Sports 27

Sports 27 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sports 27, News & Media Website, .

🏏 এশিয়া কাপের সকল ম্যাচের ওভার টু ওভার আপডেট পেতে পেজটি ফলো করে রাখুন 🔔

📱 খেলা থাকলে "Sofascore" লাগবেই.!
ফ্রিতে যেকোন ম্যাচের লাইভ স্কোর দেখতে ডাউনলোড করুন এখনই 👇

ℹ️ ডাউনলোড লিঙ্ক :
https://app.sofascore.com/nixz/Sports27

“এশিয়া কাপে এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।”🗣️ জাকের আলী অনিক
18/08/2025

“এশিয়া কাপে এবার আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।”

🗣️ জাকের আলী অনিক

বিপিএল ধামাকা, রাজশাহী, সিলেট, ঢাকা 💥বিপিএল ২০২৪,২৫ মৌসুমে সন্দেহ জনক আচরণে অভিযুক্ত প্লেয়ার মোট ১০ জন, সবার বয়স মোটামুট...
18/08/2025

বিপিএল ধামাকা, রাজশাহী, সিলেট, ঢাকা 💥

বিপিএল ২০২৪,২৫ মৌসুমে সন্দেহ জনক আচরণে অভিযুক্ত প্লেয়ার মোট ১০ জন, সবার বয়স মোটামুটি ৩৫ এর উপরে অর্থাৎ আন্তর্জাতিক ফেরার তাদের কোনো সম্ভবনা নাই তবে,

এদের মধ্যে ৩,৪ জানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হয়েছে, একজন স্পিন বোলার এবং অন্যজন পেস বোলার, মূল আকর্ষণ গত বিপিএলে যে বোলার অনেক বেশি ওয়াইড বল করেছেন,

চমক হলো অভিযুক্তদের তালিকায় থাকা ১ জন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন কয়দিন আগে, অভিযুক্ত আছেন ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা, সেই সাথে আরো যুক্ত ছিলো একটি দলের একটি প্রধান লোকাল কোচ,

যেই দল গুলার বিপক্ষে তদন্ত প্রমাণিত হয়েছে তারা হলো, রাজশাহী, সিলেট, ঢাকা।
এই তিন দল নিজেদের নির্দোষ প্রমান করার আগ পর্যন্ত বিসিবির কোনো খেলা বা কাজের সাথে যুক্ত হতে পারবে না।

বিপিএল প্রচার করা একটি চ্যানেল বেটিং সাইডের বিজ্ঞাপন প্রচার করে এক মৌসুমে আয় করেছে ১৬০ থেকে ১৭০ কোটি টাকা, তাদের বেপারে বিসিবির পদক্ষেপ নিতে হবে জানিয়েছেন তদন্ত কমিটি,

সর্বশেষ ভাইরাল ঘটনা,
২০২৩,২৪ সালে আয়োজন করা বিপিএলে একটি দলকে বেটিং সাইড কম্পানি ৪০০ কোটি টাকার অফার দিয়েছিলো কিন্তুু সেই অভিযোগ এখন তদন্তে প্রমাণিত হয়না তাই মূল সন্দেহের বিষয় ঐ দলটা ম্যাচটা হেরে যায় এবং ঐ প্রস্তাবের কথা কাউকে জানানো হয়নি।

৩০০ ঘন্টার অডিও রেকর্ড এবং ৩ হাজার পৃষ্ঠার কাহিনি সংক্ষিপ্ত বর্ণনা এটাই।

বিপিএলের ম্যাচ ফি/ক্সিং এর অভিযোগে ৩ দলের নাম এসেছে।তারা হলো সিলেট স্ট্রাইকারস, সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ও দূর্বার রা...
18/08/2025

বিপিএলের ম্যাচ ফি/ক্সিং এর অভিযোগে ৩ দলের নাম এসেছে।

তারা হলো সিলেট স্ট্রাইকারস, সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ও দূর্বার রাজশাহী।

নি/র্দোষ প্রমাণ না দিতে পারলে বিপিএলে অংশগ্রহণ কররে পারবে না তারা।

#আল

সান্তোস এফসি ৬-০ গোলে হারের পর নেইমার জুনিয়র 🗣️“আমরা ভীষণ বাজে খেলেছি, এটা ছিল লজ্জাজনক। আজ সমর্থকদের আমাদের গালি দেওয়ার...
18/08/2025

সান্তোস এফসি ৬-০ গোলে হারের পর নেইমার জুনিয়র 🗣️

“আমরা ভীষণ বাজে খেলেছি, এটা ছিল লজ্জাজনক। আজ সমর্থকদের আমাদের গালি দেওয়ার ও সমালোচনা করার পুরো অধিকার আছে—আমি নিজেও লজ্জিত বোধ করছি। জীবনে আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে একটি দলকে মাত্র একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য দেওয়া হয়েছিলো ৪০০ কোটি টাকার প্রল...
18/08/2025

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে একটি দলকে মাত্র একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য দেওয়া হয়েছিলো ৪০০ কোটি টাকার প্রলোভন। অবিশ্বাস্য হলেও, সেই ম্যাচে তারা আসলেই হেরে যায়।

ভাবুন তো, একটা ম্যাচের হারের পেছনে এত বিশাল অঙ্কের টাকা! ক্রিকেটের জনপ্রিয়তা আর এর চারপাশের অন্ধকার দুনিয়া কতটা ভয়ংকর জায়গায় পৌঁছে গেছে, তা বুঝাই যায় এই ঘটনাতে।

👉 এক ম্যাচ = ৪০০ কোটি টাকা!
এমন ঘটনা খেলাধুলার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়।

ক্রিকেটে এমন কিছু ব্যাটসম্যান আছেন, যারা শুধু রানেই নয় — ব্যবহার, ব্যক্তিত্ব আর শান্ত স্বভাবেও অনন্য। হাশিম আমলা ঠিক তেম...
18/08/2025

ক্রিকেটে এমন কিছু ব্যাটসম্যান আছেন, যারা শুধু রানেই নয় — ব্যবহার, ব্যক্তিত্ব আর শান্ত স্বভাবেও অনন্য। হাশিম আমলা ঠিক তেমনই একজন। 🌸

🟢 ODI রেকর্ড:
৮১১৩ রান | এভারেজ ৪৯.৪৬ | স্ট্রাইক রেট ৮৮.৪ | ২৭ সেঞ্চুরি
দ্রুততম ৩০০০, ৪০০০, ৬০০০, ৭০০০ রান — সবই করেছেন স্টাইল আর ধারাবাহিকতায়।

🟢 টেস্ট রেকর্ড:
৯২৬২ রান | এভারেজ ৪৬.৬৪ | ২৮ সেঞ্চুরি
২০১২ সালে ইংল্যান্ডে ট্রিপল সেঞ্চুরি — দক্ষিণ আফ্রিকার ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার যিনি টেস্টে ৩০০+ রান করেন।

🟢 ব্যক্তিত্ব ও নীতি:
ক্যারিয়ারে কোনো বিতর্ক নেই, স্লেজিং নেই — ব্যাট হাতেই কাঁপিয়েছেন প্রতিপক্ষকে।
ধর্মীয় কারণে জার্সিতে স্পনসর লোগো না রাখার অনুরোধ করেছিলেন, বোর্ড সম্মানও জানিয়েছে। এমন সম্মান খুব কম ক্রিকেটারই পান।

📌 সবচেয়ে বড় কথা — এত রেকর্ডের পরও কখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না। সবসময় নিঃশব্দে নিজের কাজটা করে গেছেন। 🙌

#আল

18/08/2025

সাকিবদের খেলা আজকে পরি/ত্যক্ত ❌

#আল

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিবের ফ্যালকন্স, একাদশেও আছেন সাকিব! সাকিবের খেলার লাইভ স্কোর সম্পুর্ন বিনামূল্যে প...
18/08/2025

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিবের ফ্যালকন্স, একাদশেও আছেন সাকিব!

সাকিবের খেলার লাইভ স্কোর সম্পুর্ন বিনামূল্যে পেতে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে এপস টি ডাউনলোড করুন 👇

আলভারেজের দুর্দান্ত ফ্রি কিক গোলের পরেও শেষ পর্যন্ত ২-১ গোলে এস্পানিওলের কাছে হেরে বসলো অ্যাটলেটিকো মাদ্রিদ...💔
17/08/2025

আলভারেজের দুর্দান্ত ফ্রি কিক গোলের পরেও শেষ পর্যন্ত ২-১ গোলে এস্পানিওলের কাছে হেরে বসলো অ্যাটলেটিকো মাদ্রিদ...💔

এশিয়া কাপ ২০২৫: বিজ্ঞাপনে হু হু করে দাম বাড়ছে!ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর সেই উত্তেজনার জেরে বিজ্ঞাপনের দামে...
17/08/2025

এশিয়া কাপ ২০২৫: বিজ্ঞাপনে হু হু করে দাম বাড়ছে!

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর সেই উত্তেজনার জেরে বিজ্ঞাপনের দামে তৈরি হয়েছে রেকর্ড। টিভিতে মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনেই লাগছে প্রায় ১৬ লাখ টাকা!

আয়োজক প্রতিষ্ঠান সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI) জানায়, ভারত ম্যাচগুলোতে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের রেট রাখা হয়েছে ১৪–১৬ লাখ টাকা।

👉 বিজ্ঞাপনের প্যাকেজগুলোর মধ্যে রয়েছে:

সহ-প্রেজেন্টিং স্পনসর: ১৮ কোটি টাকা

অ্যাসোসিয়েট স্পনসর: ১৩ কোটি টাকা

সব ম্যাচে স্পট-বাই: ১০ সেকেন্ডে ১৬ লাখ টাকা

মাঠে যেমন লড়াই হবে ব্যাট-বোলের, মাঠের বাইরেও চলছে কোটি টাকার বিজ্ঞাপনের লড়াই!

যমুনা স্পোর্টসে টনি হেমিংকে প্রশ্ন করা হয়েছিলো যে : বাংলাদেশে মনে করা হয় ভালো উইকেট মানেই হচ্ছে ব্যাটিং উইকেট। আপনি একজন...
17/08/2025

যমুনা স্পোর্টসে টনি হেমিংকে প্রশ্ন করা হয়েছিলো যে : বাংলাদেশে মনে করা হয় ভালো উইকেট মানেই হচ্ছে ব্যাটিং উইকেট। আপনি একজন টার্ফ ম্যানেজমেন্ট হেড হিসেবে ভালো উইকেট কে কিভাবে সংজ্ঞায়িত করবেন?

হেমিং খুব স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে যে ভালো উইকেট হচ্ছে সেগুলো যেখানে ব্যাট ও বলের মাঝে ইভেন কম্পিটিশন হয়। টেস্টের ক্ষেত্রে হয়তো যে উইকেটে আপনি ১০ উইকেট হারিয়ে ৩০০+ তুলবেন সেটাই স্ট্যান্ডার্ড উইকেট। আবার টি টোয়েন্টির বেলায় হিসেবটা একটু আলাদা। এই ফরম্যাটে ২০ ওভার ফুল খেলে যদি কোন দল ৬/৭ উইকেট হারিয়ে ১৮০/২০০ এর মধ্যে রান তুলতে পারে তাহলে সেই উইকেটকেই ভালো উইকেট বলা যাবে। আবার আপনি যদি আইপিএল এর সাথে তুলনা দিতে যান যেখানে মুড়ি মুড়কির মত ৩০০ এর কাছাকাছি রান ওঠে অইটা আমার কাছে কখনোই আইসিসি স্ট্যান্ডার্ড উইকেট মনে হয়না।

হেমিং এর কথা থেকে তার ভিশন একদম স্পষ্ট। আমরা দর্শকরাও হয়তো তার এই কথা থেকে বুঝতে পারছি সামনে আমরা কি ধরনের উইকেট ফরম্যাটভেদে প্রত্যাশা করতে পারি। এখন প্রত্যাশা আর বাস্তবতায় কতটুকু মিল থাকবে সে উত্তর সময়ই দেবে।


#আল

বিজয়ের অধ্যায় শেষের পথে? নতুনদের উপর আস্থা নির্বাচক লিপুরঘরোয়া লিগে রান করায় আনামুল হক বিজয় বারবার ফিরেছেন জাতীয় দলে। কি...
17/08/2025

বিজয়ের অধ্যায় শেষের পথে? নতুনদের উপর আস্থা নির্বাচক লিপুর

ঘরোয়া লিগে রান করায় আনামুল হক বিজয় বারবার ফিরেছেন জাতীয় দলে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নামতে না নামতেই তার ব্যাট যেন নির্বাক হয়ে যায়। একের পর এক ব্যর্থতার চিত্রই দেখা যায় সেখানে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন লিপু এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয়কে আর বাড়তি সুযোগ দেওয়া হবে না। তার বদলে নতুনদেরই গুরুত্ব দিতে চান তিনি। ফলে সামনে অস্ট্রেলিয়া সফরের দলে বিজয়ের থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

এমনকি ভবিষ্যতে তার জন্য জাতীয় দলের দরজা খোলা থাকবে কি না, সেটাও এখন বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

তাহলে কি সত্যিই বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রহর বাজছে? নাকি আবারও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাকে ফিরিয়ে আনবে জাতীয় দলে??

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports 27 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share