RJ AAlim

RJ AAlim কবিতা, বই রিভিও, ঘুরাঘুরি, ব্লক ভিডিও এরকম সৃজনশীল শিক্ষনীয় কিছু উপহার দিতে চাই। 🥰 অন্যায়কে না বলুন। সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন।

06/09/2025

#গ্রামীণ_বিকেল
মনমুগ্ধকর পরিবেশ।

06/09/2025

গ্রামীণ পরিবেশে একটি গজল পরিবেশন।
গেয়েছেনঃ মোঃ শরীফুল ইসলাম।
#ইসলামিক #গজল #গ্রাম

05/09/2025

সবাইকে সময় দেওয়ার প্রয়োজন নেই
আগে নিজেকে সময় দিতে হবে। #সময়

শুভ সকাল। হাঁসগুলো গভীর চিন্তায় মগ্ন। হয়তো পুরোদিনের পরিকল্পনা কি তা নিয়ে চিন্তা করছে। এবার আপনি ভাবুন আপনার সারাদিনের প...
05/09/2025

শুভ সকাল। হাঁসগুলো গভীর চিন্তায় মগ্ন। হয়তো পুরোদিনের পরিকল্পনা কি তা নিয়ে চিন্তা করছে। এবার আপনি ভাবুন আপনার সারাদিনের পরিকল্পনা কি? 🌸
#গ্রাম #গ্রামীণ_পরিবেশ #প্রকৃতি

04/09/2025

ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরিতে যায়
আমার হাত ভর্তি চাঁদের আলো
ধরতে গেলে নাই! 😐 #কবিতা RJ AAlim

04/09/2025

সন্ধ্যার #চট্টগ্রাম_শহর।
দুই নাম্বার গেইট থেকে পাঁচলাইশ যাওয়ার পথে। #চট্টগ্রাম #শহর #পাঁচলাইশ #দুই_নাম্বার_গেইট

04/09/2025

সবার আগে নিজেকে মূল্যায়ন করুন। যে মানুষটা আপনাকে মূল্যায়ন করে না, সে মানুষটাকে মূল্যায়ন করার সময়টা আপনার হয় কি করে?

03/09/2025

গ্রামীণ পরিবেশে
kun faya kun. Without music by friend Sharif.

02/09/2025

ভালো থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমি মনে করি নিজেকে মূল্যায়ন করা।
যে আপনাকে মূল্যায়ন করে না, তাকে মূল্যায়ন করার মতো সময়টা আপনার হয় কি করে?
এরকম মানুষগুলোকে সর্বদা এড়িয়ে চলুন। আপনার জীবনে আপনাকে অবমূল্যায়ন করা মানুষগুলোর কোনো প্রয়োজনই নেই। #বাস্তবতা

30/08/2025

কপালের যেখানটায় বসন্তের দাগ ছিল, সবাই চোখ ফিরিয়ে নিতো ঘেন্নায়। সেখানে চুমো খেয়ে জানিয়ে দিতে হয় ভালবাসা জিনিসটা সবার জন্য আসে নি। (শরৎচন্দ্র)
#উক্তি #শরৎচন্দ্র

29/08/2025

কবিতাঃ দ্বিতীয় কদম ফুল
-- আলীম ফয়সাল

বিকেলের শেষে সন্ধ্যা ঘনিয়ে এলো
চারিদিকটা মেঘে ঢেকে গেলো
নেমে এলো অন্ধকার সাথে এক পশলা বৃষ্টি
এ যেন বিধাতার এক অপরুপ সৃষ্টি।
এরি মাঝে ঘুরতে এসে পার্কে আটকে পড়লাম
বিকেলটা যে এত সুন্দর ছিল, বৃষ্টি আসবে তা বেমালুম ছিলাম।
বৃষ্টির পানি বেয়ে পড়ছে
ল্যাম্পপোস্টের পাশে থাকা একটি কদম গাছ হয়ে
হৃদয় জুড়ানো শীতল হাওয়া চলে যায় বয়ে।
চোখ জুড়ানো বৃষ্টি-
কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়?
তবুও চোখে চেয়ে দেখি বৃষ্টি মধুর সন্ধ্যা
ঠিক এমনি সময় দেখি তোমার পাঠানো বার্তা
তখনি মনে পড়লো আরে!
এত কাছে থাকো তুমি
দুইটা রাস্তার মোড় শেষেই তো তোমার বাসা।
বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজে এবার হেঁটে চললাম তোমার পানে
ও হ্যাঁ কিছু কদম তোমার জন্য নিয়ে নিলাম ছিঁড়ে
কদম হাতেই তোমার বাসায় এসে হাজির
কলিংবেলটা চাপ দিবো এমনি তুমি সামনে এসে দাঁড়িয়েছো
কি সুন্দর ছিল তোমার সে চাহনি।
তুমি তো দেখেই বকতে শুরু করলে
ভিজতে হলো কেন, বললেই তো ছাতা পাঠিয়ে দিতাম।
আমি বললাম তোমায়-
সময়টা আর পেলাম কোথায়?
বৃষ্টির যা অবস্থা কোনো থামাথামি নেই।
অতঃপর...
একগুচ্ছ কদম তোমার হাতে দিতেই বাতাসে উড়ছে তোমার এলোমেলো চুল।
তুমি তো জানো-ই
তুমি আমার বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। ☘️🌸

#কবিতা #কাব্য

29/08/2025

প্রিয় অপ্রিয়,
খুব ছোট্ট একটা চিরকুট তোমার জন্য।
আচ্ছা ভালবাসা মানে কি তুমি কি তা জানো? ভালবাসা হলো তোমার মুখে বসন্তের দাগ দেখে সবাই চলে গেলেও তোমার প্রিয় মানুষটা তোমার সে দাগে চুমো খেয়ে জানিয়ে দিবে সে শুধু তোমাকেই ভালবাসে। শরৎচন্দ্র ভালবাসাকে এভাবে ব্যাখ্যা করেছেন যেটা আমার মনে ধরেছে। ❤️
#চিঠি #চিরকুট

Address

Dhaka-Chattogram
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when RJ AAlim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share