Imran Insight

  • Home
  • Imran Insight

Imran Insight বিশ্বাসে শুরু, কাজে অগ্রগতি, অভ্যাসে সফলতা।

💰 ধনি হওয়ার ফরমুলাধনি হওয়া ভাগ্যের বিষয় নয় —এটা মানসিকতা, পরিকল্পনা আর ধারাবাহিক একশন এর ফল।আজই শুরু করুন 👇✅ স্কিল অর্জন...
07/10/2025

💰 ধনি হওয়ার ফরমুলা

ধনি হওয়া ভাগ্যের বিষয় নয় —
এটা মানসিকতা, পরিকল্পনা আর ধারাবাহিক একশন এর ফল।

আজই শুরু করুন 👇
✅ স্কিল অর্জনে সময় দিন – যত বেশি দক্ষ হবেন, তত বেশি আয়ের সুযোগ তৈরি হবে।
✅ আয়ের পথ বের করুন – একটিমাত্র উৎসের উপর নির্ভরতা কমান।
✅ সেভিংস আলাদা করুন – যত ছোটই হোক, নিয়মিত সেভিংস অভ্যাস গড়ে তুলুন।
✅ খরচে সীমাবদ্ধতা আনুন – প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য বুঝুন।
✅ বিনিয়োগ করুন – টাকা যেন আপনার জন্য কাজ করে, শুধু আপনি নয়।
✅ মুনাফাকে পুনরায় বিনিয়োগ করুন – এখানেই “ধনীদের খেলা” শুরু হয়।

💡 মনে রাখবেন,
ধনবান হওয়া শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে।
Consistency + Smart Planning = Financial Freedom

#ধনীর_চিন্তা

06/10/2025

গুছিয়ে রাখছেন বলেই সব এত সুন্দর। না গুছালে, নিজে নিজেই বিশৃঙ্খলায় হারিয়ে যেতো।

06/10/2025

একটু অবসর হলেই বই পড়ুন... 🥰

25/09/2025

চাকরি জীবন...

আপনি কি কখনো খেয়াল করেছেন—সবচেয়ে বেশি পিছিয়ে থাকা মানুষগুলোর একটি কমন বাক্য হলো:“শুরু করবো, কিন্তু এখন না।”শুরু না করার ...
02/08/2025

আপনি কি কখনো খেয়াল করেছেন—
সবচেয়ে বেশি পিছিয়ে থাকা মানুষগুলোর একটি কমন বাক্য হলো:
“শুরু করবো, কিন্তু এখন না।”

শুরু না করার হাজারটা কারণ দেখানো যায়,
কিন্তু একটা কাজ শুরু করার সিদ্ধান্ত বদলে দিতে পারে
আপনার জীবনের পুরো গতিপথ।

আপনি যদি মনে করেন আপনার সময় এখনো আসেনি—তাহলে জেনে রাখুন,
সময় কখনো আসবে না। সময়কে আসতে হয় না, তৈরি করতে হয়।

আপনি যতদিন 'আগামীকাল' অপেক্ষা করবেন,
ততদিন বর্তমান আপনার হাত থেকে বেরিয়ে যাবে।
আর এই “আগামীকাল” একদিন
চাপ, হতাশা আর অপূর্ণতার নাম হয়ে দাঁড়াবে।

আপনি যদি এখনো সিদ্ধান্ত নিতে না পারেন,
তাহলে আপনি আসলে পিছিয়ে যাচ্ছেন।

আপনার আজকের ছোট একটি সাহসী সিদ্ধান্ত
একটা নতুন অধ্যায়ের শুরু হতে পারে।

শুধু নিজেকে জিজ্ঞেস করুন:
আজ থেকে ৬ মাস পর,
আপনি কি একই জায়গায় থাকতে চান?

নাকি আপনি আজই শুরু করবেন?

আপনি যদি প্রস্তুত থাকেন নিজের জন্য একটা নতুন গতি তৈরি করতে—
তাহলে এখনই লিখুন কমেন্টে:

"প্রতি মাসে সিগারেট খরচ ১০,০০০ টাকা।৫ মাস হলো সিগারেট ছেড়েছেন, হাতে ১ টাকাও অবশিষ্ট নেই।"আপনি হয়তো খরচ কমিয়ে দিয়েছেন, খা...
29/07/2025

"প্রতি মাসে সিগারেট খরচ ১০,০০০ টাকা।
৫ মাস হলো সিগারেট ছেড়েছেন, হাতে ১ টাকাও অবশিষ্ট নেই।"

আপনি হয়তো খরচ কমিয়ে দিয়েছেন, খারাপ অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন—এটা অবশ্যই প্রশংসনীয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা বাঁচালেন সেটা কোথায় গেল?

সিগারেট ছাড়ার পর প্রতি মাসে ১০,০০০ টাকা বাঁচানো গেলেও যদি সেই টাকা আরেকটি অপ্রয়োজনীয় খাতে চলে যায়, তাহলে সেই প্রচেষ্টার ফল কোথায়?

খরচ কমালে সঞ্চয় হবে—এই ধারণা একদম ঠিক নয়। সঞ্চয় হয় সচেতন পরিকল্পনায়।

সত্যিটা হলো:

সঞ্চয় কোনো টাকা জমিয়ে রাখার খেলা না—এটা একটা মানসিকতা, একটা অভ্যাস।

যদি প্রতিদিন ৪০ টাকা সিগারেটের পেছনে খরচ হতো,
আজ যদি তা বন্ধ হয়, তাহলে প্রতিদিন ৪০ টাকা “নিজের ভবিষ্যতের জন্য” সঞ্চয় করার সুযোগ তৈরি হয়।

আপনি খরচ কমাতে শিখেছেন—এখন সময় সঞ্চয় শুরু করার।
নিজেকে একটা প্রশ্ন করুন:
এই মুহূর্তে হঠাৎ ৫,০০০ টাকা দরকার হলে, আপনি কি সেটা দিতে পারবেন?

যদি উত্তর হয় “না”—তাহলে আজই সঞ্চয় শুরু করার সঠিক সময়।

আপনি যদি বিশ্বাস করেন—সঞ্চয় জীবনের গতি বদলে দিতে পারে,
তাহলে কমেন্টে আপনার মতামত লিখুন।
আর পোস্টটি শেয়ার করুন তাদের সাথে, যারা খরচ কমালেও এখনো সঞ্চয় শুরু করেননি।

কন্টেট মনিটাইজেশন পেলাম... সবাই পাশে থাকবেন এখন থেকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করবো।
29/07/2025

কন্টেট মনিটাইজেশন পেলাম... সবাই পাশে থাকবেন এখন থেকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করবো।

11/05/2025

আমার অসুখ হলে, মায়ের মন আমার থেকে বেশি অসুস্থ হয়।

সকল মমতাময়ী "মা"কে
মা দিবসের শুভেচ্ছা!

05/05/2025

আইডিয়া আসলে কি করবেন?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share