/2024

আল্লাহ তায়ালা সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন🤲🏽

"La Ilaha Illallahu Muhammadur Rasulullah" ❤️"There is no God except Allah, the Prophet Muhammad (ﷺ) is His messenger."
05/10/2024

"La Ilaha Illallahu Muhammadur Rasulullah" ❤️
"There is no God except Allah, the Prophet Muhammad (ﷺ) is His messenger."

04/10/2024

♡⁠˖❤️

এ দৃশ্য শুধুমাত্র তসলিমা নাসরিনের অন্তরেই আগুন জ্বালিয়ে দেয় নি, দাড়ি টুপিওয়ালা কিছু মানুষের মনেও জ্বালা ধরিয়ে দিয়েছে।

কারো অন্তরের জ্বালাপোড়া কালেমার এই সাদা কালো পতাকার উড্ডয়নকে থামিয়ে রাখতে পারবে না। আজ অথবা কাল এই পতাকার বিজয় হবেই।

আল্লাহর সৈনিকেরা প্রস্তুত হচ্ছেন। তারা কাফেলাবদ্ধ হয়ে একটু একটু করে এগিয়ে আসছেন। ঐ তো, দূর থেকে আমি জুনদুল্লাহদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আপনিও কি শুনতে পান?

|| ইলহাক্ব বিল কাফিলাহ ||

( সাবিলুনা সাবিলুনা আল জি"হাদ আল জি"হাদ ) 🔥

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Ummah:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share