19/08/2025
অফিসিয়াল ঘোষণা ✨
স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব পরিবারের যাত্রাপথে যুক্ত হলো এক নতুন অধ্যায়।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,
👉 Md Rasel
পরিচালক, স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব
হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তার আন্তরিকতা, নেতৃত্বগুণ ও মানবসেবার অঙ্গীকার আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️
আসুন, আমরা সকলে মিলেই মানবতার এই মহৎ যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাই।
#স্বপ্নমুখরব্লাডডোনার্সক্লাব #অফিসিয়াল_ঘোষণা #রক্তদান_একটি_মহৎকাজ