Nusaiba Haque Nafisa

  • Home
  • Nusaiba Haque Nafisa

Nusaiba Haque Nafisa Alhamdulillah For Everything
(1)

মা হিসেবে আমি নিখুঁত নই! আমি ভুল করি আমি অনেক বিষয় ভুলে যাইমাঝে মাঝে আমি আমার সন্তানের সাথে  অশান্ত হয়ে যাইআর মাঝে মাঝ...
06/07/2025

মা হিসেবে আমি নিখুঁত নই!

আমি ভুল করি
আমি অনেক বিষয় ভুলে যাই
মাঝে মাঝে আমি আমার সন্তানের সাথে
অশান্ত হয়ে যাই

আর মাঝে মাঝে আমি আমার সন্তানদের সাথে
রাগে পাগল হয়ে যাই
But it's ok

তবুও শেষ পর্যন্ত কেউ আমার সন্তানকে আমার চেয়ে বেশি ভালবাসতে পারবে না।✨🤍

🙏🙏
17/06/2025

🙏🙏

❤️
16/06/2025

❤️

Nahidul Haque ❤️
16/06/2025

Nahidul Haque ❤️

16/06/2025

উচিত জবাব কখনও কথায় দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে, নিজের সাথে প্রতিযোগিতা করে।

নামকরা ব্রান্ড Lamborghini এর নাম তো আপনারা সবাই কমবেশি শুনেছেন! কিন্তু আপনি কি জানেন এই ল্যাম্বোরগিনির মালিক ছিলেন একজন ট্রাক্টর মেকানিক?

ইটালির এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির। তখন মাত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফেরুচ্চিও বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতেন। যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন ট্রাক্টর মেরামতের ব্যবসা।

আস্তে আস্তে ব্যবসা বড় হতে লাগল। একদিন শখের বশে তিনি একটা Ferrari গাড়ি কিনে ফেললেন। সেই সময় গাড়ীর জগতে Ferrari খুব জনপ্রিয় একটি ব্র‍্যান্ড, সবাই এক নামে চেনে।

কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা। গাড়ির ক্লাচ নিয়ে ফেরুচ্চিও শান্তি পাচ্ছিলেন না। তার কাছে মনে হলো এটাকে আরো ভালোভাবে তৈরী করা যেতে পারতো!

যেই ভাবা সেই কাজ। ফেরুচ্চিও ঠিক করলেন এটা তিনি Ferrari এর মালিককে জানাবেন।

অনেক কাঠখড় পুড়িয়ে তিনি দেখা করলেন Ferrari এর প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে।

এনজো চুপ করে ফেরুচ্চিওর কথা শুনলেন। এরপর তাচ্ছিল্যের স্বরে বললেন, "তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝটা কি?"

এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগল ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির। Ferrari এর অফিস থেকে বের হয়ে চলে আসলেন তিনি।

এরপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এমন এক গাড়ি বানাবেন যা ফেরারিকেও হার মানাবে।

অনেকগুলো বছর পেরিয়ে গেল। অবশেষে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হলো ল্যাম্বোরগিনি। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি ক্রেতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। এরপরই শুরু হয় ফেরারির সঙ্গে ল্যাম্বোরগিনির হাড্ডাহাড্ডি লড়াই।

ল্যাম্বোরগিনি এখন পর্যন্ত ২.৩০,০০০ টি গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে। কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন ১৯.৭ বিলিয়ন ডলার!

২০২৪ সলের নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বোরগিনি এখন আমেরিকার মার্কেটে ফেরারির চেয়ে বেশি জনপ্রিয়।

একবার একটু ভাবুন তো, সেইদিনের সেই ট্রাক্টর মেকানিক যদি জিদ না করত, যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি, তাহলে কি কোনোদিন Lamborghini তৈরি হতো? বা গল্পটা এরকম হতো?

এমন অনেক ধরনের বাধা-বিপত্তি আমাদের জীবনেও আসে। মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল, আমাকে দিয়ে আর কিছু হবে না — নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা।

আমরা এটা ভুলে যাই যে, আমি না পারলে কে পারবে। যা করার আমাকেই তো করতে হবে, তাই না? নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে যেটা আমি গর্ব নিয়ে বলতে পারব।

অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পিছনে ট্রল করবে, বার বার থামিয়ে দেবে‌, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।

নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে জবাবটা দিয়ে দেয়।

(coppy)

কীসের এতো অহংকার
16/06/2025

কীসের এতো অহংকার

ইনশাআল্লাহ
14/06/2025

ইনশাআল্লাহ

❤️❤️❤️
13/06/2025

❤️❤️❤️

💓💓
12/06/2025

💓💓

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nusaiba Haque Nafisa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share