Upantik

Upantik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upantik, Amtala.

সকালটা আপনাদের কিভাবে শুরু হয় এক লাইনে বলে যান.....
13/09/2025

সকালটা আপনাদের কিভাবে শুরু হয় এক লাইনে বলে যান.....

13/09/2025

প্রতিযোগিতা দিলেও আপনাদের খুঁজে পাওয়া যায় না তাহলে আপনারা কি চান আমাকে বলেন আজকে!

12/09/2025

সবাইকে জুম্মা মোবারক

11/09/2025

গিভওয়ে বাতিল ঘোষণা করা হলো।

11/09/2025

কনটেস্ট কি বাতিল করে দেবো?

11/09/2025

"গিভওয়ে পোস্ট"

আজকে রাত ১২ টা পর্যন্ত যে সর্বোচ্চ পোস্ট শেয়ার করবে তাকে রিচার্ড গিফট দেওয়া হবে। অবশ্যই প্রতিটা শেয়ারের স্ক্রিনশট প্রমাণস্বরূপ ইনবক্সে দিতে হবে। যেসকল পোস্ট শেয়ার দিবেন তাতে অবশ্যই আপনাদের রিয়্যাক্ট কমেন্ট থাকতে হবে। আর এক পোস্ট অতিরিক্ত শেয়ার করা যাবে না। পেজে অনেক পোস্ট আছে সমানতালে শেয়ার দিতে থাকুন।

11/09/2025

জীবনে বড় হতে গেলে সকল ধাক্কা সহ্য করা চাই।

পর্যালোচনা: ০৭বই: বেলা ফুরাবার আগে লেখক: আরিফ আজাদ প্রকাশনা: সমকালীন প্রকাশনমূল্য: ৩১৫ টাকারেটিং: ৭/১০বর্তমান সময়ে পথ চল...
10/09/2025

পর্যালোচনা: ০৭

বই: বেলা ফুরাবার আগে
লেখক: আরিফ আজাদ
প্রকাশনা: সমকালীন প্রকাশন
মূল্য: ৩১৫ টাকা
রেটিং: ৭/১০

বর্তমান সময়ে পথ চলতি ভীড়ের মধ্যে আমরা যেমন ধাক্কা খাই। ঠিক তেমনি বর্তমান প্রেক্ষাপটের নিত্য নতুন লেখকদেরকে নিয়েও প্রায় ধাক্কাধাক্কির পর্যায়ে আছি। কার বই পড়বো, কে কেমন লেখে, কার গল্প কতটা আকর্ষণ করে এসব নিয়েই যেনো রোজই একপ্রকার কৌতুহল কাজ করে মনে। কখনো কখনো মনে হয় একবারে সব লেখকদের বইগুলো গোগ্রাসে গিলতে পারলে যেনো ভালো হতো। এতো ধৈর্য্য নিয়ে একটা বই শেষ করে আরেকটা পড়ার ধৈর্য্যে আর কুলোচ্ছে না। তবে একটা জিনিস খেয়াল করলাম বর্তমান লেখকদের মাঝে একটি নাম যেনো বেশিই উঠে আসে আমাদের চারপাশের বই পাঠকদের মুখে মুখে আর তা হলো 'আরিফ আজাদ'। উনার লেখা 'প্যারাডক্সিক্যাল সাজিদ' বইটা বেশ ভালো লাগে। এবার তার আরও জনপ্রিয় একটা বই 'বেলা ফুরাবার আগে' পড়ে ফেললাম।

'বেলা ফুরাবার আগে' বইটা পড়ার আগে যেমনটা ধারণা ছিলো পড়ার পর পুরোটা পাল্টে গেলো। একটা স্নিগ্ধ বিকেলকে কেন্দ্র করে বইটা ভেবেছিলাম। পড়তে এসে দেখি জীবনটাকেই হেদায়েতপূর্ণ করতে লেখা। কিছু কিছু পয়েন্ট যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে তা আমি আমার মতোন করে বলার চেষ্টা করছি.....

১. মর্ডানতার নাম করে আমরা ফ্রি মিক্সিং বিষয়টাকে সহজ বিষয় করে ফেলেছি যেখানে নারী পুরুষ উভয়ের জন্যই নন মাহরাম হারাম করা হয়েছে।

২. ধৈর্য্যের বিষয়টাকে অধিক পরিমাণে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ দোয়া করে যদি সাথে সাথেই সেই জিনিস না পায় তবে সে দোয়া করাই ছেড়ে দেয়। অধিকাংশের ক্ষেত্রেই এমনটা হতে দেখা যায়। কিন্তু আল্লাহ যার দোয়া পছন্দ করেন তার আশা দেরিতে কবুল করেন যাতে আল্লাহ তার বান্দার সুমধুর প্রার্থনা আরও শুনতে পারেন। অথচ আমরা আশা রাখি দোয়ার সাথে সাথে জিনিসটা পেয়ে যাবো নচেৎ আর দোয়ায় করবো না। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন।

৩. অনেক সময় পাপের সাগরে ডুবতে ডুবতে আমরা আর দ্বীনের পথে ফেরার পথই খুঁজে পাই না। কোথা থেকে শুরু করবো, কি করবো না করবো দিশেহারা হয়ে যাই। সেক্ষেত্রে কেউ চাইলে আরিফ আজাদের বই পড়তে পারে। এখানে গল্পে গল্পে আমরা ইসলামের দ্বারপ্রান্ত খুঁজে পেতে পারি।

বইটিতে এমন অনেক অনেক লাইন আছে যেগুলো আমাদের স্বভাব চরিত্র উন্নয়নে সহায়ক। অন্ধকার কঠিন জগৎ থেকে আপনাকে রবের নূরের পথে চলতে সহজলভ্য করবে। বর্তমান সময়ের এতো এতো লেখকের ভিড়ে উন্নত মানের লেখক খুঁজে পাওয়াই কষ্টসাধ্য। সেই হিসেবে দেখতে গেলে আরিফ আজাদ বেশ ভালো পর্যায়ের। উনার বই পড়ে যথেষ্ট ভালো উপলব্ধি হলো। কুরআনের আলোকে লেখা হয়েছে বইটি। যা আমাদেরকে তার লেখালেখির প্রতি বিশস্ত এবং আস্থাবান করেছে। সকলের উচিত বর্তমান লেখকদের লেখাগুলো সম্পর্কে জানা। জীবনকে পরিবর্তন করার প্রথম ধাপে আরিফ আজাদের বইগুলো বেশ সহায়ক। বই পড়ুন, বইকে সঙ্গী করুন।

রিভিউ: Mst. ZH

10/09/2025

অনেক দিন বই উপহার দেওয়া হয় না ভাবছি বই উপহার দেবো যদি আপনারা একটিভি বাড়াতে পারেন তবে খুব শীঘ্রই বই উপহার পোস্ট আসবে। সবাইকে দেখার সুযোগ করে দিন এই পোস্টের কমেন্টে মেনশন দিয়ে।

09/09/2025

Top fan হয়ে দেখাও তোমাকে একটা কুটুকুটু গিফট দিতে চাই ❤️💚

09/09/2025

বাচ্চারা তোমরা কেমন কনটেস্ট চাও কমেন্ট করো......

Address

Amtala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upantik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share