Scholarshome Secret Crush Confessions

  • Home
  • Scholarshome Secret Crush Confessions

Scholarshome Secret Crush Confessions ম্যাসেজ বলে দিন আপনার ভালোবাসার মানু?

06/06/2025

😅

23/12/2024

To: someone in scholershome majortila collage

আমার মনে হয় আপনি আমার অনেক কাছে এরপরও কেন জানিনা মনে হয় আমাদের দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম পৃথিবীর সবচেয়ে পারফেক্ট মানুষ মনে হয়েছে এতোটাই সাধারণ চেনার পর জেনেছি আপনি সত্যিই অসাধারণ একজন মানুষ। পারফেকশন এর ডেফিনিশন আপনি। আপনকে চিনেই নিজেকে খুজে পেয়েছিলাম। ভালোবাসা এযেন এক আদ্ধ্যাতিক ক্ষমতা। আমার পৃথিবী নতুন আবিষ্কার নতুন নাম নতুন অস্তিত্বের খোঁজ পেয়েছি আপনার দারা আপনাকে ছাড়া অসম্ভব ছিলো নিজেকে পাওয়া। প্রতিটা মুহূর্ত আপনাকে ছাড় মনে হচ্ছে যেন এই এখনি মৃত্যু এখনি শেষ। একজন আসল মানুষ তার ভুলেই গরে উঠে। ভুলের সাথে আমাদের অজান্তেই সম্পর্কে জরাতে হয় নাহলে আমরা সঠিকভাবে গরে উঠতে পারিনা। ভুল শব্দটির জন্ম না হলে সঠিক শব্দের অস্তিত্বও পেতাম না আমরা। আজকে প্রায় ৫ টি বছর আপনার মায়ায় আপনার প্রেমে ভালোবাসায় আবেঘের সমুদ্রে ভাসছি অপেক্ষায়। এ ভিন্নরুপি জঘন্য মানুষ টা জাগায় জাগায় রাস্তায় রাস্তায় যাকে তাকে কখনো কাক কখনো চিল কবুতর বিরাল কুকুর থেকে তেলাপোকার কাছেও আপনার সন্ধানে ঘুরে বেরাচ্ছে শুধু প্রস্ন করে বেরায় সে কোথায় দেখা পাবো শেষ হবে কি অপেক্ষার উত্তর মেলেনি কোথাও। আপনার চোখের বর্ননা আপনার হাসির বর্ননা আপনার গালের সে উস্নতার বর্ননা করতে করতে পাগল বই লিখে ফেলেছে।😂
অবাক হই এই নতুন আমি কি সুন্দর হয়ে উঠেছি এতো অগছালো বোকা বিরিখোর টা বিড়ি ছারতে পারেনা সে আজ সবছেরে ফেলে এসে নিখোঁজ আপনার সন্ধানে নিজের অস্তিত্বের সন্ধানে। আর কতো আর কবে আর কোথায় আর কিভাবে জীবন কাটাচ্ছি নিজের অস্তিত্বের অভাবে কে জানত এই অস্তিত্ব যে আবার হারাবে। এখন তো আপনার হিলুসিনেসন দেখি এখানে অইখানে এ জানালায় অই বারান্দায় অই নিল সারিতে আরও অনেক জাগায়। যে পৃথিবী ভুল থেকে শিখে সে পৃথিবীই ভুলকে ঘৃণা করা শিখায় কিন্তু আপনার থেকে নতুন কিছু শিখেছি যে কিভাবে ভুলকে ভালোবাসতে হয়। ভুলেও যদি আজ এই পৃথিবী ভুলে যাই তবুও আপনাকে কিভাবে ভুলিবো?? তবে তারপরও আসা করছি আলোর সন্ধান পাবো নিজের অস্তিত্ব ফিরে পাবো আবারও পাহাড়ের চুড়ায় চিৎকার করে না বলা শব্দের বাধ ভাংবো এ শিক্ষা যে পেয়েছি আপনার থেকে কিভাবে ভুলি তা?? আপনি জানেন আপনার পরে আপনার সামনে আমার চোখে এই পৃথিবীর সব সুন্দর্য ফিকে পরে যায় এতো সুন্দর আকাশ বাতাস মেঘ কিছুই আপনার সুন্দর্যকে হার মানাতে পারে না। এই সুন্দর শীতকাল আপনাকে এবং আমাকে ছাড়া অসম্পূর্ণ তাই এ প্রকৃতি এখন পূর্নতা চায়। যাইহোক আপনি ঠিক ভাবে খাওয়াদাওয়া করবেন নিজের লক্ষকে গুরুত্ব দিবেন সমাজ পরিবার এর অনেক কথাই আমাদের না চাইতেও শুনতে হয় তবে এসব মনে আটকে রাখা যাবেনা আর এই এত্তো এতো পরালেখা এতো এতো ব্যস্ততার মাঝেও আসা করছি কিছু সময় আমারও হবে আমি আপনার অপেক্ষায় নিজের অস্তিত্বের খোঁজে নিখোঁজই রয়ে গেলাম। আর কিছু লিখবো না এ পোস্ট দেখে অনেকেই হয়তো ভালো খারাপ মন্তব্য করবেন তাই তার এবং আমার দুজনেরই পরিচয় গোপন রাখলাম। আসা করছি এবং আমি জানি আপনি এই পোস্টটি দেখেই বুঝে যাবেন আমি কে। আসা করছি নতুন ভোরের অপেক্ষায় আবার প্রকৃতির সবাইর গাছ ঘাস পাখি মাছ প্রতিদিন উৎসব পালন করবে।

from: তোমার একান্ত ব্যক্তিগত বোকা🤍

From : কেউ একজন 🥲To : Afsan Ahmed (XI-E) সব মেয়েরা কিসে আটকায় জানি না তবে আমি তোমার হাসিতে আটকে গেছি 😌৪-৫ মাস ধরে তোমাকে...
16/12/2024

From : কেউ একজন 🥲

To : Afsan Ahmed (XI-E)

সব মেয়েরা কিসে আটকায় জানি না তবে আমি তোমার হাসিতে আটকে গেছি 😌
৪-৫ মাস ধরে তোমাকে দেখে দেখেই যাচ্ছে দিনকাল।
ক্যাম্পাসে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। নবীনবরণ অনুষ্ঠানের দিন তোমাকে দেখলাম BNCC সবার সাথে বসে আছো তখন কোনোভাবেই চোখ ফেরাতে পারছিলাম না। ভাবছিলাম একবার গিয়ে তোমার সাথে কথা বলে আসবো কিন্তু হটাৎ দেখলাম একটা মেয়ে আসতেই ওর সাথে কথা বলছো। আশা করি ভবিষ্যতে এই ফালতু মেয়েরটার সাথে কথা বলতে দেখবো না। তুমি অনেক কিউট একটা ছেলে 😍 এই ফালতু মেয়ের সাথে কেনো কথা বলা লাগবে?
এতদিনে তোমার নাম,নাম্বার, আইডি, সব কিছুই বের করেছি ।

গাছ থেকে গোলাপ ছিঁড়ে আমি হাতে নিতে চাই ❤️ কারণ যতক্ষণ সে বাগানে ততক্ষণ সে আমার নয়, 🥰 সে সবার। কিন্তু সেটিকে ছিঁড়া আর হবেনা😃
এই ভাবে সব সময় হাসিতে থেকো🥰 আর এখন থেকে আমার ভলোবাসায় না আমার ভলোলাগায় থাকবা।😇

12/12/2024

To: Mehjabeen
SMC

অনেক দিন ধরে ভাবছিলাম আপনাকে নিয়ে কিছু লিখব। কিন্তু সাহস হয়নি। আজ এতদিন পর মনে হলো, এই পেইজের মাধ্যমে হলেও আমার কথা জানানো উচিত।

প্রথম যখন আপনাকে দেখি, মনে হয়েছিল যেন আপনার হাসিতেই পৃথিবীটা থেমে গেছে।

আপনার নামটা জানতাম না তখন, শুধু একটা মুখ ভাসত। পরে অনেক কষ্ট করে জানতে পারি আপনার নাম। সেকশনটা এখনও অজানা যদিও। সত্যি বলছি, নামটা যেন আপনার মতোই সুন্দর।

আপনার চোখ দুটো কতটা সুন্দর তা নিয়ে আপনার ধারণাও নেই, মনে হয় যেন তারা দিয়ে বানানো। আপনার হাসি যে কারো মন খারাপের দিনটাও ভালো করে দিতে পারে। জানি না আপনি কখনো এসব শুনেছেন কি না।

আমি জানি না আপনি কেমন অনুভব করবেন এটা পড়ে। জানি শুধু, আপনার প্রতি এই অনুভূতিগুলো আমার কাছে খুবই খাঁটি। হয়তো কখনো সাহস করে সামনে গিয়ে বলা হবে না, তাও জানিয়ে রাখলাম। ❤️‍🩹🫶

From: আপনার এক অদেখা শুভাকাঙ্ক্ষী।

প্রাপক: Salman Habib এক্স স্কলার্সহোমিয়ান।প্রেরক: তোমারই ক্লাসের একজন ছিলাম।দেখতে শুনতে আমি খুব এভারেজ রিজেক্ট করার মতোই...
10/12/2024

প্রাপক: Salman Habib
এক্স স্কলার্সহোমিয়ান।
প্রেরক: তোমারই ক্লাসের একজন ছিলাম।

দেখতে শুনতে আমি খুব এভারেজ রিজেক্ট করার মতোই, তেমন কোন স্পেশাল গুণ ও নেই, ঠিকমতো কথাটুকু পর্যন্ত বলতে পারিনা... তাই আপনাকে ভালোবাসি বলে জোর করতেও ভয় লাগে। ক্লাস নাইন,টেন দুই বছর একসাথে পড়াশোনা করেছি তাও বলতে পারিনি। 😅😅

আপনার হাসিকে ভালোবেসে কবিতা লিখা শিখেছি, ছবি আঁকতে শিখেছি নিজেকে বদলাতে শিখেছি। কিন্তু এতো কষ্টের পরেও কখনো হয়তো আপনাকে পাবো না কারণ আমি হয়তো কোনদিনই আপনার যোগ্য ছিলাম না। কিন্তু বিশ্বাস করেন খুব ভালোবাসি.... অনেকটা বেশি ভালোবাসি। এই ভালোবাসার শেষ কোথায় জানি না..... মৃত্যু হয়তো 😊😊
আপনাকে অনেক বেশি মিস করি.... 🥹
আর হে আপনার এই পিকটা আমার বিষণ পছন্দের। অনেক দিন থেকে এটা আমার গ্যালারিতে সেইভ করে রেখেছি যখন আপনার কথা অনেক মনে পড়ে তখন একটা পিকটা দেখি। ❤️

To: Mehedi Hasan XI (D) SMCFrom: তোমার জন্য  অপেক্ষায় থাকা এক অসুন্দর নারী।তুমি কি জানো, একটা কথা তোমাকে বলবো বলবো করেও...
09/12/2024

To: Mehedi Hasan
XI (D) SMC
From: তোমার জন্য অপেক্ষায় থাকা এক অসুন্দর নারী।

তুমি কি জানো, একটা কথা তোমাকে বলবো বলবো করেও বলা হয়ে ওঠে না আজ সেটা সবার সামনে তোমাকে বলতে চাই। প্রতিদিন তোমার সাথে কথা বলার পর, আমার মন যেন একটা আলাদা জগতে হারিয়ে যায়। যেন চারপাশের সবকিছু থেমে যায়, শুধু তুমি আর আমি। 🥹

আচ্ছা তুমি কি আমার একটা সুন্দর বিকেলের কারণ হবে?
জানো খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে হারিয়ে যাই কোনো এক অজানায়।
তোমার দিকে তাকালেই মনে হয়, জীবনটা একটু বেশি সুন্দর। আমি ভাবি, এমন একজন মানুষ জীবনে থাকা কতটা blessing হতে পারে।
তোমার হাসি, তোমার কথা, সব কিছুই যেন আমার মনে দাগ কেটে রেখেছে। আমি কি তোমার মনের এক কোনায় থাকতে পারি?💖

From: তোমার কাছেরই একজন।To: Tanvir AhmedHSC 2025 (Aster)Scholarshome Shahi Eidgahতোমাকে প্রথম দেখার দিনটা আমার মনে এখনো ...
08/12/2024

From: তোমার কাছেরই একজন।
To: Tanvir Ahmed
HSC 2025 (Aster)
Scholarshome Shahi Eidgah

তোমাকে প্রথম দেখার দিনটা আমার মনে এখনো স্পষ্ট। চারপাশের সবকিছু যেন থেমে গিয়েছিল, আর আমি শুধু তোমাকে দেখছিলাম। তোমার হাসি, তোমার চাহনি—সবকিছুই যেন এক জাদুর মতো আমাকে আকর্ষণ করেছিল। 💖

কতবার ভেবেছি তোমাকে বলব আমার মনের কথা। কিন্তু প্রতিবারই কিছু একটা থামিয়ে দিয়েছে। হয়তো ভয়, নয়তো সংকোচ। আমি জানি না তুমি কেমন অনুভব করো, কিন্তু আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন তোমার জন্য। ❤️

তোমাকে কিছু বলার সাহস পাই না, কারণ আমি ভয় পাই—ভয় পাই যদি তুমি দূরে সরে যাও, যদি তোমার সেই হাসিটা হারিয়ে ফেলি। তাই আজও আমি নীরবে ভালোবাসি, তোমার প্রতিটা কথা, প্রতিটা অভিব্যক্তি আমার জন্য যত্নে রেখে দিই। যদি কখনো তুমি জানতে পার, তবে জানবে, তোমার জন্য আমার এই ভালোবাসা নিঃশর্ত, নিঃস্বার্থ। 💕

To: Mahfujur Rahman Class: XI(B) SMCFrom: তোমাকে না বলা সেই প্রেয়সী.তুমি বুঝনি আমি বলিনি... যাই হোক,  আড়াল থেকেই শুধু এত...
07/12/2024

To: Mahfujur Rahman
Class: XI(B) SMC

From: তোমাকে না বলা সেই প্রেয়সী.

তুমি বুঝনি আমি বলিনি... যাই হোক, আড়াল থেকেই শুধু এতটুকু বলতে চাই তোমাকে ভালোবাসি।

আমি তোমাকে দেখেছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে অধ্যক্ষ মহোদয়ের পাশে কী সুন্দর স্মাট, সুদর্শন, সুপুরুষ। আমি অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে ছিলাম মুগ্ধ হয়ে। কিন্তু, মজার বিষয় হচ্ছে আমি তোমার নামটাও জানতাম না। এইতো দুদিন আগেই খুব চালাকির শয়িত তোমার নামটা জেনে নিলাম।
ভালো থেকো তুমি!
ভালেবাসা নিও! ❤️

06/12/2024

To : Jannatul Ferdowsi kona
Class : XI(B)

Scholarshome,mejortila

অনেক দিনের শখ ছিলো তোমাকে নিয়ে কনফেশন লিখার…🐸
কিন্তু তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না🙁
যাইহোক, এই পেজটার দ্বারা আজকে শখটা সীমিত আকারে হলেও পূরন হলো…🙁

কলেজ ছুটির পর আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আপনাকে দেখলাম ।মজার ছলে আপনার এক বন্ধুর কাছ থেকে আপনার ফেসবুক আইডি নিয়ে প্রোফাইল ঘাটতে শুরু করলাম..
বেশ কিছু পিক দেখলাম জাস্ট ওয়াও😍 যাইহোক এক প্রকার ক্রাস খাইছি বলতে পারেন..😑
আরেকটা কথা না বললে নয় আপনার চোখটাও জুস।😑

From : unknown (নাম জেনেও লাভ নেই।চিনবেন না।

06/12/2024

নতুন ভাবে আমরা আবারও শুরু করছি 💥
স্কলার্সহোম সিক্রেট ক্রাশ কনফেশনে আপনাদের আরো একবার স্বাগতম 💞
আপনি আপনার ক্লাসমেটের উপর ক্রাশ খেয়েছেন..?
কিভাবে বলবেন বুঝতে পারছেন নাহ..?
ফেবু স্টোরি কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে ব্যর্থ হচ্ছেন..?
তবে আজই তাকে নিয়ে একটি কনফেশন লিখে ফেলুন আর দিয়ে দিন আমাদের পেজের ইনবক্সে!
কে জানে একটা কনফেশন আপনার ভাগ্য পরিবর্তন ও করে দিতে পারে💜
#নোটঃ আপনার পরিচয় সম্পূর্ণ হাইড থাকবে 💗

06/12/2024

স্যারের পক্ষ থেকে জুম্মা মুবারক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Scholarshome Secret Crush Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share