25/07/2025
অভিমানি !
শেষ বিকেলের আলো যখন চলে যাবে,
যখন ছুটি নিবে গোধূলি, তুমি কোথায় রবে!
দিকভ্রান্ত যখন কেউ নেই পাশে,
তখন যদি হাতটি বাড়াই, তুমি কি তা ছোঁবে!
যখন সূর্য হেলে পড়বে পশ্চিম আকাশের
সমাপ্ত বিকেলের কোলে,
যখন সারাদিনের অর্জিত অন্য নিয়ে পাখিরা ফিরবে নিরে ।
তখন কি তুমি দিবাকে বিদা দিয়ে আমারই চেনা সুরে তিমিরকে জানাবে আমন্ত্রণ ?
যখন নিশ্চুপ গভীর রাত্রি নেই কোন আলো,
অনিদ্রা আমায় সঙ্গ দেবে আর আমার বিচলিত চোখ খুজবে একটু আলো,
ওহে অভিমানী, তখন কি তুমি একটা ঝলমলে সকাল হবে ?
যখন ধরণীর বুকে রবি দেবে উকি,
আধার বিদায় দিয়ে পাখিরা গাইবে গান ।
তখন যদি কুয়াশার চাদর মুড়ি দিয়ে একটু অস্পষ্ট সুরে তোমায় ডাকি তুমি কি আমায় চিনতে পারবে ?
যখন ক্লান্ত দুপুর ব্যস্ত শহর
তখন যদি চেনা গলিতে অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাই,
তুমি কি আমায় খুঁজে নেবে ?
ওহে অভিমানী !
যখন সূর্য হেলে পড়বে পশ্চিম আকাশের
সমাপ্ত বিকেলের কোলে
যখন সারাদিনের অর্জিত অন্য নিয়ে পাখিরা ফিরবে নিরে
তখন কি তুমি দিবাকে বিদা দিয়ে আমারই চেনা সুরে তিমিরকে জানাবে আমন্ত্রণ ?
যখন নিশ্চুপ গভীর রাত্রি নেই কোন আলো,
যখন অনিদ্রা আমায় সঙ্গ দেবে
আর আমার বিচলিত চোখ খুজবে একটু আলো
ওহে অভিমানী, তখন কি তুমি একটা ঝলমলে সকাল হবে ?
যখন ধরণীর বুকে রবি দেবে উকি
যখন আধার বিদায় দিয়ে পাখিরা করিবে কলরব
তখন যদি কুয়াশার চাদর মুড়ি দিয়ে একটু অস্পষ্ট সুরে তোমায় ডাকি তুমি কি আমরা চিনতে পারবে ?
যখন ক্লান্ত দুপুর ব্যস্ত শহর
তখন যদি চেনা গলিতে অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাই
তুমি কি আমায় খুঁজে নেবে
ওহে অপরাজিতা অভিমানি !