14/06/2025
Hi🙋♂️
আমি Normax
আমি আমার টিমের Bomber+Assaulter+3rd rusher।
সোজা ভাসায় আমি আমার দলের 3rd Player.
আমি আমার Role এর জন্য Best Charecter Combo বার করার চেষ্টা করেছি International Players & amar personal favourite RHK-NEJAD ভাইকে Follow করে।
প্রথমেই বলতে চাই যে, একেক টিমের স্ট্র্যাটাজি অনুযায়ী ক্যারেক্টার স্কিল আলাদা আলাদা হতে পারে। তবে যেগুলো সবচেয়ে কমন ব্যবহৃত হয় সেগুলোই আমি তুলে ধরছি। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন।তবে আমি বলব যে টিমের গুরুত্ব আগে, দলের প্রয়োজন অনুযায়ী নিজের ক্যারেক্টার কম্বো ঠিক করবেন। নিচে আমি কোন ক্যারেক্টার গুলো কতজন ব্যবহার করেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি।
Active Skill:
1. Koda: 4 Jon
2. A124: 3 jon
3. Kassie: 2 jon
4. Stefy: 1 jon
Passive Skill:
Alvaro: 9 jon
Kayros: 7 jon
Nairi: 6 jon
Joseph: 5 jon
Moco: 2 jon
Olivia: 2 jon
Nikita: 1 jon
Recommended Skill combination :
1. A124+MOCO+NIKITA+ALVARO
2. KODA+KAYROS+ALVARO+NAIRI
⚠️ Kassie কে recommend করিনি, কারণ বর্তমানে বাংলাদেশ লবিতে, Supporter+2nd rusher দেরই Kassie ব্যবহার করতে বেশি দেখা যাচ্ছে।
⚠️ Joseph কে suggest করিনি কারণ, বর্তমানে সেটা খুব একটা কাজে আসে না বলে আমি মনে করি। T3 Loby তেও Throwing item গুলো বেশি ব্যবহার হয়, তাই জোসেফ খুব একটা কাজে আসছে না।
Note: আমি কোন প্রফেশনাল কোচ নই,আমার ওই বিষয়ে অভিজ্ঞতা কম। আমি নিজের উন্নতির জন্য যে টেকনিকগুলো ফলো করেছি, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আমার রোলে খেলা বাকিরাও উপকৃত হয়। একটি কথা মনে রাখবেন, ক্যারেক্টার কম্বো সব সময় টিমের প্রয়োজন অনুযায়ী তৈরি করবেন, নিজের সুবিধার জন্য নয়। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার টিমের Nader কে। যদি 50+ Love React আসে তাহলে, বাকি Role এর প্লেয়ারদের জন্য নিয়ে আসবো এরকম একটি পোস্ট। 🤭