15/03/2025
আপনার "জায়নামাজ" ব্যবহার এর ব্যক্তিগত কারণ কি? আর কি কি কারণে আপনি আপনার বা অন্য মানুষরা তাদের জায়নামাজ ব্যবহার করে বলে আপনি মনে করেন? - এটা সর্বসাধারণের উদ্দেশ্যে আমার প্রশ্ন।
আর এটি ব্যবহার এর আসল কারণ কি? কোরআন-হাদীস বা অন্য যেকোনো স্বীকৃত উৎস অনুযায়ী। - যারা ইসলাম ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে ভাল জ্ঞান রাখেন (আমার অত ধারণা নেই), তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন।
বিঃদ্রঃ কোনো ধর্মীয় তর্ক বা ঝামেলার উদ্দেশে এই জিজ্ঞাসা না, শুধুমাত্র জানার ইচ্ছা থেকে এই টপিকে এই প্রশ্নগুলো করা। তাই, আপনি বা আপনারা মন খুলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ।