Sumaiya islam

  • Home
  • Sumaiya islam

Sumaiya islam যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না । হযরত ওমর ( রা:)
(4)

23/07/2025

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....
( পুরো পড়েন তারপর জানতে পারবেন লাশগুলো কিভাবে শনাক্ত করা হচ্ছে , যাদের সমস্যা আছে দয়া করে পোস্ট এড়িয়ে যাবেন , মিরসাদের চাচী বলছে আর আম্মুর পাশে বসে সব নিজ কানে শুনছি )

বডি পাইছে মানে দেহ আরকি , মানে আমার ভাই আরকি ;

কেমন বডি জানেন? এমন একটা বডি যেখানে মাথা , পা , হাত কিচ্ছু নাই। তো কি আছে? শার্ট পাইছে , ফুল প্যান্ট এর ছেড়া ছেড়া অংশ পাইছে। শার্টের পিছনের অংশে পিঠের চামড়া লেগে আছে। ওর শার্ট যে এইটা কিভাবে বুঝছে? এইটা আম্মুকে শিখায় দেওয়ার পর আম্মু জিজ্ঞাস করছে। কলের ঐপাশ থেকে উত্তরগুলো ছিল এইরকম :

এক আলাদা রুমে নাকি সবার ড্রেসগুলো খুব আলাদা আলাদা করে সিকিউর করে রাখছে , আলাদা আলাদা করে অনেকের পায়ের আঙুল , হাতের আঙ্গুল , কান এইরকম অংশও রাখা আছে ক্লাস ভিত্তিক। মিরসাদের মামা আর নানা আজকে গেলো খোঁজ নিতে , আজকে বিকালে তারা ঢাকা পৌঁছাইছে মাত্র। তারা আজকে লাশ শনাক্ত গেছে কারণ স্কুল কমিউনিটি থেকে কল আসছে , তাঁরা বলছে অন্তত একবার দেখে যান
কোন অংশ পান কিনা! আমরা সবাই তো লাশ এর ছিটে ফোঁটাও পাবো ধরেই নিছিলাম , বুঝাই ফেলছিলাম মনকে সবাই!

তারপর : গেলো লাশ শনাক্ত করতে....

সব ক্লাস ভিত্তিক বক্স থেকে ক্লাস 1 এর বক্সে যত আঙুল , কান যা যা আছে সবগুলো থেকে আলাদা আলাদা স্যাম্পল সংগ্রহ করছে , কিন্তু একটা স্যাম্পলও মিলেনি আন্টির ডিএনএ এর সাথে , মাইশার ডিএনএ এর সাথে।
(উল্লেখিত যে : আন্টি থেকে ডিএনএ স্যাম্পল উনি যখন আইসিইউতে জীবিত ছিলেন তখন নিয়ে রাখা হইছিলো।)
তারপর দেখলো সব সংগ্রহীত শার্ট ঘেটে , একটা শার্টে ঝাপসা লিখা আছে :
মিরসাদ ইসলাম আযান!

ওই শার্টের পিছনে পিঠের অংশে লেগে আছে মাংস আর চামড়া। আন্টি আর ওর বোন মাইশা এর সাথে ডিএনএ টেস্ট করছে শার্টে লেগে থাকা মাংস , চামড়ার অংশ থেকে। আল্লাহ্ এর রহমতে এই স্যাম্পল মিলে গেছে , না মিললে এই শার্ট নিতে পারতো না ফ্যামিলি। এই শার্টে লেগে থাকা চামড়ার অংশ ছাড়া আমার ছোট ভাইয়ের দেহ হিসেবে আর কিচ্ছু নাই , আর কিচ্ছু নাই। এইটাই আমার ছোট্ট ভাইয়ের শরীর।
এই শার্ট দিয়েই জানাজা হবে আমার ভাইয়ের , এইটাই দাফন হবে কবরে।

ওহ্ আল্লাহ্ আমি তোমার পাপি বান্দাহ , আমি তোমার কাছে জানতে চাই কেনো এমন মৃত্যু আমার ছোট ভাইরে দিলা?😓

সংগৃহীত

23/07/2025

১১ টা বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান!! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।।

সংগৃহীত💙💔

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে  একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ  হ'ত'ভা'গ্য  ...
22/07/2025

মাইলস্টোন ট্রা'জে'ডি'তে একসঙ্গে কে'ড়ে নিয়েছে তিন কলিজার টু'করা (সন্তান)।। কি করে সান্ত্বনা দিবেন নিজেকে এ হ'ত'ভা'গ্য পিতা মাতা😭
আল্লাহ আপনি ওনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন !!
আমিন।

২২/০৭/২০২৫ মঙ্গলবার বিমান দুর্ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে নিচে শিক্ষা বোর্ডের নোটিশ দেওয়া হয়েছে
22/07/2025

২২/০৭/২০২৫ মঙ্গলবার বিমান দুর্ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে নিচে শিক্ষা বোর্ডের নোটিশ দেওয়া হয়েছে

উত্তরা বিমান দূর্ঘটনায় পাইলটের দেহ.😭আল্লাহ!  রহম করুন মাবুদ! 😥তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু ত...
21/07/2025

উত্তরা বিমান দূর্ঘটনায় পাইলটের দেহ.😭
আল্লাহ! রহম করুন মাবুদ! 😥তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

আজ একটু বেশি কাঁপছে বুকটা...আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়ে...
21/07/2025

আজ একটু বেশি কাঁপছে বুকটা...

আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!

আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।

🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।

আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।

আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি। 💔

✨\\\\🦋🦋প্রকৃতপক্ষে!  ধৈর্যই শ্রেষ্ঠ শিক্ষক।  তাড়াহুড়ো করার পরিবর্তে সময়ের উপর আস্থা রাখুন, এবং সময়ের সাথে সাথে নিজের...
27/05/2025

✨\\\\🦋🦋প্রকৃতপক্ষে! ধৈর্যই শ্রেষ্ঠ শিক্ষক। তাড়াহুড়ো করার পরিবর্তে সময়ের উপর আস্থা রাখুন, এবং সময়ের সাথে সাথে নিজের গতিতে এগিয়ে যান। আপনার সফলতা নিশ্চিত\\\\\🦋🦋 ✨

27/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🎀🎀\\\\আপনি আমার হৃদয়ের সেই গান, যা আমি বারবার শুনতে চাই\\\\🎀🎀
27/05/2025

🎀🎀\\\\আপনি আমার হৃদয়ের সেই গান, যা আমি বারবার শুনতে চাই\\\\🎀🎀

মাটির ঘর 🤍🌸
27/05/2025

মাটির ঘর 🤍🌸

Address


Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share