Razia's lifestyle

Razia's lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Razia's lifestyle, Digital creator, Dhaka.
(2)

আসসালামুয়ালাইকুম। আমার জগৎ টা একদম আলাদা। অনেক দিন স্বাভাবিক মানুষের মতো আচরণ করে দেখেছি, ধীরে ধীরে মূল্যায়ন কমেছে‌।তাই এখন ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যাচ্ছি, কিছুটা উদাসীন আর অনেক খামখেয়ালি। I think, it's my speciality 😇

মুরগি যখন লিফটে চলাফেরা শুরু করে 🥱🥴🤣
30/07/2025

মুরগি যখন লিফটে চলাফেরা শুরু করে 🥱🥴🤣

মাঝে মাঝে চিন্তা করি, ইশ্ আমি এতো ভালো কেন? নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়😝😝 কেননা ঢোল বাজানোর লোক রাখার টাকা নাই😒
29/07/2025

মাঝে মাঝে চিন্তা করি, ইশ্ আমি এতো ভালো কেন? নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়😝😝 কেননা ঢোল বাজানোর লোক রাখার টাকা নাই😒

মাঝে মাঝে এরকম ভর্তা ভাত হলে আমার আর কিছুই লাগে না 😇আজকের ডিনার গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর লইট্টা মাছের ভর্তা 🤤    ...
28/07/2025

মাঝে মাঝে এরকম ভর্তা ভাত হলে আমার আর কিছুই লাগে না 😇
আজকের ডিনার গরম গরম ভাতের সাথে আলু ভর্তা আর লইট্টা মাছের ভর্তা 🤤

কারো জন্য নিজের খুশি বা আনন্দ কখনো স্যাক্রিফাইস করবেন না। কারন আপনার এই স্যাক্রিফাইস কারো চোখেও পর্বে না,কেউ মনেও রাখবে ...
26/07/2025

কারো জন্য নিজের খুশি বা আনন্দ কখনো স্যাক্রিফাইস করবেন না। কারন আপনার এই স্যাক্রিফাইস কারো চোখেও পর্বে না,কেউ মনেও রাখবে না। সবার সব কিছু খ
আগের মতই চলবে। উপরন্তু একসময় আপনি আফসোসে শেষ হয়ে যাবেন এটা ভেবে যে আপনার জীবনের এই সুন্দর সময়গুলো এমন কিছু ভেবে আপনি নষ্ট করেছেন যেটা কেউ কখনো খেয়াল পর্যন্ত করে নি। মাঝখান থেকে আপনার জীবনের সুন্দর মুহূর্ত গুলো হারিয়ে গেল, যেগুলো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। অথচ কেউ সেগুলোর জন্য মূল্যায়ন তো দূর, কখনো কোন আলোচনাতেও সেইসব স্যাক্রিফাইস উঠে আসে না‌। ওটাই দুনিয়ার নিয়ম, অন্তত এখনকার সময়ে।
তাই নিজেকে বঞ্চিত করবেন না। জীবন ছোট্ট!হালাল আনন্দ, ভালো মূহুর্ত, নিজের সখ, অধিকার এগুলো অপরের কথা চিন্তা করে বিসর্জন দেয়া চূড়ান্ত বোকামি ছাড়া কিছুই না। নিজেকে ভালোবাসুন, আনন্দ নিয়ে বাঁচুন। দিন শেষে অনুসুচনার আগুনে পুড়তে হবে না।

জানি জন্ম- মৃত্যু আল্লাহর হাতে। আর দুর্ঘটনা বলে কয়ে আসে না।আমার ছেলেটার ৩বছর ৫মাস বয়স। ও প্রি প্লে তে পড়ে,বাসার পাশেই...
23/07/2025

জানি জন্ম- মৃত্যু আল্লাহর হাতে। আর দুর্ঘটনা বলে কয়ে আসে না।
আমার ছেলেটার ৩বছর ৫মাস বয়স। ও প্রি প্লে তে পড়ে,বাসার পাশেই একটা স্কুলে। গত ৩দিন ধরে ও কিছুটা অসুস্থ,তাই ওকে স্কুলে যেতে দিচ্ছি না। প্রতিদিন রাতে ওকে ঘুম পাড়ানোর জন্য শুইয়ে বলতে থাকি সকালে স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমাও।
সকালে আমি ওর বাবা চুমু খেতে খেতে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করি। ও উঠতে চায় না। কোন রকম চোখ খুললে ওর বাবা কোলে করে ওয়াশ রুমে নিয়ে যায়।তারপর খাটে বসে ব্রাশ করিয়ে দেই।কি টিফিন নিবে ওকে জিজ্ঞেস করি।তারপর আমি ওর ব্যাগ গোছিয়ে ওয়াটার পট রেডি করে চুল আঁচড়ে দেই। তারপর কখনো ২জন‌ মিলে বাবুকে স্কুল নিয়ে যাই, কখনো ওর বাবা একাই নিয়ে যায়। আর বরাবরের মতোই বাবার কোলে করে যায়। আর মায়ের কোলে করে বাসায় ফিরে।বাসায় ফেরার সময় আবার তার খেলনা কেনার বায়না থাকে ডেইলি। অনেকেই বলে না কিনে দিতে। বাচ্চাকে না করা শিখতে।আমরা নিজেরাও ভাবি আর দিব না ।বাবুকে ও বাসায় আসার পর বুঝাই ডেইলি খেলনা কেনা যাবে না। তারপরও দিয়েই দেই‌।আমি না করলে ওর বাবা,আর ওর বাবা না চাইলে আমি।বাসায় আসার পর আমি ওর ড্রেস চেঞ্জ করার সময় আগে চেক করি ওর পুরো শরীর, কোথায় ব্যথা ট্যাথা পায় নি তো আমার ছোট্ট সোনা! ও যেহেতু অনেক ছোট সব ঠিক ভাবে বুঝিয়ে বলতে পারে না।তাই কিছু মনে হলে ওর টিচারকে কল দিয়ে না হয় পরদিন যেয়ে জানতে চাই ফাইযান কি কোনভাবে ব্যাথা পেয়েছিলো? হয়তো সবসময় টিচারের ভালো লাগে না, কিন্তু কি করব মা তো! আর ওর বাবাও ছেলের গাল একটু লাল হয়ে আছে কিংবা কোথাও একটু আচরের দাগ দেখলে এটা নিয়ে হইচই শুরু করে দেয়।
এই কথাগুলো বলার একটাই কারণ,গত ২টা দিন মাথা হ্যাং হয়ে আছে,মনে হচ্ছে মাইলস্টোনের যে বাচ্চাগুলো এই দুর্ঘটনার শিকার তাদের বাবা মাও তো এই একই আদর আর ভালবাসা দিয়ে নিজের কলিজার ধনগুলোকে প্রতিদিন বড় করছিলো। কত বাবা মা নিজের সখ আহ্লাদ ভূলে যেতো সন্তানদের আধো আধো কথা শুনে, সন্তানের খুশি আর উচ্ছাস দেখে।
আল্লাহ ওরা কিভাবে বেঁচে আছে,কেমন অনুভব করছে নিজের বাচ্চাদের এই দুর্বিষহ যন্ত্রনার মধ্যে দেখে। নিজেদের কলিজার ধনগুলোর ছোট্ট শরীর গুলো গলে পুড়ে আকৃতি হারিয়ে ফেলেছে এই অবস্থায় দেখে কেমন করে আছে তারা এসব চিন্তায় মাথা ঠেসে আছে আমার। হয়তো আমি যা অনুভব করছি তা ওই সমস্ত বাবা মায়ের অনুভূতির শিকি ভাগও নয়। আর তাতেই আমার স্বামী খেতে পারছে না। সারাক্ষন মনমরা হয়ে থাকছে। আর আমার কি অনুভব হচ্ছে তা বোঝানোর ভাষা আমার নাই।
আল্লাহ তুমি ওই বাবা মায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করে দাও।
Razia's lifestyle

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়া...
22/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)
কলিজা কেঁপে উঠে,চোখ ভেঙ্গে নেমে আসে কান্না।কি করুন 😭

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। নাফি ৯৫% পু*ড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। নাফি ৯৫% পু*ড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মা*রা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না
আর কিছু কিছু মানুষ এখনো শুভ সকাল,শুভ রাত্রি পোস্ট করছে, সাথে ব্লগ ভিডিও,রিলস!😓
আবার ব্র্যান্ড প্রোমোটার রা সং সেজে প্রোমোশন করে যাচ্ছে 😞

আমি রেগুলার পোস্ট আপলোড করি নাতার কারণ আমার ছোট একটা বাচ্চা, সাথে ৯টা পোষ্য বাচ্চা 😇🥰 মাশাআল্লাহ। ওদের সময় দিতে যেয়ে অ...
18/07/2025

আমি রেগুলার পোস্ট আপলোড করি না
তার কারণ আমার ছোট একটা বাচ্চা, সাথে ৯টা পোষ্য বাচ্চা 😇🥰 মাশাআল্লাহ। ওদের সময় দিতে যেয়ে অতিরিক্ত কোন কিছু করারই সুযোগ পাই না। সাথে সংসারের দায়িত্ব তো রয়েছেই
বাই দা ওয়ে,গরুর ভুঁড়ি আমার অনেক পছন্দ,
এরকম ভাজা ভাজা 😋

শাপলাকে জাতীয় ফুল হিসাবেই চিনতাম এতো দিন।আজকাল প্রায়ই দেখি শাপলা রান্না করে খাওয়ার পোস্ট।তাই আমারো অনেক দিন থেকে ইচ্ছ...
18/07/2025

শাপলাকে জাতীয় ফুল হিসাবেই চিনতাম এতো দিন।আজকাল প্রায়ই দেখি শাপলা রান্না করে খাওয়ার পোস্ট।তাই আমারো অনেক দিন থেকে ইচ্ছা করছিলো শাপলা দিয়ে রেসিপি ট্রাই করার। অবশেষে করে ফেললাম শাপলা চিংড়ি 😋🥰

আলহামদুলিল্লাহ, ছেলের আবদারে চিকেন বিরিয়ানি রান্না করলাম 😇🥰
17/07/2025

আলহামদুলিল্লাহ, ছেলের আবদারে চিকেন বিরিয়ানি রান্না করলাম 😇🥰

অনেক বছর পর ধানমন্ডি লেকে গিয়েছিলাম গতকাল।ফাইযানের এই প্রথম ধানমন্ডি লেকে যাওয়া।এই জায়গাটা এক সময় অনেক ভালোলাগার ছিল...
07/07/2025

অনেক বছর পর ধানমন্ডি লেকে গিয়েছিলাম গতকাল।ফাইযানের এই প্রথম ধানমন্ডি লেকে যাওয়া।এই জায়গাটা এক সময় অনেক ভালোলাগার ছিল। আমার ক্যাম্পাসের পাশে এই জায়গাটায় আমরা ক্লাসের ফাঁকে ফ্রি সময়ে চা, ফুচকা খেতে খেতে আড্ডা দিতাম। এখানকার লুচি,চাপ খুব পছন্দের খাবার ছিল।
যেহেতু অনেক বছর ঢাকার বাইরে ছিলাম,তাই ধানমন্ডি কে অনেক মিস করতাম।
ভেবেছিলাম অনেক বছর পর ওখানে যেয়ে অনেক নস্টালজিক ফিল করবো। আমার হাজব্যান্ড তো বহু বছর ধানমন্ডিতেই ছিলো।এই প্রথম আমাদের ছেলেকে নিয়ে ওই জায়গায় গেলাম, ভেবেছিলাম অন্য রকম আনন্দ অনুভব হবে।
কিন্তু আমি কাল বুঝলাম আমি আনন্দিত, উচ্ছসিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।
অনেক কষ্ট হচ্ছিলো নিজের মনে। কেন আমার কোন অনুভূতি হচ্ছে না। আমি অনুভব করতে চাই। আগের মতো।
আগে রাতে বৃষ্টি হলে আমার রিক্সায় ঘুরে বেড়াতে কি যে ভালো লাগতো। কোথায় হারিয়ে গেল আমার অনুভূতিগুলো!💔
একটু আনন্দিত হবো,একটু উৎফুল্ল হবো এই অনুভূতিটা আমি ফিরে পেতে চাই। I want my feelings back😓
゚viralシfypシ゚

Address

Dhaka
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razia's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razia's lifestyle:

Share