29/09/2025
মনে কোনো শান্তি নেই, মাথার ভেতর হাজারো চিন্তার ঝড় বয়ে যায় প্রতিদিন।
দিনের পর দিন টেনশন, দুশ্চিন্তা আর অভিমান যেন বুকের ভেতর জমে থাকা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে।
চোখে আর ঘুম আসে না, রাতগুলো কাটে একা একা ভাবনায় ডুবে।
কখনও মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আবার মনে পড়ে, জীবনের যুদ্ধ এখনো শেষ হয়নি।
হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, মনটা শান্ত হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে তা জানি না।
ততদিন পর্যন্ত, ভাঙা হাসি দিয়ে, চোখের জল লুকিয়ে, ঠিক এভাবেই কাটছে আমার দিনকাল।
©