MD OSMAN

MD OSMAN Hi

19/08/2025

অফিসিয়াল ঘোষণা ✨

স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব পরিবারের যাত্রাপথে যুক্ত হলো এক নতুন অধ্যায়।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,

👉 Md Rasel
পরিচালক, স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব
হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তার আন্তরিকতা, নেতৃত্বগুণ ও মানবসেবার অঙ্গীকার আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️

আসুন, আমরা সকলে মিলেই মানবতার এই মহৎ যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাই।

#স্বপ্নমুখরব্লাডডোনার্সক্লাব #অফিসিয়াল_ঘোষণা #রক্তদান_একটি_মহৎকাজ

05/06/2025
28/05/2025
22/04/2025
আমার প্রিয় শহর বরিশাল আপনার?
22/03/2025

আমার প্রিয় শহর বরিশাল আপনার?

>>প্রিয় বাগধা ইউনিয়ন বাসী 💌আসসালামু আলাইকুম।কিছুদিন পর মহিমান্বিত পবিত্র  িতর 🌙"ঈদ মানে আনন্দ" আর এই ঈদ আনন্দ ভাগ করে ন...
18/03/2025

>>প্রিয় বাগধা ইউনিয়ন বাসী 💌
আসসালামু আলাইকুম।
কিছুদিন পর মহিমান্বিত পবিত্র িতর 🌙

"ঈদ মানে আনন্দ" আর এই ঈদ আনন্দ ভাগ করে নিতে চাই চাহিদা প্রত্যাশী বাগধা ইউনিয়নের কিছু মানুষের সাথে যারা আমাদের প্রাত্যহিক জীবনে সুখ-দুঃখের অংশীদার। স্রস্টার সৃষ্টির যত্ন নেওয়াটাও ইবাদত ও দায়িত্ব। তাই পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ্য করে বিগত বছরগুলোর মত এবারও আমরা ( স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব পরিবার) চাহিদা প্রত্যাশী মানুষের কাছে পৌছে দিতে চাই একটি ছোট ার প্যাকেট।

>>যার মধ্যে থাকবেঃ📌

পোলাউর চাল ১ প্যাকেট (1kg) =১৩০ টাকা
সেমাই (লাচ্ছা & শলা) ২ প্যাকেট = ৮০ টাকা
চিনি ১ প্যাকেট (1 kg) =১২০ টাকা
দুধ ৫০০ মি.লি (UHT তরল) =৫৫ টাকা
নুডুলস শলা ২ প্যাকেট = ৪৫ টাকা
পাউডার ড্রিংক(ট্যাং) ৪ প্যাকেট মিনি = ২০ টাকা
কিচমিচ+বাদাম =৪০ টাকা
ব্যাগ =১০ টাকা
____________________________________
সর্বমোট = ৫০০ টাকা

🖐️🖐️🖐️কাজটি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে
#দাতা হিসাবে আপনি ৫০০ টাকার অন্তত ১টি প্যাকেট কিনে দিতে পারেন অথবা ৫০০ টাকা মূল্য ধরে এক বা একাধিক প্যাকেটের টাকা আমাদের কাছে পাঠাতে পারেন।

#ভলান্টিয়ার এক্ষেত্রে সহযোগিতা করে প্যাকেটটি বা প্যাকেটগুলা পৌছে দিবেন চাহিদা প্রত্যাশীদের হাতে। দাতারা চাইলে এক্ষেত্রে উপকারভোগী বা নির্দিষ্ট এলাকা সুপারিশ করে দিতে পারবেন।

#গ্রহীতা( চাহিদা প্রত্যাশী) এই পোস্টে কমেন্ট করে প্রয়োজনীয়তা প্রকাশ করবেন বা আমাদের মডারেটরগণের সাথে যোগাযোগ করবেন।

যারা ভলান্টিয়ার হিসাবে কাজ করতে চান তারা এই পোস্টের কমেন্টস সেকশনে এলাকার নাম উল্লেখ করে মোবাইল নাম্বার দিবেন।

>>যোগাযোগ ও বিকাশ👇👇

স্বপ্নমুখর ব্লাড ডোনার্স ক্লাব : 01873383957 (বিকাশ/নগদ)

জসীম মোল্লা : 01611890547 (বিকাশ/নগদ/রকেট)

ওমর ফারুক : 01873384494 (বিকাশ)

তরিকুল ইসলাম রিপন : 01919409104 (বিকাশ)

*** পোস্টে উল্লেখিত মোবাইল নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না 🚫

সচ্ছতার জন্য টাকা দেয়ার পর মূল পোস্ট অর্থাৎ এই পোস্টে কমেন্ট করে জানা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when MD OSMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share