19/07/2024
বাংলাদেশ এখন ভোর ৬:২২ বাজে৷ এই পোস্টটি আপনি দেখতে পাচ্ছেন তার মানে আপনি এখনো নিউজফিডে আপডেট খুঁজছেন৷ আপনি শিউর হতে চাচ্ছেন আন্দোলন করা ভাই বোনেরা নিরাপদে আছে কিনা! অথচ আপনি এদের কাউকে চিনেন না৷ এই না চেনা না জানা মানুষের জন্যে আপনার মনে যে দরদ, ভালোবাসা এটা থেকে বোঝা যায় আপনি আপাদমস্তক একজন ভালে মানুষ৷ আল্লাহ আপনার মঙ্গল করুক💗