LIVE Panchagarh

  • Home
  • LIVE Panchagarh

LIVE Panchagarh পঞ্চগড়ের মানুষজন অতি সহজ সরল এবং অতিথি পরায়ন

27/07/2025

পঞ্চগড়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।

পঞ্চগড়ে মাছ ধরতে নেমে নিখোঁজের ৪২ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার। গেল রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান সহ , প্রতিবে...
09/07/2024

পঞ্চগড়ে মাছ ধরতে নেমে নিখোঁজের ৪২ ঘণ্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার। গেল রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান সহ , প্রতিবেশী কয়েকজন বন্ধু মিলে হাতে ফিকা জাল নিয়ে পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে নামেন । একপর্যায়ে তাঁরা নদীর প্রবল স্রোতের মধ্যে সাঁতার কেটে হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্রোতের তোড়ে রানা নামের একজন পেছন দিকে ফিরে আসেন। তবে এক হাতে ফিকা জাল নিয়ে মোস্তাফিজুর রহমান সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে মোস্তাফিজুর নদীতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে মোস্তাফিজুরকে খোঁজাখুঁজি শুরু করেন । খুঁজে না পেয়ে বিষয়টি তাঁরা পঞ্চগড় সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পঞ্চগড় ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল গতকাল সোমবার সকাল সাতটা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। বেলা পৌনে একটা পর্যন্ত অভিযান চালিয়ে মোস্তাফিজুরকে খুঁজে পাওয়া না গেলে পরে তারা উদ্ধার অভিযান স্থগিত করে চলে যায়। তবে স্থানীয় পাথরশ্রমিকেরা নদীতে নেমে গতকাল রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গোফাপাড়া–সংলগ্ন নদীতে তাঁর লাশ ভেসে যেতে দেখে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন। জানা গেছে মোস্তাফিজুর ফকিরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের আনসার কমান্ডার ছিলেন। এ ছাড়াও তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার প্রদীপ কুমার রায় বলেন, নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে নদী ও পুকুর ভরাট হয়ে জেলার বিভিন্ন স্...
06/07/2024

পঞ্চগড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে নদী ও পুকুর ভরাট হয়ে জেলার বিভিন্ন স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টির পানিতে শহরের পৌর এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হোয়েছে। বেড়েছে জনদূর্ভোগ। স্থানীয়রা বলছেন, পৌরসভা কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকালও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে ধেয়ে আসা পানিতে করতোয়া, মহানন্দাসহ জেলার উপর দিয়ে প্রবাহিত অন যান য নদীতে পানি বেড়েছে। করতোয়া নদীতে শহরের ব্রীজ পয়েন্টে বিপদসীমার ৩ দশমিক ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

দেবীগঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদসীমার ২ দশমিক ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

পঞ্চগড়ে বন্ধুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরেক বন্ধুপঞ্চগড়: জেলার আটোয়ারী উপজেলায় শাকিল হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্...
06/07/2024

পঞ্চগড়ে বন্ধুকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরেক বন্ধু
পঞ্চগড়: জেলার আটোয়ারী উপজেলায় শাকিল হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের তিন পর সাইদুর রহমান সোহেল (৩৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে শুক্রবার ঠাকুরগাঁও জেলার ফকিরপারা গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল আটক করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-১৩)। পরে রাতেই তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার সোহেল ঠাকুরগাঁও জেলার ফকিরপারা গ্রামের শাহজামাল এলাইস শাহজালালের ছেলে। এদিকে নিহত যুবক শাকিল উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে। তারা দুজনে একে অপরের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাতে জমিতে হাল চাষ করতে টাকা সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন শাকিল হোসেন। পরে রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহের বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, শাকিল ও সোহেল বন্ধু বলে জানতে পেরেছি। বন্ধু হিসেবে তাদের চলাফেরা ছিল। ঘটনার দিন তাদের একসঙ্গে দেখেছে অনেকেই। পরে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধায় নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। এলাকাবাস...
06/07/2024

গাইবান্ধায় নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে পিটুনি দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বাথরুমে ওই নারী গোসলের সময় আটক পুলিশ সদস্য গোপনে ভিডিও ধারণ করছিলেন।শনিবার (৬ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যের নাম শাহ আলম। তার বাড়ি লালমনিরহাট জেলার বানভাসা গ্রামে। বর্তমানে তিনি গাইবান্ধা পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় বাড়ির বাথরুমে গোসল করছিলেন এক নারী। এ সময় বাথরুমের ওপর দিয়ে মোবাইল ফোনে ওই নারীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন মো. শাহ আলম। নারীর গোসলের ভিডিও করার সময় স্থানীয়রা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে আটক করে মারধর করে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।আটক পুলিশ সদস্যকে উদ্ধার করতে আসা গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল ইসলাম বলেন, ‘আটককৃতকে জনতার হাত থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন জানান, ঘটনা লোকমুখে শুনে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক ওই ব্যক্তিকে উদ্ধার করে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় জিতু (১৯) নামের এক শিক্...
06/07/2024

ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।ভোলায় এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় জিতু (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন খাসকেল জিতুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। জিতু ওই ওয়ার্ডের মো. জসিম মাস্টারের একমাত্র ছেলে। তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল তিনি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিয়েছিলেন। তবে পরীক্ষা ভালো হয়নি। এর আগের দুটি পরীক্ষা বাংলা ১ম ও ২য় পত্রের পরীক্ষাও ভালো হয়নি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে জিতু আ'ত্মহ'ত্যা করেছেন।

তিনি আরো জানান, এর আগে টেস্ট পরীক্ষায় জিতু ছয়টি বিষয়ে ফেল করেছিলেন। পড়াশোনায় তার তেমন কোনো মনোযোগ নেই। পুলিশ এবং পরিবারের ধারণা- পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিতু আ'ত্মহ'ত্যা করেছেন।

দৌলতখান থানার ওসি জানান,পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে লাশের সুরতহাল প্রতিবেদন চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খাটের উপর পড়ে আছে শিশুর নিথর দেহ, মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার; নিজ বাথরুম থেকে।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চারতলা বা...
04/07/2024

খাটের উপর পড়ে আছে শিশুর নিথর দেহ, মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার; নিজ বাথরুম থেকে।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চারতলা বাসা থেকে ১৫ মাস বয়সি সামিয়া আক্তার সোহা নামে এক শিশুর অক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির মা উর্মি আক্তার মুক্তাকে (২১) টয়লেটের ভেতর থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি ৪ তলা ভবনের নিচতলার কক্ষ থেকে তাদের উদ্ধার করেন।

ঊর্মি আক্তার মুক্তা রাজবাড়ি জেলার বাড়িগ্রামের বাসিন্দা শামীম আহম্মেদের স্ত্রী। শামীম মেঘনা গ্রুপ অব কোম্পানিতে চাকরি করেন।

নিহত শিশুর বাবা শামীম আহম্মেদের গ্রামের বাড়ি রাজবাড়ীতে এলাকায় । গত ৩ দিন হলো তারা সপরিবারে উপজেলার ঝাউচর এলাকার মৃত হাজী ইসলাম বেপারীর ছেলে মহসিন বেপারীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি মেঘনা গ্রুপ অব কোম্পানির ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।

নিহত শিশুর বাবা জানান, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষে সকাল সাড়ে ৬ টায় বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা আটকানো। অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমার শিশু কন্যাকে মৃত অবস্থায় খাটের ওপর দেখতে পাই। রক্তাক্ত অবস্থায় আমার স্ত্রী টয়লেটের ভেতরে পড়েছিল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।

এ বিষয়ে বাড়ির মালিক মহসিন বেপারী বলেন, মাত্র ৩ দিন হলো আমার বাড়িতে নিচ তলায় একটি রুম ভাড়া নিয়ে তারা থাকছেন, আমরা নিজেরা এখনো এ বাড়িতে এসে উঠিনি, আমরা আমাদের পুরান বাড়িতেই থাকি। আকস্মিক এমন ঘটনা আসলেই দুঃখজনক।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, একটি কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একই স্থান থেকে বাচ্চার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য জানা যাবে।

পাঁচবিবিতে মাদকের ঘাঁটিতে বিজিবি কর্তৃক মাদক ও দেশীয় অস্ত্রসহ চার জন আটক। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুল পুর ইউন...
03/07/2024

পাঁচবিবিতে মাদকের ঘাঁটিতে বিজিবি কর্তৃক মাদক ও দেশীয় অস্ত্রসহ চার জন আটক। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুল পুর ইউনিয়নের ছোট মানিক এলাকায় এক মাদক কারবারির বাড়ীতে দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচা করে আসছিল স্থানীয় মাদক কারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৬৭ বোতল ফেনসিডিল, নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, দেশীয় অস্ত্র ও সোনার গহনাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পত্নীতলা-১৪ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী শারমিন (২৫) এবং অপর পুত্র মুন্না(৩২) ও তার স্ত্রী শবনম (২২)।

এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ ৩ লক্ষ ৬৫ হাজার ৬ শত ২৫ টাকা, ১৬৭ বোতল ফেন্সিডিল, ফায়ারডিল , কিছু সোনার গহনা ও ৩টি দেশীয় অস্ত্র (সামুরাই) জব্দ করে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এঘটনায় পত্নীতলা- ১৪ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর শাফায়াত হোসেন জানান, বিকেলে উপজেলার ছোট মানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন কড়িয়া ক্যাম্পের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি। এছাড়া ঘটনাস্থল থেকে ফেনসিডিল, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে শিশুর মৃত্যু। কু‌ষ্টিয়ার দৌলতপুরে শিশু দুই ভাই-‌বোন চিনি ভেবে ইঁদুর মারার বিষ খে...
03/07/2024

কুষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষপানে শিশুর মৃত্যু। কু‌ষ্টিয়ার দৌলতপুরে শিশু দুই ভাই-‌বোন চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মেয়ে শিশুটি মৃত্যুবরণ করেছে এবং অপর ছেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার (৩ জুলাই) বেলা ১টার দি‌কে উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু মীম উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের আল্লারদর্গা সোনাইকুন্ডি গ্রামের মোঃ শুভ মন্ডলের মেয়ে।

জানা গেছে, চিনি ভেবে দুই ভাই-‌বোন ইঁদুর মারার বিষ খেয়েছে। তাদের মধ্যে তিনবছর বয়সী মিমের মৃত্যু হয়েছে এবং পাঁচ বছর বয়সী আলিফ‌কে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী জুয়েল আলী জানান, দুপুরে বাড়ির লোকজন যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। শিশু মীম ও আলিফ ঘরে খেলছিল। একপর্যায়ে তারা ঘরে রাখা ইঁদুর মারার বিষ চিনি ভেবে খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের দুইজনকেই ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়। অসুস্থ আলিফ বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, বিষপানে একটি শিশু মীমের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক।

পীরগঞ্জে চক্ষু রোগীদের ছানি  মুক্ত করার লক্ষ্যে , প্রচার-প্রচারণার উদ্দেশ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স।পীরগঞ্জ চ...
02/07/2024

পীরগঞ্জে চক্ষু রোগীদের ছানি মুক্ত করার লক্ষ্যে , প্রচার-প্রচারণার উদ্দেশ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স।পীরগঞ্জ চক্ষু রোগীদের ছানি মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স মাধ্যমে ২ জুলাই মঙ্গলবার সকালে পীরগঞ্জ ডায়বেটিস এন্ড জেনারেল হাসপাতাল হলরুমে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত পীরগঞ্জ ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সম্পাদক নুশরাতে খোদা রানা, কোষাধক্ষ্য সোলেমান আলী,
বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম, বিষ্ণুপদ রায়, বুলবুল আহমেদ, মনসুর আহাম্মেদ,দিপেনাথ রায়, বাদল হোসেন, নূর নবী রানা, সাইদুর রহমান মানিক,,জাকির হোসেন, লতিফুর রহমান লিমন,ফাইদুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ। আগামী ০৬ জুলাই শনিবার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর মেডিকেল টিমের চিকিৎসা ও অপারেশন করা হবে। উক্ত চক্ষু শিবির গাওসুল আযম এর অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থাকবেন। সহযোগিতা থাকবে পীরগঞ্জ ডায়বেটিস এন্ড জেনারেল হাসপাতাল।

জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিল সহ আটক ২ নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক ও ১টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে থানা...
01/07/2024

জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিল সহ আটক ২ নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক ও ১টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।
নীলফামারী জলঢাকা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রবিবার দিবাগত গভীর রাতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালিয়া রোডস্থ বালাগ্রাম ইউনিয়নের মন্থের ডাঙ্গা নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে ডালিয়া হতে আসা ১টি পাথর বোঝাইকৃত রংপুর মেট্রো ট ১১-০০৭৪ নাম্বারের ট্রাকে অভিযান চালিয়ে ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল বহনের সময় ২ জনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার পাঠগ্রাম থানার বাউরা নবীনগর ঝুমুর আলীর বাজার এলাকার ফারুক হোসেনের পুত্র ট্রাকচালক সোহেল রানা মিঠু,(২৮), একই এলাকার হোসেন আলীর পুত্র মোঃ হুমায়ুন কবির জসিম (২৮)।
পরে আটককৃতদের দেখানো মতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি প্রিন্টের কালো খয়েরি ও হালকা গোরাপী রং এর ব্যাগের ভিতর ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল সহ ২ জন হাতেনাতে আটক ও রংপুর মেট্রো ট ১১-০০৭৪ নাম্বারের ট্রাকটি জব্দ করে থানায নিয়ে আসে। যার বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ০১। তারিখ ১/৭/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১)সারনীর ১৪(গ) ৪১. রুজুু করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি)নজরুল ইসলাম মজুমদার জানান, সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে হলে সমাজ থেকে মাদকমুক্ত করতে হবে। তাই জলঢাকাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান চলবে।

সাবেক মেম্বারের কর্মকান্ডে ম্যাপের রাস্তা উধাও : রাস্তার উপর গ্রেড বিম। যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের সাবে...
01/07/2024

সাবেক মেম্বারের কর্মকান্ডে ম্যাপের রাস্তা উধাও : রাস্তার উপর গ্রেড বিম। যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৫২)-এর কর্মকান্ডে সরকারি ম্যাপের রাস্তা উধাও হয়ে গেছে। বর্তমানে ক্ষমতার জোরে রাস্তার উপর গ্রেড বিম স্থাপন করতে দেখা গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বামনআলী সায়েমপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আবু তালেব (৫০)। এবিষয়ে থানা পুলিশ ব্যবস্থা নিলেও সেটা মানতে নারাজ সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।

তথ্য অনুসন্ধানে ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের বামনআলী (সায়েমপাড়া) গ্রামে ১৯৯০সালের আর.এস রেকর্ড অনুযায়ী সাবেক ইউপি সদস্যের বসতবাড়ির ডান সাইটে একটি রাস্তা রয়েছে। তিনি তার নিজের উপকারের জন্য রাতের অন্ধকারে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাস্তাটি বসতবাড়ির ডান সাইট থেকে সরিয়ে বসতবাড়ির পিছন থেকে দিয়ে দিয়েছেন। সাবেক ইউপি সদস্যে বসতবাড়ির ডান সাইটে সরকারি ম্যাপের রাস্তার পাশে আবু তালেবের গেট বিশিষ্ট বসতবাড়ি রয়েছে। সাবেক ইউপি সদস্যে তার বসতবাড়ির ডান পাশের রাস্তাটি সরিয়ে পিছনে দেওয়ার করণে অবু তালেবের বসতবাড়ির গেট ক্রমাগতই ভেঙ্গে দিতে চাই এই সাবেক ইউপি সদস্য। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বহুদিন যাবৎ গোলযোগ সৃষ্টি হয়ে রয়েছে। বিভিন্ন ভাবে গোলযোগ মীমাংসা করার চেষ্টা করা হলেও অদ্যবধি সেটা মীমাংসা হয়নি। বর্তমানে সরকারি ম্যাপের রাস্তা দখল করে গ্রেড বিম স্থাপন করেছেন রফিকুল ইসলাম। আবু তালেব তার বসতবাড়ির পাশের সরকারি ম্যাপের রাস্তা ছেড়ে দিতে বললে সাবেক ইউপি সদস্য তাকে হুমকি প্রদান করেন। সম্প্রতি ১৭মে সন্ধ্যা সাড়ে ৭টার সময় আবু তালেবের বসতবাড়ির সামনে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম এসে বসতবাড়ির গেট বন্ধ করে দেয়। তখন আবু তালেব নিষেধ করলে ইউপি সদস্য রফিকুল ইসলাম আবু তালেবকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করিতে উদ্যত হয় এবং আরও বলেন তোরা এই জমিতে আসলে তোদের হাত পা ভেঙ্গে খুন করে ফেলবো। এঘটনার পর আবু তালেব বাদি হয়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। এনিয়ে এলাকার মধ্যে মিশ্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমিনরা এসে আমার বাড়ির উপর দিয়ে রাস্তা করে গেছে। থানার পুলিশ অফিসার ও ইউপি চেয়ারম্যান আমাকে বলেছে তার কাটার বেড়া দিতে। তারকাটা দেওয়ার জন্য তো খুটির দরকার। বাশের খুটি দিলে তো থাকবে না। তাই আমি বেরা দেওয়ার জন্য ওটা দিয়েছি। তবে আবু তালেবের গেট বন্ধের বিষয়ে তিনি অস্বিকার করেন।
গদখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রিন্স আহমেদ বলেন, ওটা রফিকুলের পৈত্রিক ভিটা। এলকাবাসীর সুবিধাতে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। আর বাড়ির নিরাপত্তার জন্য গ্রেট বিম দিয়েছে। আমরা তাকে বলেছি কাটা দিতে। সে ইট গাতবে না। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, গ্রেড বিম দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না আর কাটা তারের বেরা বিষয়ে চেয়ারম্যান প্রিন্স বলেছে। সরকারি রাস্তা যে ভাবে আছে সে ভাবে পড়ে থাকবে। ওটা কেউ ব্যবহার করবে না।

Address

Panchagarh

5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIVE Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share