Labib

Labib আসসালামু আলাইকুম �
আমার পেইজে আপনাকে স্বাগতম �
(2)

হায় আল্লাহ! যদি একবার জাতীয় দলে খেলতে পারতাম, গোলের বন্যায় মাঠটাই ভাসিয়ে দিতাম ⚽😃
25/10/2025

হায় আল্লাহ!
যদি একবার জাতীয় দলে খেলতে পারতাম, গোলের বন্যায় মাঠটাই ভাসিয়ে দিতাম ⚽😃

23/10/2025

I gained 1,796 followers, created 30 posts and received 721 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

20/10/2025

শিবির শিবির স্লোগানে
ঢাকায় 9.5 মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে।🥱

শিবির শিবির শিবির‌‌ স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ। 🔥💪

24/09/2025

ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচের আমার পছন্দের একাদশ :
১। তানজিদ তামিম (ব্যাটার)
২। পারভেজ হোসাইন ইমন (ব্যাটার)
৩। সাইফ হাসান (ব্যাটিং অলরাউন্ডার)
৪। লিটন দাস ( ক্যাপ্টেন +উইকেট কিপার)
৫। তাওহীদ হৃদয় ( ব্যাটার)
৬। শামিম (ব্যাটিং অলরাউন্ডার )
৭। রিশাদ হোসাইন ( বোলিং অলরাউন্ডার)
৮। নাসুম (বোলিং অলরাউন্ডার)
৯। তানজিম সাকিব ( বোলিং অলরাউন্ডার)
১০। তাসকিন ( বোলার)
১১। মুস্তাফিজ ( বোলার)

‎আগামীকাল আকাশ যেন থমকে দাঁড়াবে, যখন লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার মাঠে নামবেন। এই মাটি, এই গ্যালারি, এই পতাকার ...
04/09/2025

‎আগামীকাল আকাশ যেন থমকে দাঁড়াবে, যখন লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার মাঠে নামবেন। এই মাটি, এই গ্যালারি, এই পতাকার নীচে কত আনন্দ, কত অশ্রু, কত স্বপ্ন জড়িয়ে আছে তার পায়ের যাদুর সাথে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা শুধু খেলা নয়—এটা বিদায়ের প্রার্থনা, স্মৃতির সুর, ভালোবাসার শেষ আলিঙ্গন। হয়তো আর কখনো দেশের মাঠে তাকে দেখা যাবে না, কিন্তু আর্জেন্টিনার মাটির প্রতিটি ঘাস, প্রতিটি নিঃশ্বাস চিরকাল বলবে—এখানে একসময় খেলতেন লিওনেল মেসি, যিনি ছিলেন শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন এক যুগের আলো। 💌

02/09/2025

কি এক দেশে বসবাস করি ভাই,শ্রমিকদের ঘাম ঝড়ানো ন্যায্য দাবির জন্য জীবন দিতে হয়🙃

সর্বশেষ এদের মধ্যে একজন নিহত বাকিদের অবস্থা আশঙ্কাজনক 🥺

01/09/2025

🚨 "ঢাকসু" নির্বাচন হতে এখন আর কোনো বাঁধা নেই।

1. প্রথম ধাপ:
হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) বা অন্য নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছিল।
➤ অর্থাৎ হাইকোর্টের আদেশ ছিল: “এই নির্বাচন আপাতত বন্ধ রাখুন।”

2. দ্বিতীয় ধাপ:
হাইকোর্টের সেই স্থগিতাদেশের বিরুদ্ধে কেউ আপিল করে চেম্বার জজ আদালতে যান।
➤ চেম্বার জজ আদালত হলো আপিল বিভাগের (Supreme Court) একজন বিচারপতির নেতৃত্বে পরিচালিত একটি জরুরি আদালত, যেখানে ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হয়।

3. তৃতীয় ধাপ:
চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন।
➤ অর্থাৎ হাইকোর্ট যে “নির্বাচন বন্ধ রাখুন” বলেছিল, সেটা এখন কার্যকর নয়। নির্বাচন এখন চলতে পারবে। ©️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Labib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Labib:

  • Want your business to be the top-listed Media Company?

Share