Mustakim

Mustakim "অহংকার নয়, আল্লাহর রহমতে বেঁচে আছি। ছোট্ট এই জীবনে ভালো কিছু করার চেষ্টা করি।"
(1)

সূর্যকে রেখে মোমবাতির দিক হাত বাড়ালে জীবন তো অন্ধকারে ঢাকবেই। দ্বীনকে রেখে নফসের আনুগত্য করলে হৃদয় তো আক্রান্ত হবেই।।
09/10/2025

সূর্যকে রেখে মোমবাতির দিক হাত বাড়ালে জীবন তো অন্ধকারে ঢাকবেই।
দ্বীনকে রেখে নফসের আনুগত্য করলে হৃদয় তো আক্রান্ত হবেই।।

রাগ দেখিয়ে অধিকার আদায় করা যায়,,,তবে বিনয় আর নম্রতা দিয়ে মানুষের মন জয় করা যায় ❤️
28/09/2025

রাগ দেখিয়ে অধিকার আদায় করা যায়,,,
তবে বিনয় আর নম্রতা দিয়ে মানুষের মন জয় করা যায় ❤️

এইতো কিছু পথ,তারপরেই মৃত্যু।।যদিও কোনো প্রস্তূতি নেই সেই অনাকাঙ্ক্ষিত পথযাত্রার.....
28/09/2025

এইতো কিছু পথ,তারপরেই মৃত্যু।।
যদিও কোনো প্রস্তূতি নেই সেই অনাকাঙ্ক্ষিত পথযাত্রার.....

“প্রকৃতির সৌন্দর্যের দর্শন মানুষকে ভৌগোলিক সীমা ছাড়িয়ে নিয়ে যায় অনন্ত বিস্ময়ে। দেশান্তর এখানে কেবল ভ্রমণ নয়, এক অন...
25/09/2025

“প্রকৃতির সৌন্দর্যের দর্শন মানুষকে ভৌগোলিক সীমা ছাড়িয়ে নিয়ে যায় অনন্ত বিস্ময়ে। দেশান্তর এখানে কেবল ভ্রমণ নয়, এক অনন্ত অনুসন্ধান।”

আলহামদুলিল্লাহ“Ethical Drug Pharmaceutical Limited কর্তৃক আয়োজিত কনফারেন্সে প্রতিযোগিতায় আমি ৩য় স্থান অর্জন করেছি। ,    ...
23/09/2025

আলহামদুলিল্লাহ
“Ethical Drug Pharmaceutical Limited কর্তৃক আয়োজিত কনফারেন্সে প্রতিযোগিতায় আমি ৩য় স্থান অর্জন করেছি। ,

Ethical Drugs Ltd

“বৃষ্টিভেজা পথে সংগ্রামী মানুষের ক্লান্তিহীন যাত্রা।”     #পুরুষ
23/09/2025

“বৃষ্টিভেজা পথে সংগ্রামী মানুষের ক্লান্তিহীন যাত্রা।”
#পুরুষ

"আমার সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা হলো—চোখের সামনে বিশাল স্টুপিডিটিগুলো দেখে চুপ থাকা, জবাব না দেয়া, এনগেইজ না হওয়া, আর ইগন...
17/09/2025

"আমার সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা হলো—চোখের সামনে বিশাল স্টুপিডিটিগুলো দেখে চুপ থাকা, জবাব না দেয়া, এনগেইজ না হওয়া, আর ইগনোর করতে পারা! কারণ প্রতিটি রেসপন্স মানে তাদের লেভেলে নেমে যাওয়া, আর প্রতিটি ইগনোর মানে নিজের মানসিক শক্তিকে বাঁচিয়ে রাখা।"

14/09/2025

♥︎ সব সুখ হাসিতে খুশিতে প্রকাশ পায় না।
কিছু সুখ লুকিয়ে থাকে সিজদায় দু'ফোটা অশ্রুর মাঝে ♥︎

👉 সংসারের খরচ চালাতে না পারা—এটাই অভাব।কিন্তু সংসার ভালোভাবেই চলছে, তবু ঘরে দামি আসবাবপত্র নেই—এটাই অভাববোধ।👉 পা নেই, হা...
03/09/2025

👉 সংসারের খরচ চালাতে না পারা—এটাই অভাব।
কিন্তু সংসার ভালোভাবেই চলছে, তবু ঘরে দামি আসবাবপত্র নেই—এটাই অভাববোধ।

👉 পা নেই, হাঁটতে পারেন না—এটাই অভাব।
কিন্তু পা থাকার পরও ভাবছেন কেন একটি দামি গাড়ি নেই—এটাই অভাববোধ।

🔹 মানুষ অভাবের যন্ত্রণায় যতটা কষ্ট পায়, তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট পায় অভাববোধের যন্ত্রণায়।
কারণ, অভাব একদিন ফুরিয়ে যায়, কিন্তু অভাববোধ অনেক সময় সারা জীবনেও শেষ হয় না।

সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে অবিরাম চেষ্টা ছাড়া উপায় নেই।।
02/09/2025

সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে হলে অবিরাম চেষ্টা ছাড়া উপায় নেই।।

আলহামদুলিল্লাহ। আজকে এসকেএফ(SKF) ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক আয়োজিত এক কনফারেন্সে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান...
01/09/2025

আলহামদুলিল্লাহ। আজকে এসকেএফ(SKF) ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক আয়োজিত এক কনফারেন্সে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করি ।।।
ধন্যবাদ Eskayef Pharmaceuticals Limited - Animal Health Division কে ।
Eskayef Pharmaceuticals Ltd.

🐎🔥 রাসূল ﷺ ঘোষণা করেছেন:"ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা আছে"— সহীহ বুখারী, মুসলিম💡 আজ আমরা প্রযুক্তির নেশায় ...
01/09/2025

🐎🔥 রাসূল ﷺ ঘোষণা করেছেন:
"ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা আছে"
— সহীহ বুখারী, মুসলিম

💡 আজ আমরা প্রযুক্তির নেশায় ডুবে গিয়ে ভুলে যাই, আল্লাহ যেসব প্রাণী ও জিনিসে বরকত রেখেছেন, সেগুলোই আসল শক্তি ও সম্মানের প্রতীক।

👉 ঘোড়া শুধু বাহন নয়, এটা ছিল মুসলিম উম্মাহর বিজয়ের রক্তসঙ্গী।
👉 তলোয়ার, বীরত্ব আর ঘোড়ার খুরের শব্দেই একসময় কাঁপত দুনিয়া।

⚡ আল্লাহর রাসূল ﷺ এর কথা চিরসত্য—
বরকত যেখানে আছে, কেয়ামত পর্যন্ত সেখানেই তা জারি থাকবে।

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mustakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share