30/11/2025
নতুন এডমিন নেওয়া হবে পেজে। আমি যদি পেজে আর সক্রিয় হতে না পারি তবে তিনিই চালাবেন। তিনি না চাইলে পেজ হয়তো বন্ধও হয়ে যেতে পারে। যদি আমি আর না আসি। জীবনের নিশ্চয়তা যেমন নেই। তেমনই কিছু কিছু বিষয় থাকে যা প্রকাশ করে যাওয়ারও সামর্থ্য থাকে না কখনো কখনো।
আপনারা পেজটাকে ভালোবাসুন। আমাকে ভালোবাসুন। আল্লাহ রহমত করলে আমি ফিরবো। সকল কার্যক্রম থেকে নিজেকে একটু একটু সরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে দোয়ার মাগফিরাত কামনা করছি। যেনো কোনো অঘটন না হয়। আজ এতটুকুই। আমি আমার পেজ এবং সকল পেজকেন্দ্রিক ব্যক্তিবর্গকে ভীষণ ভীষণ ভালোবাসি।
~Mst. ZH