
03/07/2023
Jamal Bhuyan, দেশের ফুটবলের একমাত্র পোস্টার বয়। দেশের টানে উড়ে আসছেন সুদূর ডেনমার্ক থেকে। এসব গল্প দেশের প্রতিটি ফুটবল প্রেমী মানুষের জানা। শুধু জানলো না প্রোটোকল থাকা ব্যক্তিরা। শুধু চিনলোনা নিরাপত্তার দোহাইতে নিজ দেশের ক্যাপ্টেন কে অবমাননা করা মানুষ গুলো।
আপনার এমি মার্টিনেজ কে চিনে স্বার্থকতা কি, যেখানে নিজ দেশের ক্যাপ্টেন কেই সম্মান জানাতে পারলেন না!