MIT Page

MIT Page সোনা মানেই বিনোদন....!

💖” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)💖
19/01/2025

💖” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)💖

কবরের আযাব থেকে বাঁচার দোয়া:اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ(আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবীল...
18/01/2025

কবরের আযাব থেকে বাঁচার দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

(আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবীল ক্ববর)

(হে আল্লাহ! আমি আপনার নিকট কবরের শাস্তি হতে আশ্রয় চাই)

(সহীহ বুখারী_ ৮৩৩)

যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ঐ কাজ করতে পারলো না তবুও সে ব্যাক্তির জন্য সাওয়াব লেখা হবে।[সহীহ...
17/01/2025

যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ঐ কাজ করতে পারলো না তবুও সে ব্যাক্তির জন্য সাওয়াব লেখা হবে।

[সহীহ বুখারী :৬৪৯১]

রসূল (স:) বলেন, "যে ব্যক্তি কারো অর্ধহাত জমিন জবরদখল করবে কিয়ামত দিবসে তার গলায় সাতটি যমিন ঝুলিয়ে দেয়া হবে।' (বুখারী, ...
16/01/2025

রসূল (স:) বলেন, "যে ব্যক্তি কারো অর্ধহাত জমিন জবরদখল করবে কিয়ামত দিবসে তার গলায় সাতটি যমিন ঝুলিয়ে দেয়া হবে।' (বুখারী, অধ্যায়ঃ কিতাবুল মাজালিম)

'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন'। (সূরা ত্বলাক-৩)।
15/01/2025

'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন'।
(সূরা ত্বলাক-৩)।

একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ৬ টি হক্ক আছে।(১) দেখা হলে সালাম বিনিময় করা।(২) দাওয়াত দিলে তা গ্রহণ করা।(৩) উপদেশ চাই...
14/01/2025

একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ৬ টি হক্ক আছে।

(১) দেখা হলে সালাম বিনিময় করা।

(২) দাওয়াত দিলে তা গ্রহণ করা।

(৩) উপদেশ চাইলে উপদেশ দেওয়া।

(৪) হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ্ বললে, উত্তরে ইয়ারহামুকাল্লাহ্ বলা।

(৫) কেউ অসুস্থ হলে তার খোঁজ-খবর নেওয়া।

(৬) জানাযায় উপস্থিত হওয়া।

[সহীহ মুসলিম-২১৬২]

উত্তম জীবনসঙ্গী ও উত্তম জীবিকা চাকরি লাভের দু'আ।দোয়া:رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَى مِنْ خَيْرٍ فَقِيرরব্বি ইন্নী লি...
13/01/2025

উত্তম জীবনসঙ্গী ও উত্তম জীবিকা চাকরি লাভের দু'আ।

দোয়া:

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَى مِنْ خَيْرٍ فَقِير

রব্বি ইন্নী লিমা আংঝালতা ইলাইয়া মিং খইরিং ফাক্কির

“হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তো তারই ভিখারী।"

(সুরা কাসাস : আয়াত ২৪)

আজ প্রত্যেককে তার কৃতকর্ম অনুসারে প্রতিফল দেওয়া হবে; আজ কোন জুলুম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। (সূরা : ১৭)
11/01/2025

আজ প্রত্যেককে তার কৃতকর্ম অনুসারে প্রতিফল দেওয়া হবে; আজ কোন জুলুম নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। (সূরা : ১৭)

কোন মানুষ জানেই নাআমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জুড়ানো জুড়ানো কি বস্তু লুকায়িত রেখেছি।সূরা আস সাজদাহঃ ১৭
09/01/2025

কোন মানুষ জানেই না
আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জুড়ানো জুড়ানো কি বস্তু লুকায়িত রেখেছি।

সূরা আস সাজদাহঃ ১৭

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। (সূরা: আদ দুহা-৫)
07/01/2025

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে। (সূরা: আদ দুহা-৫)

Address

Gaffargaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIT Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share