24/09/2025
অনেকে ভাবে ফেসবুকে ইনকাম করা খুব সহজ। শুধু একটা ছবি পোস্ট করলেই নাকি টাকা আসবে, একটা ভিডিও দিলেই নাকি ডলার গুনতে হবে। কিন্তু আসল সত্যিটা একেবারেই আলাদা।
এই পোস্টটাই তার প্রমাণ—
আমার একটা ছবি ৫৪,৫৮৬ জন মানুষের কাছে পৌঁছেছে। অথচ এই ভিউ থেকে আয় হয়েছে মাত্র $0.45 সেন্ট (বাংলায় প্রায় ৩৭ টাকা)।
এখন একটু হিসাব করো—
👉 ১ লাখ ভিউ গেলে হবে মাত্র ৮২ সেন্ট (বাংলায় প্রায় ৬৮ টাকা)।
👉 ১০ লাখ ভিউ গেলে হবে মাত্র ৮.২৪ ডলার (বাংলায় প্রায় ৬৮০ টাকা)।
তাহলে কি মনে হচ্ছে? সত্যিই কি এত সহজ ইনকাম?
একদম না। শুধু মনিটাইজেশন পাওয়া মানেই ডলার আসবে—এমন নয়। এর জন্য নিয়মিত কনটেন্ট বানাতে হয়, অনেক সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। অনেক কষ্ট, অনেক পরিশ্রম আর ধারাবাহিকতার পরই এই জায়গায় পৌঁছানো যায়।
তাই যারা ভাবে আমরা একবার মনিটাইজেশন পেয়েছি মানেই রাজা হয়ে গেছি—তাদের এই ধারণাটা ভুল। আমাদেরও একসাথে লড়াই করতে হয়, কষ্ট করতে হয়।
তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ—
👉 তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়।
তোমরা যদি পাশে না থাকো, লাইক না দাও, কমেন্ট না করো, শেয়ার না করো—তাহলে এই যাত্রা আরও কঠিন হয়ে যায়।
তাই আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা। সবার কনটেন্টে লাইক, কমেন্ট, শেয়ার করা। তোমার ছোট্ট একটা সাপোর্টই কারও বড় সাফল্যের পথ তৈরি করে দিতে পারে। 🌸✨
মনে রেখো—
“সফলতা একা পাওয়া যায় না, সফলতা আসে একসাথে লড়াই করার মাধ্যমে।