Normax

Normax Follow us and like our page

Complete Guide about calls,1. Degree mention — এঙ্গেল/দূরত্ব (উদাহরণ: 70m, 105°) স্পষ্ট বলে কল করা।2. Area marking — এনি...
14/10/2025

Complete Guide about calls,

1. Degree mention — এঙ্গেল/দূরত্ব (উদাহরণ: 70m, 105°) স্পষ্ট বলে কল করা।

2. Area marking — এনিমির উপর স্পষ্ট মার্ক করতে হবে; কিসে, কোথায়, কোন রুমে।

3. Room & tower identification — কোন ঘর/টাওয়ারে এনেমি আছে (double door, multi window, sement house) — ঘরের নাম বা বৈশিষ্ট্য দিয়ে কল করা।

4. Enemy loadout & character info — কোন গান, কোন ক্যারেক্টার, কারা ওয়েস্ট করছে — তার Info টিমকে দিতে হবে। যেমন: ২ স্কাইলার নেই, ১ ওস্কার আছে, ২ জন রাশ করেছে ইত্যাদি।

5. Teammate motivation — গালি কমাতে হবে, Blame করা বাদ দিতে হবে, সবসময় টিমমেটকে মটিভেট রাখতে হবে।

6. Knock Down হয়ে গেলে এনিমি কয়জন আছে, লোকেশন ও ফ্যাক্টস শেয়ার করো; blame/আহ্/গালি-টাইপ কথা ফাইটের সময় টিমের মনোবল নষ্ট করে।

7. ছোট জয়কে সেলিব্রেট — কেউ ১টা এনেমি মারলেই “Nice / Good / OP” বলো — আত্মবিশ্বাস বাড়ে।

8. রোলে-স্পেসিফিক কল — sniper, bomber, rusher ইত্যাদি জন্য সাব-কল কনভেনশন (উদাহরণ: “সেনাইপার — স্কাইলার মারছি”, " Bomber- ned করছি"), রাশার — টাটসুয়া মারছি।

9. Fight এর আগে অবশ্যই সবাইকে Formation ঠিক করার call দিতে হবে। এ ক্ষেত্রে IGL এর ভুমিকা সবচেয়ে বেশি।

10. Launchpad & Pet use করার সময় অবশ্যই নাম mention করতে হবে। যেমন- রহিম Launchpad মারো, করিম pet মারো।

11. Short call দিতে হবে, বড়িয়ে চারিয়ে বলে সময় নষ্ট করা যাবে না।

12. Enemy দেখলে আতঙ্কিত হয়ে Call দেওয়া যাবে না। গলার টোন ঠান্ডা রাখতে হবে, এবং স্পষ্ট call দিতে হবে। Calm Language এ কথা বলতে হবে, গালির পরিমাণ কমাতে হবে।

13. দুর থেকে এনিমি কে open এ দখলে, ১,২,৩ বলে একসাথে Combine Fire দিতে হবে, এভাবে সহজে 1st knock বার করা যায়।

আরও অনেক Point হতে পারে, আমি এতদিন যা যা শিখেছি, সেটাই আপনাদের সাথে Share করলাম।

Support me on youtube guys🙋‍♂️.
13/10/2025

Support me on youtube guys🙋‍♂️.

We grabbed a massive Booyah in our 3rd tournament match!Perfect teamwork, smart calls, and correct decisions made it possible.Watch how EMP-NORMAX led the sq...

Hello Everyone 🫡আপনাদের একটা বিষয় জানাতে এই পোস্টটা করছি।বাংলাদেশে বেশিরভাগ স্ক্রিম লবি গুলোতে শুধু Bermuda, Purgatory &...
12/10/2025

Hello Everyone 🫡
আপনাদের একটা বিষয় জানাতে এই পোস্টটা করছি।
বাংলাদেশে বেশিরভাগ স্ক্রিম লবি গুলোতে শুধু Bermuda, Purgatory & Kalahari ম্যাপেই খেলা হয়।
ফলে আমাদের অনেক T3 টিমের অন্য ম্যাপগুলোর (Nexterra, Alpine, Solara) বিষয়ে অভিজ্ঞতা থাকে না।

এই সমস্যার সমাধান হিসেবেই Minhaz ভাই নিয়ে এসেছেন এক নতুন ধরণের স্ক্রিম!

🎮 এই স্ক্রিমে খেলা হবে শুধুই —
✅ Nexterra
✅ Alpine
✅ Solara
এই তিনটি নতুন ম্যাপে!

-এই স্ক্রিমে খেলার সুবিধা:
1️⃣ টিমগুলো নতুন ম্যাপের রোটেশন, ল্যান্ডিং স্পট ও লুট প্যাটার্ন সম্পর্কে অভিজ্ঞ হবে।
2️⃣ T3 টিমরা ভবিষ্যতে T2 লবিতে আরও ভালো পারফর্ম করতে পারবে।
3️⃣ প্লেয়ারদের ম্যাপ জ্ঞান ও গেম সেন্স আরও উন্নত হবে।
4️⃣ স্ক্রিমের প্রতিযোগিতা হবে আরও মজার ও চ্যালেঞ্জিং।

(এর বাইরেও আরও অনেক সুবিধা থাকতে পারে, আমি শুধু আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি।)

- কেন এই স্ক্রিম অন্যগুলোর থেকে আলাদা?
এই স্ক্রিম শুধুমাত্র নতুন ম্যাপে খেলার সুযোগই দিচ্ছে না — বরং টিমগুলোকে দিচ্ছে নতুন কিছু শেখার, নিজেদের পরবর্তী লেভেলে নিয়ে যাওয়ার বাস্তব প্রস্তুতি।
T3 টিমদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য সুযোগ নিজেদের স্কিল ও গেম জ্ঞান আরও উন্নত করার!

Group Link: https://chat.whatsapp.com/FUvDf3UHHiC4W33CLKXEbc?mode=ems_copy_t

25/09/2025
17/09/2025

Everyday we are implementing our new strategies to dominate the T2 loby. But still we have to Learn more & grind more.

17/09/2025

এই Clip এ আমার ৫ টা Mistake যে বার করে দেখাতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে একটা Gift আছে। আমি ৩ টা Mistake Figure Out করেছি।

1. Launcher ammo weasting for misfire.
2. Wrong use of active charecter skill.
3. Weasting much time to rescue a teammate.

Welcome Back My Boy🙋‍♂️
13/09/2025

Welcome Back My Boy🙋‍♂️

We are proud to welcome NASIM as the Manager of TEAM EMPEROR. With his leadership and dedication, we look forward to reaching new heights together.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Normax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Normax:

  • Want your business to be the top-listed Media Company?

Share