17/05/2025
আজ আমরা ছিলাম পরিবারের সঙ্গে— মা বাবা, ভাইবোন, আর ছোটদের হাসিমুখ দেখে মনটা একেবারে ভরে গেল।
সবচেয়ে মজার অংশ? সালামি দেওয়া! ছোটদের হাতে সালামির খাম গুলো তুলে দিতে যতটা আনন্দ পাই, তার কোনো তুলনা নেই। ওদের খুশি, উচ্ছ্বাস—সব কিছু আমাদেরও ঈদটাকে আরও অর্থবহ করে তোলে।
পরিবারের সঙ্গে সময় কাটানো, সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করা—এটাই তো ঈদের আসল বার্তা।”
To make your Eid special, Gift Essentials BD will always be by your side 💝