Imran Sohag

Imran Sohag অন্তরের শুদ্ধতম বোধ প্রকাশিত হয় কবিতায়-
প্রেমে ও বন্ধুত্বে, শোষণ ও বঞ্চনায়, দ্রোহে কিংবা প্রতিবাদে কবিতা হয়ে ওঠে অন্যতম অবলম্বন।

আমি এখন শুধু ভেতরের মেঘে ভিজি,তোমাকে ডাকলে প্রতিধ্বনি হয় কাঁপা কাচের মতো।বৃষ্টি থেমেছে, কিন্তু জানো;আমার ভেতরের আকাশে এখ...
24/10/2025

আমি এখন শুধু ভেতরের মেঘে ভিজি,
তোমাকে ডাকলে প্রতিধ্বনি হয় কাঁপা কাচের মতো।
বৃষ্টি থেমেছে, কিন্তু জানো;
আমার ভেতরের আকাশে এখনো বর্ষা।

~ ইমরান সোহাগ

24/10/2025

তুমি বলেছিলে, ভালোবাসা সহজ নয়;
আমি খুঁজেছিলাম তোমার হাসির ভিতর আমার মুক্তি।
তোমার গন্ধে ছিল দূর কোনো বৃষ্টি আসার আভাস,
তোমার ছোঁয়ায় লুকিয়ে ছিল মরণোন্মুখ জীবনের স্পন্দন।

আজও যখন রাত নামে নিঃশেষ দিগন্তে,
আমি শুনি তোমার নিঃশ্বাসের মতো বাতাসের সুর,
দেখি আকাশে সেই অদৃশ্য চিহ্ন;
যা তুমি রেখে গিয়েছিলে
আমার ভেতরের অন্ধকার আলোকিত করতে।

অদৃশ্য চিহ্ন
~ ইমরান সোহাগ

24/10/2025

আজ মহান শুক্রবার 🥹🤲

22/10/2025

যে ব্যথা সারাজীবনের ক্ষত হয়ে থাকে,
সেই ক্ষত সারাতে এসেছিলাম তোমার কাছে।
আজ তুমিও ফিরিয়ে দিলে;
যেমন ফিরে যায় আমার গভীর রাতের কান্নার বৃষ্টি...!

~ ইমরান সোহাগ

22/10/2025

Love doesn't end when you don't find someone, it just changes its form...love then lives only in memory.

22/10/2025

একদিন হয়তো আমিও বদলে যাবো,
থেমে যাবো প্রতিক্রিয়াহীন, অনুভূতিহীন।
তুমি তখন স্পর্শ করতে চাইবে,
কিন্তু আমার আর সাড়া পাবে না।
তখনই বুঝবে,
একটা হৃদয় ভাঙার শব্দ কেমন লাগে;
যখন সেটা নিজের বুকে বাজে।

~ ইমরান সোহাগ

তোমাকে বলার সাহস পাই না এমন কিছু কথা আছে;যেগুলো আমি নিজের বুকের ভেতর আটকে রেখেছি বহুকাল ধরে,যেন বৃষ্টির আগে ভারী মেঘ জমে...
21/10/2025

তোমাকে বলার সাহস পাই না এমন কিছু কথা আছে;
যেগুলো আমি নিজের বুকের ভেতর আটকে রেখেছি বহুকাল ধরে,
যেন বৃষ্টির আগে ভারী মেঘ জমে আছে কোথাও।

আমি একদিন নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো,
তোমার শাড়ির প্রান্ত ছুঁয়ে বলবো
আমার ঘুম ভাঙে মাঝরাতে,
তোমার নির্মল কন্ঠস্বর
আমার স্বপ্নে বারবার হোঁচট খায়।

আমি বলতে চেয়েছি;
এই শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে
তুমি না থেকেও তোমার উপস্থিতি টের পাই,
যেন বাতাসে তোমার শরীরের ঘ্রাণ আমার অস্তিত্বে মিশে যায়।

তুমি যদি জানতে আমি কীভাবে দিন কাটাই;
কাজের ফাঁকে হঠাৎ বুকটা পাথরের মত ভারী হয়ে যায়,
যেন কারও অসমাপ্ত কথা জমে আছে হৃদয়ের বিষন্ন পাতায়।

শেষে হয়তো শুধু এইটুকু বলতে পারব,
আমি এখনও তোমাকে ভাবি।
যেভাবে মানুষ পুরোনো ক্ষত শুকিয়ে যাওয়ার পরেও
ওই জায়গায় হাত বোলায়;
নিশ্চিত হতে, ব্যথাটা সত্যিই গেছে কি না।


“অন্তঃপ্রবাহ”
~ ইমরান সোহাগ
২১শে, অক্টোবর দুই হাজার পঁচিশ

হে মহীয়সী নির্বাসিতা,তোমার বুকের প্রতিটি দাহই এক একটি স্তবক,যার প্রতিধ্বনি শুনে এখনো ভয় পায় কবিতারা।তুমি হারাওনি,তুমি কে...
17/10/2025

হে মহীয়সী নির্বাসিতা,
তোমার বুকের প্রতিটি দাহই এক একটি স্তবক,
যার প্রতিধ্বনি শুনে এখনো ভয় পায় কবিতারা।
তুমি হারাওনি,
তুমি কেবল ইতিহাসের এক নীরব শোকগাথা হয়ে অমর হয়েছো।

~ ইমরান সোহাগ

আমি যত্নে নেই, তাই আমার এত যন্ত্রণা।কারও চোখের জল আমি নিজের বলে মুছেছি যত্ন করে,কিন্তু আমার চোখে জল এলে কেউ ফিরে তাকায়নি...
15/10/2025

আমি যত্নে নেই, তাই আমার এত যন্ত্রণা।
কারও চোখের জল আমি নিজের বলে মুছেছি যত্ন করে,
কিন্তু আমার চোখে জল এলে কেউ ফিরে তাকায়নি একটিবার।
আমি সান্ত্বনা দিয়েছি, অথচ নিজের দুঃখ লুকিয়েছি হাসির আড়ালে।

ভালোবাসা আমি দিয়েছি পরিমাপহীন,
ফেরত চেয়েছি শুধু একটুখানি উপস্থিতি;
কিন্তু তাও পাইনি, তাই আজ এত নিঃসঙ্গতা জমে গেছে বুকে।

আমি যত্নে নেই, তাই আমার এত যন্ত্রণা।
যত্ন মানেই তো ব্যথা নেওয়ার ক্ষমতা,
আর আমি সেই ক্ষমতাটাকেই ভালোবেসেছি সারাজীবন।


শিরোনাম: যত্ন
লেখা: ইমরান সোহাগ
১৫ই অক্টোবর দুই হাজার পঁচিশ।

14/10/2025

সাধারণ মানুষ, শ্রমিক, দিনমজুর মারা গেলে এ রাষ্ট্র ব্যাথিত হয় না।

এক রিপনের ভীড়ে হারিয়ে গেল মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ১৬ লাশ।

লাশের মিছিলে সাংবাদিকের ভিউ হয়না বলেই কি মিডিয়া চুপচাপ?

হে রাষ্ট্র যন্ত্র তুমি কবে সাধারণ মানুষকে নিয়ে ভাববে?

তুমি কি মনে রেখেছ,একবার বলেছিলে... তুমি আছো বলেই আকাশ নীল?আজ সেই আকাশের নীলটাও ফ্যাকাশে,আমি কিন্তু রঙ মাপতে যাই না আর।আম...
14/10/2025

তুমি কি মনে রেখেছ,
একবার বলেছিলে... তুমি আছো বলেই আকাশ নীল?
আজ সেই আকাশের নীলটাও ফ্যাকাশে,
আমি কিন্তু রঙ মাপতে যাই না আর।

আমার ভিতরে এখন শুধু স্থিরতা,
অভিমানহীন, অভিযোগহীন এক শূন্যতা বাস করে।
তোমার নামটা উচ্চারণ করলেও
মনে হয়...এই নাম তো কারও নয়,
কোনোদিন কারো ছিলই না।

সময় এসেছে, ফিরে যাই
নিজের নিঃসঙ্গ আশ্রয়ে।
তুমি থেকো তোমার সুখের ভুবনে,
আমি থাকব আমার অন্ধকারে;
যেখানে ভালোবাসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে,
আর আমি শিখে নিয়েছি
হৃদয়ের সীমাহীন ক্ষত নিয়েও শান্তিতে বাঁচা যায়।


“অভিমানবিহীন আমি”
কলমে: ইমরান সোহাগ
১৪ই অক্টোবর দুই হাজার পঁচিশ।

এখন আর কোনো প্রশ্ন করি না,কারণ সব প্রশ্নের উত্তরই আমার জানা।তুমি চলে গিয়েছিলে এক বিকেলে,যখন জানালার পর্দায় রোদ পড়েছিল তি...
13/10/2025

এখন আর কোনো প্রশ্ন করি না,
কারণ সব প্রশ্নের উত্তরই আমার জানা।
তুমি চলে গিয়েছিলে এক বিকেলে,
যখন জানালার পর্দায় রোদ পড়েছিল তির্যকভাবে।
আমি চুপচাপ, অশ্রুসিক্ত নয়নে দেখেছিলাম তোমার প্রস্থান;
বিদায়ের ভেতরে কত শান্তভাবে তুমি মিলিয়ে গেলে।

আমি কিছু বলিনি, শুধু চেয়েছিলাম,
তোমার পদধ্বনির শব্দটা আরেকটু দীর্ঘ হোক;
যেন বিদায়ের মাঝেও তোমার সাথে কিছুক্ষণ সঙ্গ দেয়া যায়।

এখন আমি নির্বাক,
যেন চিঠিহীন এক ডাকবাক্স,
যেখানে কেবল বাতাস আসে
আর ফিরে যায় নিজের মতো।

তুমি নিশ্চয়ই সুখে আছো,
আমি তেমনই কষ্টে আছি;
দু’জনেই সমান স্বাভাবিক,
দু’জনেই সমান দূরে।

সময় হলে আমিও যাবো,
একটি অশ্রু রেখে,
নিঃশব্দের তীরে,
তোমার নামের আলোয় ভিজে।


“নিঃশব্দের তীরে”
লেখা: ইমরান সোহাগ
তারিখ: ১৩ই অক্টোবর দুই হাজার পঁচিশ

Address

Sher-E-Bangla Nagar,Dhaka,Bangladesh

1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Sohag:

  • Want your business to be the top-listed Media Company?

Share