29/06/2025
গোলাপগঞ্জে তরুণপ্রজন্মের সাথে মোহাম্মদ সেলিম উদ্দিনের ‘মিট এন্ড গ্রিট’ প্রোগ্রাম
বিজ্ঞপ্তি:: সিলেটের গোলাপগঞ্জে তরুণপ্রজন্মের সাথে মোহাম্মদ সেলিম উদ্দিনের ‘মিট এন্ড গ্রিট’ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের এক অভিজাত হোটেলে সামাজিক সংগঠন গোলাপগঞ্জ ডেভোলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের নানান প্রশ্নের উত্তর দেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার (সিলেট ০৬) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তরুণ সাংবাদিক ও সংগঠক দেলওয়ার হোসেন মান্না'র সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি সায়েক আহমদ চৌধুরী'র পরিচালনা এসময় স্বাগত বক্তব্য রাখেন বাদেপাশা ইউপি'র সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বুরহান উদ্দিন, জামায়াত নেতা আসাদুজ্জামান পাপ্পু, আইটিপি এডভোকেট বাহা উদ্দিন বাহার, ছাত্রনেতা আবুল কালাম ইউসুফ, সাজ্জাদুর রহমান নিপু, খালেদ আহমদ, ইশতিয়াক আহমদ, মাহফুজ আহমদ খান, শেখ ওসমান ফারুক প্রমুখ।