TPI Cursh & Confession

  • Home
  • TPI Cursh & Confession

TPI 
Cursh & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TPI
Cursh & Confession, Digital creator, .

07/01/2024

ফাইনালি মাহি আপা মাঝখানে সিলটা মেরে দিলাম 🤣🤣

Confession No: 08To: RaselDepartment: Mechanical Semester:6thShift:2ndআপনাকে প্রথম দেখেছি ডিপার্টমেন্টে ক্লাস করতে। আপনি...
14/11/2023

Confession No: 08
To: Rasel
Department: Mechanical
Semester:6th
Shift:2nd

আপনাকে প্রথম দেখেছি ডিপার্টমেন্টে ক্লাস করতে। আপনি সেদিন মনোযোগ দিয়ে স্যারের দিকে হা করে তাকিয়ে ছিলেন। সেই প্রথম দেখা থেকেই ভালোবাসি। 🙃 আপনাকে ভালোবেসে আমি ভুল করেছি কিনা জানিনা তবে যতদিন ই দেখিছি আমি মুগ্ধ হয়েছি।কিছু জিনিস দূর থেকেই সুন্দর। ঠিক তেমনি আপনি আমার জীবনে দুর থেকেই সুন্দর। হয়তো আপনাকে কাছে পেয়ে গেলে গোপন ভালোবাসা কি বুঝতামই না🥀

আপনি সবার থেকে আলাদা। এই জিনিস টাই আমাকে মুগ্ধ করেছে🙂

আপনি রেখে দিলে,
হয় বা কি ক্ষতি🙂
বুকের বা পাশে রেখে❤️
দিয়েন আমাকে,
পৃথিবীতে যত ভালবাসা আছে,
এনে দেবো আপনাকে🙂

আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো আমি আপনাকে দেখতে পেরেছি। আর হ্যা সবমসময় চশমা পরে থাকবেন। চশমা পরা ছেলেটা কেই তো দেখতে যাই।

14/11/2023

না আছে বেডি।না আছে হুডি

12/11/2023

ডাক্তার বলেছে আমার নাকি ভিটামিন লাভেরিয়ার অভাব😭

11/11/2023

ভালোবাসার আরেক নাম Senior Bhaiyaa! 🥺🫶

Confession No :07প্রিয় ইয়াসিন আপনাকে নিয়ে আর কি বলবো, যা বলবো তাই কম পড়ে যাবেআপনি আমার স্বপ্নের পুরুষ।আপনাকে প্রথম দেখার...
10/11/2023

Confession No :07

প্রিয় ইয়াসিন
আপনাকে নিয়ে আর কি বলবো, যা বলবো তাই কম পড়ে যাবে
আপনি আমার স্বপ্নের পুরুষ।আপনাকে প্রথম দেখার পর থেকেই আপনি ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আপনাকে প্রথম দেখেছিলাম নিরালা মোড়ে গলায় কলেজের স্টুডেন্ট আইডি ছিলো পরে বুঝলাম আপনি পলিটেকনিকের স্টুডেন্ট। আপনার লজ্জা মিশ্রিত হাসি দেখে আমি পাগলপ্রায়। আপনার হাসি যেন চোখে থেকে সরাতেই পারছি না। অনেকদিন আপনাকে মনের কথা বলতে চেয়েও বলতে পারি নাই। অপেক্ষা করতে না পেরে আপনার নামে একটা খোলা চিঠি দিয়ে ফেললাম কিন্তু আপনি ভাবছেন সেইটা আপনার নামে না অন্য কারো।
তাই এই ক্রাশ কনফেশন টা। আপনার ভালোবাসার রদ্দুরে আমি তীব্রভাবে পুড়ছি। আপনি কি আমার রোদ্দুরে পোড়া ভালোবাসায় বর্ষণ নামাতে পারবেন?
আমার রোদ্দুরে পোড়া ভালোবাসার বর্ষন হয়ে যাও তুমি ইয়াসিন....
প্লিজ🥺

ইতি
তোমাকে পাওয়ার অপেক্ষায় থাকা একজন
পারলে খুঁজে নিও

20/10/2023

আমি তোমাকে ভালোবাসি

06/10/2023

বাসার সামনে কক্সবাজার হইয়া গেছে.!🙂

05/09/2023

অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই বলে আবার করলা পাকার অপেক্ষা কইরেন না।😒

Confession no: 06From: kacher keuTo: Israt Jahan Mridula Educational Institute : Tangail Polytecnic Institute প্রিয়,অনেক...
04/09/2023

Confession no: 06

From: kacher keu
To: Israt Jahan Mridula
Educational Institute : Tangail Polytecnic Institute

প্রিয়,
অনেককে বলতে শুনেছি ভালোবাসা, মায়া এই শব্দগুলোর কোনো বাস্তব মানে নেই।আমিও খুব করে কথাগুলো বিশ্বাস করেছি।( বিশ্বাস করেছি)কেন বলছি?কারণ আগে কারো মায়ায় এইভাবে পড়ে যাইনি। আপনাকে প্রথমবার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।প্রথম দেখায় এইভাবেও কেউ কারোর মায়ায় জড়িয়ে যায়।আপনাকে না দেখলে বুঝতে পারতাম না।আপনাকে দেখার পর আপনাকে খুব খুঁজেছি।আপনার আইডিটাও পেয়েছিলাম কিন্তু আপনার সেমিস্টার এক্সাম সামনে ছিলো তাই আর ডিস্টার্ব করি নি।আপনার মধ্যে অসম্ভব একটা মায়া আছে🤎মনে মনে একটা ভয় কাজ করছিল আপনি অন্য কাউকে না ভালোবাসেন 😅 আপনাকে আবার দেখার পর ইচ্ছে করছিলো আমার অনুভূতিগুলো আপনাকে জানিয়ে দেই। আপনার দিকে অনেকটা সময় ধরে তাকিয়েছিলাম কিন্ত আপনি একটা বারের জন্যও তাকাননি আমার দিকে।। দেখার পর নিজেকে সংযত রাখতে পারলাম না, ভাবলাম এইবার আমার অনুভূতিগুলো আপনাকে জানিয়ে দেই। একটি কথাই বলব 'ভালোবাসি' বুঝে নিবেন এই শব্দের গভীরতা।আমি চাইনা আপনি অন্য কারো হয়ে যান।আপনার জন্য একটি লাইন 'যদি আমার না হও অন্য কারো হয়ো না🤎।আমাকে খুজতে হবে না সময় হলে আমি আপনার সামনে যাবো।
ইতি
আপনার অচেনা, অজানা কেউ।

🤭
31/08/2023

🤭

Confession no: 05From:  Junior (ET) 🥺To: Kh Shefa 🫶Institute: Tangail Polytecnic Institute 😐প্রিয়,,💝আশা করি ভালোই আছো৷ ভ...
29/08/2023

Confession no: 05

From: Junior (ET) 🥺
To: Kh Shefa 🫶
Institute: Tangail Polytecnic Institute 😐

প্রিয়,,💝

আশা করি ভালোই আছো৷ ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই৷ যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়,তবে আমি তোমাকেই ভালোবাসি "প্রিয়"❤ ৷ অনেক ভালোবাসি! অনেক...
যদি অনুমতি দাও সারাজীবন ভালোবাসতে চাই৷ "প্রিয়"🌹

আমার হৃদয়, হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য রুহ আছে সেই রুহবিন্দু থেকে তোমাকে বলছি "ভালোবাসি"।
তোমাকে খুব বেশি নিজের করে পেতে ইচ্ছে করে, তোমাকে নিজের অধিকারে নিয়ে দখলদারিত্ব করার ইচ্ছে হয় বড় বেশি...
সেই আকাঙ্ক্ষায় আবেগ আছে, মোহ আছে, হয়তো ভালোবাসাও আছে...
নিঃশর্ত এমন বাসনার কোন নাম আছে কিনা তা এখনো অজানা...!

"যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই" 🥰

ইতি,,,
অপেক্ষায় থাকা জুনিয়র 😌💥

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TPI Cursh & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share