Normax

Normax Follow us and like our page

04/07/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সম্প্রতি অসুস্থ শরীর নিয়েও তিনি অংশ নিয়েছিলেন ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে, সেখানে তার দল রানারআপ হয়েছিল। সেই লড়াকু মনের এক নিঃসন্দেহ যোদ্ধা তাওহিদুল ইসলাম সিয়াম (JB-CHEETAH)
আজ ভোরে ইন্তেকাল করেছেন।

আমরা সবাই তার রূহের মাগফিরাত কামনা করি।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

New beginning.....
27/06/2025

New beginning.....

Emperor's Jersey is here
We’re coming to Rule


Hello Everyoneসম্প্রতি আমি কিছু ইন্ডিয়ান প্রফেশনাল কোচ থেকে গেমপ্লে ট্রেনিং নিচ্ছি। যদিও আমি একজন T2 লবি প্লেয়ার, তবুও আ...
23/06/2025

Hello Everyone

সম্প্রতি আমি কিছু ইন্ডিয়ান প্রফেশনাল কোচ থেকে গেমপ্লে ট্রেনিং নিচ্ছি। যদিও আমি একজন T2 লবি প্লেয়ার, তবুও আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ের জ্ঞান নিতে শুরু করেছি।
আমার কোচের শেখানো অনেক বিষয় আমি আগে জানতাম না, তাই ভাবলাম – কেন না আমি এই শেখা জিনিসগুলো আপনাদের সাথেও শেয়ার করি?

এই সিরিজে আমি একে একে সব বিষয় আপনাদের জানাবো , যা আমি আমার কোচের কাছ থেকে শিখছি।
👉 কোচের Instagram বা চ্যানেলের লিংক কমেন্টে দেওয়া থাকবে। চাইলে আপনারা সরাসরি উনাকে ফলো করতেও পারেন।

আজকের টপিক:

Migration | Rotation | Reverse Rotation
এই তিনটি টার্ম ফ্রি ফায়ার ইস্পোর্টসে খুবই গুরুত্বপূর্ণ – তাই জেনে নিন,

1. Migration – মাইগ্রেশন

নিজের ড্রপ পয়েন্ট থেকে অন্য যেকোনো লোকেশনে মুভ করাকে মাইগ্রেশন বলা হয়।
উদাহরণ:
আপনি যদি Clock Tower-এ নামেন, এবং এরপর Factory বা Mars Electric-এ মুভ করেন – সেটাই মাইগ্রেশন। প্রথম জোন সার্কেলের ভেতরে যে সকল এরিয়া রয়েছে, সেগুলোতে মুভ করাই Migration

কখন ব্যবহার হয়?

-ভালো লুটের জন্য
-স্ট্রং পজিশনে যাওয়ার জন্য
- Enemy এড়াতে
-রোটেশন সহজ করার জন্য আগেই জায়গা দখল নিতে

2. Rotation – রোটেশন

জোনের বাইরে থেকে পরিকল্পিতভাবে জোনের ভিতরে ঢোকার মুভমেন্টকে রোটেশন বলে।
উদাহরণ:
ধরুন আপনি Rim Nam Village-এ নেমেছেন। কিন্তু জোন পড়েছে Clock Tower-এর দিকে। তখন আপনি বাইরের দিক থেকে নিরাপদভাবে জোনে ঢুকছেন – এটা রোটেশন।

কখন ব্যবহার হয়?

-সেফ জোনে ঢুকতে
-ভালো পজিশনে পৌঁছাতে
-টাইমিং ও ইনফো ব্যবহার করে শত্রুর চোখ এড়িয়ে ঢুকতে
-সাপোর্টিভ কভার পজিশন দখল করতে

3 Reverse Rotation – রিভার্স রোটেশন

জোনের ভিতর থেকে জোনের বাইরে মুভ করাকে রিভার্স রোটেশন বলা হয়।
উদাহরণ:
আপনি যদি সেফ জোনের ভিতরে থাকেন, কিন্তু সিদ্ধান্ত নেন যে পিছনের পাহাড় বা অন্য কোন রুটে জনের বাইরে দিয়ে ঘুরে কোন জায়গায় পজিশন নিতে হবে – সেটা রিভার্স রোটেশন।

কখন ব্যবহার হয়?

-পিছনের দিক দিয়ে Enemy কে সারপ্রাইজ অ্যাটাক করতে
-সামনে ফাইট হলে পেছন দিয়ে ফ্ল্যাংক নিতে
-ব্যাকস্ট্যাব করার স্ট্র্যাটেজি নিতে
-নতুন রুট বানাতে যদি সামনে রিস্ক থাকে

Conclusion:
এই তিনটি বিষয় হলো একদম বেসিক তবে গুরুত্বপূর্ণ এবং দারুন। Competitive Field এ খেলতে চান তাহলে এসব বিষয় জানা তো আপনার জন্য একদম must-have knowledge।

Stay tuned for the next topic:
Hot Drop | Cold Drop | Hybrid Drop


Congratulations RedHawks 🇧🇩What a match. Love you RHK-FLIKER🫂My heartbeat had increased a lot.
20/06/2025

Congratulations RedHawks 🇧🇩
What a match. Love you RHK-FLIKER🫂

My heartbeat had increased a lot.

Hi🙋‍♂️আমি Normax আমি আমার টিমের Bomber+Assaulter+3rd rusher।সোজা ভাসায় আমি আমার দলের 3rd Player.আমি আমার Role এর জন্য Be...
14/06/2025

Hi🙋‍♂️
আমি Normax
আমি আমার টিমের Bomber+Assaulter+3rd rusher।
সোজা ভাসায় আমি আমার দলের 3rd Player.

আমি আমার Role এর জন্য Best Charecter Combo বার করার চেষ্টা করেছি International Players & amar personal favourite RHK-NEJAD ভাইকে Follow করে।

প্রথমেই বলতে চাই যে, একেক টিমের স্ট্র্যাটাজি অনুযায়ী ক্যারেক্টার স্কিল আলাদা আলাদা হতে পারে। তবে যেগুলো সবচেয়ে কমন ব্যবহৃত হয় সেগুলোই আমি তুলে ধরছি। আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন।তবে আমি বলব যে টিমের গুরুত্ব আগে, দলের প্রয়োজন অনুযায়ী নিজের ক্যারেক্টার কম্বো ঠিক করবেন। নিচে আমি কোন ক্যারেক্টার গুলো কতজন ব্যবহার করেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি।

Active Skill:

1. Koda: 4 Jon
2. A124: 3 jon
3. Kassie: 2 jon
4. Stefy: 1 jon

Passive Skill:

Alvaro: 9 jon
Kayros: 7 jon
Nairi: 6 jon
Joseph: 5 jon
Moco: 2 jon
Olivia: 2 jon
Nikita: 1 jon

Recommended Skill combination :
1. A124+MOCO+NIKITA+ALVARO
2. KODA+KAYROS+ALVARO+NAIRI

⚠️ Kassie কে recommend করিনি, কারণ বর্তমানে বাংলাদেশ লবিতে, Supporter+2nd rusher দেরই Kassie ব্যবহার করতে বেশি দেখা যাচ্ছে।
⚠️ Joseph কে suggest করিনি কারণ, বর্তমানে সেটা খুব একটা কাজে আসে না বলে আমি মনে করি। T3 Loby তেও Throwing item গুলো বেশি ব্যবহার হয়, তাই জোসেফ খুব একটা কাজে আসছে না।

Note: আমি কোন প্রফেশনাল কোচ নই,আমার ওই বিষয়ে অভিজ্ঞতা কম। আমি নিজের উন্নতির জন্য যে টেকনিকগুলো ফলো করেছি, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আমার রোলে খেলা বাকিরাও উপকৃত হয়। একটি কথা মনে রাখবেন, ক্যারেক্টার কম্বো সব সময় টিমের প্রয়োজন অনুযায়ী তৈরি করবেন, নিজের সুবিধার জন্য নয়। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার টিমের Nader কে। যদি 50+ Love React আসে তাহলে, বাকি Role এর প্লেয়ারদের জন্য নিয়ে আসবো এরকম একটি পোস্ট। 🤭

ধ্রুব মাহমুদকে বাদ দিয়ে Garena Free Fire  অডিয়েন্সের চাহিদাকে উপেক্ষা করেছে। ধ্রুব মাহমুদের অবদানকে Garena কেন উপেক্ষা...
29/05/2025

ধ্রুব মাহমুদকে বাদ দিয়ে Garena Free Fire অডিয়েন্সের চাহিদাকে উপেক্ষা করেছে। ধ্রুব মাহমুদের অবদানকে Garena কেন উপেক্ষা করল তার জবাব তাদের দিতে হবে।
FREE FIRE BANGLADESH CHAMPIONSHIP 2025 এ আমরা ধ্রুব মাহমুদকে কাস্টার হিসেবে চাই।

অডিয়েন্সের চাহিদা উপেক্ষা করলে আমরা লাইভে ভিউ দেব না।
এখনই সবাই মিলে Garena Free Fire-এর সব রিসেন্ট পোস্টে গিয়ে একটাই কথা লিখি —
"We want DHRUBO MAHMUD as a Caster in FFBC-2025"

08/03/2025

Back?.....

14/02/2024

শুনলাম FFEB হয়েছে!

পরিস্থিতি এখন এমন,
🙂 যে জিনিস এ কোনো আগ্রহ নাই সেই জিনিসের পেছনে দৌড়াচ্ছি। আর যে জিনিস এ প্রচুর আগ্রহ সেই জিনিসের ধারের কাছেও যেতে পারছিনা। যাই হোক,

Congratulation Team RHK ❤️

22/07/2023

BACK?

Memory........🥹🥹
16/07/2023

Memory........🥹🥹

আসসালামু আলাইকুম আমরা আসছি FARDIN GAMING FREE FIRE CHAMPIONSHIP SEASON 1 এর SEMI FINAL ROUND এ '16 JULY 2023'সবাই E-SPOR...
15/07/2023

আসসালামু আলাইকুম

আমরা আসছি FARDIN GAMING FREE FIRE CHAMPIONSHIP SEASON 1 এর SEMI FINAL ROUND এ '16 JULY 2023'

সবাই E-SPORTS এর পাশে থাকতে চাইলে FARDIN GAMING এর PAGE টি FOLLOW করে রাখুন ❤️

https://www.facebook.com/profile.php?id=100091506283453

15/06/2023

INTRODUCING TurbO Plays

Grab The Clutch and Feel The Power


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Normax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Normax:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share