Smile Potato

Smile Potato আমার YouTube চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব বাটনটিতে একটা চাপ ও দিতে পারেন চাইলে ধন্যবাদ !

✨ আলহামদুলিল্লাহ!দীর্ঘ ১ বছর পর আবারও Facebook এ আমার কনটেন্ট মনিটাইজেশন ফিরে এসেছে! ❤️আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্...
26/06/2025

✨ আলহামদুলিল্লাহ!

দীর্ঘ ১ বছর পর আবারও Facebook এ আমার কনটেন্ট মনিটাইজেশন ফিরে এসেছে! ❤️

আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ!
এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন — আরও মজা, আরও রিয়েল লাইফ মুহূর্ত।

📌 আমার এই পেইজটিকে Follow দিন
📺 আর YouTube চ্যানেল Smile Potato-কে Subscribe করতে ভুলবেন না!

আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা! 💪

26/05/2025

----
বিকেলটা যেন হঠাৎ করেই থমকে গিয়েছিল।
আকাশ জুড়ে ঘন মেঘ, বাতাসে কেমন যেন এক অচেনা শীতলতা।
রাস্তার পাশের কাঠের বেঞ্চটায় চুপচাপ বসে ছিল আভাশ আর আভেরী।
কথা বলছিল না কেউ—শুধু তাদের মাঝের নিঃশব্দতা যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল।

আভাশ নিচু গলায় বলল, "আকাশটা দেখেছো? ঠিক তোর মতোন...
চোখে মেঘ, কিন্তু মুখে হাসি।"

আভেরী হালকা হেসে বলল, "তুই তো জানিস, আমি কাঁদি না।
তবে মেঘের মতো জমে থাকলে একদিন না একদিন ঝরতেই হয়, তাই না?"

সেই কথায় যেন বাতাসের গতি একটু বাড়ল।
পাতারা কাঁপতে লাগল—ঠিক যেমন ভেতরে কাঁপছিল তাদের অজস্র অমীমাংসিত অনুভব।

আভাশ হাত বাড়িয়ে ধরতে চেয়েছিল আভেরীর হাত।
কিন্তু আভেরী নিজের আঁচলটা একটু টেনে নিলো—
যেন এটাই শেষবার কাউকে কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার শক্তি জোগাড় করেছিল সে।

"তুই থাকলে সব সহজ লাগতো, আভাশ।
কিন্তু সবকিছুই শুধু অনুভবের উপর টিকে থাকে না।
বাস্তব বড় নির্মম, আর আমি হয়তো তোর জীবনের গল্পটা নই—শুধু এক পৃষ্ঠা।"

আকাশটা তখন একেবারে অন্ধকার।
প্রথম ফোঁটা বৃষ্টিটা পড়ল তাদের মাঝখানে।
আভেরী উঠে দাঁড়াল। আভাশ কিছু বলল না—শুধু তাকিয়ে রইল,
যেভাবে মানুষ তাকিয়ে থাকে শেষ সূর্যটার দিকে, জেনেও যে আর ফিরে আসবে না।

সেই মুহূর্তে হয়তো আকাশ কেঁদে ফেলেছিল,
কিংবা ওরা—বৃষ্টির ভেতরে লুকিয়ে ছিল ঠিক কোন চোখের জল, সেটা আর কেউ জানে না।

---

বাংলাদেশের Starlink.... এর পর ও কি চুরি আটকানো যাবে? 😬
22/05/2025

বাংলাদেশের Starlink.... এর পর ও কি চুরি আটকানো যাবে? 😬

14/05/2025

Somewhere in DHAKA

21/04/2025

বাইকের হেডলাইটের 🏍️ আলো নিয়ে আমার মত যারা সমস্যায় ভুগছেন তাদের জন্যে বাজেটের মধ্যে এটি একটি 🤗 সমধান !! হতে পারে.. FNM S8 Head light.

10/03/2025

Motion Blur effect 😁☺️

10/03/2025

এরা মানুষ হবে কবে ?
এদের ভুলের জন্য প্রাণ দিতে হয় সাধারণ মানুষের

🇧🇩

08/03/2025

পুলিশের সাথে আমার এ এক অন্য রকম সম্পর্ক
সকাল শুরু ২০০০ টাকার মামলা দিয়ে
মাসুদ যেমন ভালো হতে পারেনি, পুলিশ ও কখনো ভালো পেতে পারবে না।

#পুলিশ

10/02/2025

A view from pillion 😍☺️
আপনি কবে শেষ এরকম সুন্দর সানসেট দেখেছেন?
কমেন্টে ছবি দিতে পারেন চাইলে.....

31/01/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Smile Potato posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smile Potato:

  • Want your business to be the top-listed Media Company?

Share