RJ AAlim

RJ AAlim কবিতা, বই রিভিও, ঘুরাঘুরি, ব্লক ভিডিও এরকম সৃজনশীল শিক্ষনীয় কিছু উপহার দিতে চাই। 🥰 অন্যায়কে না বলুন। সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন।

23/08/2025

সবার সাথে ভালোবেসে ব্যবহার করুন। এমনকি যে খারাপ তার সাথেও। সে খারাপ এজন্য নয়৷ কারণ হচ্ছে আপনি ভালো। #বিখ্যাত #উক্তি

22/08/2025

⚽⚽
রিয়াল না বার্সা?

22/08/2025

#বৃষ্টিভেজা সকাল।
প্রকৃতির বুকে শীতলতার ছোঁয়া।

21/08/2025

#নেভাল-২ #কর্ণফুলী

18/08/2025

বিয়েতে গেলে খাওয়ার সময় হাড্ডিগুড্ডি আর বকশিসের টাকা নিয়ে যা হয়...😁😁 #বিয়েতে_খাওয়া_দাওয়া

16/08/2025

বাসের জানালা দিয়ে পূর্ব দিকে তাকালে মনে হয় যেন আমি স্থির আর পাহাড়গুলো ছুটে চলছে৷ কিন্তু বাস্তবতা হলো পাহাড়গুলো স্থির আর আমি ছুটে চলেছি আমার কর্ম গন্তব্যে। Life is so wonderful! ❤️
১৬.০৮.২০২৫, সকাল।

15/08/2025

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই! জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়!
-- (সংগৃহীত)
#অনুভূতি

13/08/2025

কবিতাঃ "অদ্ভুত তুমি"
-- আলীম ফয়সাল

হঠাৎ মনটা খারাপ হয়ে গেলো
মনের মধ্যে বিষন্নতা এসে ভর করলো
কেন মন খারাপ হলো সেটাও জানিনা!
এবার উদাস মনে আকাশের দিকে তাকালাম
শুনেছি আকাশের দিকে তাকালে নাকি মন ভালো হয়ে যায়।
অদ্ভুতভাবে আমার মনটাও ভালো হয়ে গেলো।
আগের থেকে এখন অনেকটা ভালো লাগছে।
কিন্তু আকাশের দিকে তাকালে মন ভালো হয়ে যাওয়ার কারণটা কি?
আমার সাইকোলজি বলে-
আকাশের দিকে তাকালে নিজের একাকীত্বের পাশাপাশি আকাশের একাকীত্বও অনুভব হয়।
তাছাড়া বড় ব্যাপার হলো-
তুমি আমি দুজনই একি আকাশের নিচে।
তোমার আমার দূরত্ব যতই বেশি হোক না কেন
দুজন একই ছাদের নিচে তো আছি।
তাহলে ভয় কি? বিষন্নতার কারণই বা কি?
আমরা তো একই পৃথিবীর বাসিন্দা,
আর পৃথিবী যেহেতু গোলাকার-
আমাদের দেখা হওয়ার সম্ভাবনাই বেশি।
মানবী! তুমি এক অদ্ভুত তুমি!
#কবিতা #কাব্য #অনুভূতি

11/08/2025

সীতাকুণ্ডের পূর্ব লালানগর গ্রামে আগুনে বসত বাড়ি পুড়ে ছাই। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আজ সকালে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাড়ির মালিক নিজাম উদ্দিন পেশায় একজন ভ্যান চালক। ঘরবাড়ি হারিয়ে তিনি এখন নিঃস্ব। বিত্তবানদের সহযোগিতার প্রয়োজন।
Video: Azahar Mahmud Sifat

10/08/2025

শুভ্রতার সাদার মায়ায় কাঠগোলাপ ফুটে উঠে। কিন্তু এ শুভ্রতা মানে কি? শুভ্রতা ছড়ায় কখনো কাশফুলে, কখনো সাদা মেঘের ভাঁজে আবার কখনো নিকটতম কারো মাঝে। শুভ্রতা মানে সাদামাটা কিন্তু সুন্দর এবং আকর্ষণীয়। অনেকেই আছেন যারা বাহ্যিক দিক দিয়ে শুভ্র না হলেও তাদের মনের গহীনে শুভ্রতার রাজ্য বিরাজ করে। এ শুভ্রতাই ছড়িয়ে দেয় মুগ্ধতা! আমিও যদি শুভ্র হই তবে শুভ্রতা ছড়াতে বাধা কি আর? শুভ্রতা ছড়িয়ে পড়ুক ব্যক্তি থেকে ব্যক্তিতে। 🥀❤️
--- আলীম ফয়সাল

09/08/2025

বন্যায় দুর্ভোগ। চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। রাস্তায় হাঁটুপানি। চলছে না গাড়ি৷ যোগাযোগ ব্যবস্থা বন্ধ। ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি। এমন অনাকাঙ্ক্ষিত বন্যার জন্য কোন কারণটা দায়ী বলে আপনি মনে করেন?
#বন্যা #জলাবদ্ধতা #টেরিয়াইল #বহরপুর #মহানগর

09/08/2025

বাচ্চাগুলোর রিএকশন দেখুন। 🤣🤣
হাসমু না কাঁদমু বুঝতেছি নাহ! 😂

Address

Dhaka-Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when RJ AAlim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share