দিনের শেষে ッ

দিনের শেষে ッ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দিনের শেষে ッ, Chittagong.

.


আমি চাঁদ চাইনা সে উঠবে দিনের শেষে,
আমি রাত চাইনা সে হারাবে প্রভাতে, আমি ফুল
চাইনা সে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে..😘🥀

সবকিছুর আদব আছে। অতি প্রয়োজনীয় বস্তু মোবাইল ব্যবহারেরও শরিয়ত-সম্মত কিছু আদব আছে।জেনে নেওয়া যাক —১. পাবলিক প্লেসে ছবি...
28/10/2025

সবকিছুর আদব আছে। অতি প্রয়োজনীয় বস্তু মোবাইল ব্যবহারেরও শরিয়ত-সম্মত কিছু আদব আছে।

জেনে নেওয়া যাক —

১. পাবলিক প্লেসে ছবি তোলার সময় খেয়াল রাখতে হবে, নিজেদের ছবি তুলতে গিয়ে যেন অন্য কারো প্রাইভেসি নষ্ট না হয়। মনে রাখতে হবে, ছবি তোলা অনেকেই পছন্দ করেন না।

২. ভিডিও কলে কথা বলার সময় অন্য কারো ভিডিও যেন অপরদিকে দেখা না যায় — এই বিষয়টি মাথায় রাখতে হবে।

৩. অনুমতি ছাড়া অন্য কারো ছবি তোলা বা ভিডিও না করা। মোবাইলে ছবি তোলার জন্য জোরাজুরি না করা। ছবি তোলার ব্যাপারে অনেকে ধর্মীয় রেস্ট্রিকশন থাকতে পারে।

৪. মোবাইলে কথা বলার সময় গীবত/পরনিন্দা এড়িয়ে চলার চেষ্টা করা।

৫. মোবাইল রিংটোনে গান/তেলাওয়াত না দেওয়া এবং কোনো বিরক্তিকর রিংটোন না রাখা।

৬. পাবলিক প্লেসে হাই ভলিউমে ভিডিও বা অডিও না শোনা। প্রয়োজনে হেডফোন ব্যবহার করা।

৭. একসাথে বসে পারিবারিক আড্ডার সময় মোবাইল ফোন দূরে রাখা।

৮. লাউড স্পিকার অন করে কথা না বলা, এতে অপর দিকের প্রাইভেসি নষ্ট হতে পারে।

৯. সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় দেওয়া।

১০. বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়া।

১১. কথা বলার সময় কল রেকর্ড অপশন চালু না রাখা। অন্য জনের একান্ত কথা রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। দুই কাঁধের ফেরেশতারা রেকর্ড রাখছেন সবকিছু — মনে রাখতে হবে।

১২. মোবাইলে কল রেকর্ড করে তা অন্য কাউকে না পাঠানো। এটা অনেকটা একজনের কথা অপরকে বলে দেওয়ার মতো এবং আমানতের খিয়ানত করার মতো অপরাধ। এছাড়া এতে পারিবারিক কলহ বা সম্পর্ক নষ্ট হতে পারে। এই একটি কাজের সঙ্গে অনেক ভয়াবহ গুনাহ জড়িয়ে আছে।

১৩. মোবাইলে কথা বলার সময় খুব সাবধানে কথা বলা, যাতে বাকবিতণ্ডা বা ঝগড়া না হয়।

১৪. নন-মাহরাম পুরুষ/নারীর সাথে অপ্রয়োজনীয় আলাপ না করা।

এই ছোট ছোট বিষয়গুলো হয়তো মনে হতে পারে কিছুই না। কিন্তু যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে যাচাই করে দেখি, তাহলে একটু এদিক-ওদিক হলেই কিছু মারাত্মক গুনাহের দিকে যাওয়া। মহান আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আমীন।
___________________________
|| মোবাইল ব্যবহারে সচেতনতা ||
সালমাতুল ফেরদৌসী সালমু

হুম 💝
28/10/2025

হুম 💝

27/10/2025

মানুষ সময়ের সাথে সাথে কিছুটা নদীর মতো যায়। প্রবহমান, ধীর- স্থির, শান্ত। চঞ্চল, উড়নচন্ডী, হাসিখুশি স্বভাবটা কেমন যেন হারিয়ে যায়!

কিছুটা ছাড় দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে মানুষ মানিয়ে নিতে শিখে। শিখে নিরবতার ভাষা, গাম্ভীর্যের প্রেম, বুঝে অবহেলার রঙ, অভিমানের গভীরতা, কান্নার সৌন্দর্য, একলা বাঁচার সুখ। আরও কত কি অজানার সাথে পরিচয় হয় তখন। জীবন শিখায়, জীবন চেনায়, জীবন খোঁজ এনে দেয় অতন্দ্র প্রহরীর। 😇🍂
Mahi

তোমার একটুখানি হাসিই যথেষ্ট, বাকি পৃথিবী ভুলে থাকতে, যেন হঠাৎ সকালের রোদ এসে ছুঁয়ে যায় জমে থাকা কুয়াশার বুক।তুমি হাসলে আ...
27/10/2025

তোমার একটুখানি হাসিই যথেষ্ট, বাকি পৃথিবী ভুলে থাকতে, যেন হঠাৎ সকালের রোদ এসে ছুঁয়ে যায় জমে থাকা কুয়াশার বুক।

তুমি হাসলে আমার চারপাশে সব শব্দ থেমে যায়, পাখিরা ডাকে নরম সুরে, বাতাসে ভেসে আসে অজানা শান্তি।

তোমার সেই অল্প হাসিটুকুতে লুকিয়ে থাকে আমার দিনের আলো, রাতের চাঁদ, স্বপ্নের আশ্রয়-সবকিছুই যেন তোমার ঠোঁটের কোণে গড়ে ওঠা এক জগৎ।
কবিতা: তোমার একটুখানি হাসিই যথেষ্ট লেখিকা: নীল জামিল

জীবনটা ফানুশের মতো... সত্যিই, জীবনটা যেন এক ফানুশ। চারপাশের মানুষ শুধু দেখে কে কত উঁচুতে উঠছে, কার আলো কত দূর পর্যন্ত ছড়...
27/10/2025

জীবনটা ফানুশের মতো... সত্যিই, জীবনটা যেন এক ফানুশ। চারপাশের মানুষ শুধু দেখে কে কত উঁচুতে উঠছে, কার আলো কত দূর পর্যন্ত ছড়াচ্ছে। হৃদয়ের গভীর আর্তনাদ, পোড়ার গন্ধ-সেসব কেউ দেখে না, বুঝতেও চায় না।

উড়তে গিয়ে কত স্বপ্ন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কত সম্পর্কের সুতো আগুনে ছিড়ে পড়ে-কেউ ভাবে না, এই উড়ার পেছনে কতটা নিঃশ্বাস আটকে আছে, কতটা একাকীত্ব, কতটা ত্যাগ জমে আছে ভিতরে।

সবাই বলে, "দেখো, কেমন উড়ছে!" কিন্তু কেউ বলে না, "দেখো, কেমন পুড়ছে...!"

তবুও মানুষ উড়ে আলো ছড়ায়... জীবনের নামই হয়তো ফানুশ-যার গন্তব্য আকাশ, আর নিয়তি... আগুন।
. লেখিকা: নীল জামিল
কবিতা: জীবনটা ফানুশের মতো

খোলা জানালায় বসে আছি, সময়ের মতোই নীরব আমি। সূর্য ওঠে, সূর্য নামে, তবু তুমি আসো না কোনো প্রভাতে বা সন্ধ্যায়।বাতাস ছুঁয়ে য...
27/10/2025

খোলা জানালায় বসে আছি, সময়ের মতোই নীরব আমি। সূর্য ওঠে, সূর্য নামে, তবু তুমি আসো না কোনো প্রভাতে বা সন্ধ্যায়।

বাতাস ছুঁয়ে যায় মুখের পাশে, ভাবি- এও কি তোমার কোনো বার্তা? দূরের আকাশে মেঘ জমে আবার ভাঙে, তবু মন ভাবে, "হয়তো আজই তুমি আসবে..."

চায়ের কাপ ঠান্ডা হয়, তবু হাতে ধরা থাকে তার উষ্ণ স্মৃতি। দিনের শেষে ঘরে ফিরে শুধু তোমার নামটাই নিঃশব্দে ডাকি।

অপেক্ষা বড় অদ্ভুত জিনিস -এ এক অন্তহীন প্রার্থনা, যেখানে সময় থেমে থাকে আর হৃদয় বাঁচে কেবল এক আশায় -তুমি একদিন ফিরে আসবে, এই জানালার ধারে বসে, আমার মতোই নীরবে।
কবিতা: অপেক্ষার জানালা লেখিকা: নীল জামিল

মাঝে মাঝে কিছু মানুষের সাথে দূরত্ব বাড়িয়ে দিতে হয় 💝😔
26/10/2025

মাঝে মাঝে কিছু মানুষের সাথে দূরত্ব বাড়িয়ে দিতে হয় 💝😔

26/10/2025
26/10/2025

বাতাসে, ঘাসে, আর সূর্যের আলোয় — লুকিয়ে আছে জীবনের পাঠ।

দুঃখের দিনও একদিন ফুরিয়ে যাবে, যেমন কালো মেঘের পর রোদ ঝলমলে আকাশ ফিরে আসে, যেমন ঝড় শেষে ভেজা পাখি ডানায় মেলে উড়ে যায়, তে...
26/10/2025

দুঃখের দিনও একদিন ফুরিয়ে যাবে, যেমন কালো মেঘের পর রোদ ঝলমলে আকাশ ফিরে আসে, যেমন ঝড় শেষে ভেজা পাখি ডানায় মেলে উড়ে যায়, তেমনই তোমার বুকের ভারও হালকা হবে একদিন।

এই যে ব্যথা, এই যে অবসাদ -

সবই সাময়িক, ঠিক সূর্যাস্তের মতো ক্ষণিকের, রাত যত গভীরই হোক, ভোর ততই কাছে আসে, তুমি শুধু ধৈর্য ধরো, নিজের ওপর একটু ভরসা রাখো।

দেখবে, কোনো এক সকালে জানালার ওপারে নতুন আলো পড়বে তোমার মুখে, চেনা হবে না নিজেকেও-মনে হবে, আহা! এ জীবন তো এখনো সুন্দর!

তাই কেঁদে নিও যদি লাগে, কিন্তু ভুলে যেও না -দুঃখের দিনও ফুরিয়ে যায় অবশেষে, আর তার পরেই শুরু হয় নতুন জীবনের গান।
কবিতা: দুঃখের দিনও ফুরিয়ে যাবে লেখিকা: নীল জামিল

হুম একদম 💖
26/10/2025

হুম একদম 💖

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিনের শেষে ッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দিনের শেষে ッ:

Share