Upantik

Upantik মানুষকে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসতে টাকা লাগে না লাগে পারিবারিক সুশিক্ষা....

30/11/2025

নতুন এডমিন নেওয়া হবে পেজে। আমি যদি পেজে আর সক্রিয় হতে না পারি তবে তিনিই চালাবেন। তিনি না চাইলে পেজ হয়তো বন্ধও হয়ে যেতে পারে। যদি আমি আর না আসি। জীবনের নিশ্চয়তা যেমন নেই। তেমনই কিছু কিছু বিষয় থাকে যা প্রকাশ করে যাওয়ারও সামর্থ্য থাকে না কখনো কখনো।

আপনারা পেজটাকে ভালোবাসুন। আমাকে ভালোবাসুন। আল্লাহ রহমত করলে আমি ফিরবো। সকল কার্যক্রম থেকে নিজেকে একটু একটু সরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে দোয়ার মাগফিরাত কামনা করছি। যেনো কোনো অঘটন না হয়। আজ এতটুকুই। আমি আমার পেজ এবং সকল পেজকেন্দ্রিক ব্যক্তিবর্গকে ভীষণ ভীষণ ভালোবাসি।

~Mst. ZH

এযুগের ইনবক্সে চলে নগ্নতার জরীপ! আর টাইম লাইন জুড়ে চলে বুখারী শরীফ..!বি.দ্র. আসল ছবি দিয়ে নিজের নেতিবাচক মানসিকতার পরিচয়...
30/11/2025

এযুগের ইনবক্সে চলে নগ্নতার জরীপ!
আর টাইম লাইন জুড়ে চলে বুখারী শরীফ..!

বি.দ্র. আসল ছবি দিয়ে নিজের নেতিবাচক মানসিকতার পরিচয় দিতে পারলাম না। বুঝে নিন কেনো এমনটা বলা হয়েছে। এরকম পরিস্থিতির শিকার অনেকেই।

30/11/2025

এদিকে বাসায় তালিম বসে আবার ওদিকে বোনকে সাধ খাওয়ায়। বাহ ভালো হুজুর তো।

30/11/2025

বুদ্ধির জবান হচ্ছে কলম।

~ইবনে রুশদ

29/11/2025

আমার দক্ষতাগুলো নিয়ে এগোনোর ইচ্ছে আছে কিন্তু উৎসাহ পাই না ঠিকঠাক তাই বার বার তৈল বাঁশের নিচে নেমে যাচ্ছি।

কখনো কখনো একাকিত্ব গভীর ভাবে গ্রাস করে আমাদেরকে.....
29/11/2025

কখনো কখনো একাকিত্ব গভীর ভাবে গ্রাস করে আমাদেরকে.....

আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কদুছবি তুলেছে বাড়ির মধু.....
29/11/2025

আলহামদুলিল্লাহ
আমাদের বাড়ির কদু
ছবি তুলেছে বাড়ির মধু.....

29/11/2025

জনগণের সুখ-শান্তি, সুখ-দুঃখ সব কিছুর জন্যই তাদের পরিচালকগণ দায়ী হয়ে থাকে।

~বদী উয-যামান হামদানী

28/11/2025

জুম্মা মোবারক সবাইকে ❤️

Address

Amtala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upantik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share