সালতানাতে বাঙ্গালা

  • Home
  • সালতানাতে বাঙ্গালা

সালতানাতে বাঙ্গালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সালতানাতে বাঙ্গালা, Digital creator, .

কেউ কি আজ বাজারে গিয়েছেন? ঢাকায় আজ আমার এলাকার কাঁচা বাজারে এক দিনে জিনিস পত্রের দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। বেগুনের দাম ...
06/08/2024

কেউ কি আজ বাজারে গিয়েছেন?

ঢাকায় আজ আমার এলাকার কাঁচা বাজারে এক দিনে জিনিস পত্রের দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। বেগুনের দাম ছিল ৮০ টাকা। আজ নিয়েছে ৫০ টাকা। চিচিংগার দামও অনেক কম নিয়েছে। বিক্রেতাকে জিজ্ঞেস করলাম

- কি ব্যাপার, দাম কি কমে গিয়েছে?
বিক্রেতা হেসে বললেন
- আগে তো সিন্ডিকেট ছিল। এখন আর নাই।

তাহলে চিন্তা করে দেখেন- এরা কি পরিমাণ খেয়েছে! আমরা এমন দেশই গড়বো, যেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষও পেট ভরে তিন বেলা খেতে পারবে।

কালেক্টেড: Aminul Islam

06/08/2024

সারাদিন সেলিব্রেট করে এই শেষরাতে আবিষ্কার করলাম শেখ হাসিনা আসলে ক্ষমতায়ই আছে।
সিরিয়াসলি।

১। বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহি ক্ষমতার অধিকারী ছুপ্পু। এর ইতিহাস জানেন? পঁচাত্তরের পরে যখন লীগের নাম নেওয়ার কেউ ছিলো না তখন থেকে সে লীগ সামলেছে। শেখ মুজিব ও হাসিনার প্রতি তার ৫০ বছরের লয়ালিটি আছে।

মাত্র এক মিনিটে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রত্যাহার করলেই হাসিনা আবার প্রধানমন্ত্রী। আর এটা করতে পারে এরকম বিশ্বস্ততা দেখানোর পরেই ছুপ্পু প্রেসিডেন্ট হয়েছে।

২। রাষ্ট্রের প্রধান ওয়াকার। আর্মিতে কী ধরণের রাজনীতিকিকরণ হয়েছে সবই জানেন। একটা ভিসি হতে হাসিনাকে কী পরিমাণ চাটা লাগে, সেখানে সেনাপ্রধান? হাসিনার জন্য ওয়াকার একটা বুলেটও নিতে রাজি।

৩। ১৪ ঘন্টা পরেও সংসদ বহাল। সাড়ে তিনশো এমপির কেউ পদত্যাগ করেনি।

৪। মন্ত্রীপরিষদ আগামী সরকার আসা পর্যন্ত কার্যকর।

অর্থ্যাৎ সরকারের সম্পূর্ণ মেকানিজম অক্ষত। একটা এমপি, একটা বিচারক মারা যায়নি। শ্রীলংকারটার সাথে এটাই পার্থক্য। আওয়ামী লীগ এই মুহুর্তে একটা ওয়ার্কিং প্রবাসী সরকার এবং পরবর্তিতে দেশে এসে খুব ভালোভাবে সরকার চালাতে পারবে।

সেটা হলে শুধু কোর্ট দিয়ে কতজনকে মারা হবে আইডিয়া পেতে বিডিআর বিদ্রোহের বিচারের দিকে তাকান।

Ahmad Khan

সুতরাং:

১. চুপ্পকে খুনী হাসিনার সংসদ ভেঙে দিতে হবে।
২. চুপ্পুকে বিচারপতি প্যানেল বরখাস্ত করতে হবে।
৩. এবং চুপ্পুকে নিজেকে পদত্যাগ করতে হবে। বিপ্লবী সরকার গঠনের পর।
৪. সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে।

প্রথম স্বৈরশাসক! 1972 থেকে 1975 সালের প্রকৃত ইতিহাস অধ্যয়ন করুন। আপনি এই লোকটিকে প্রচন্ড ঘৃণা করবেন।একে যারা বাপ মনে কর...
06/08/2024

প্রথম স্বৈরশাসক!

1972 থেকে 1975 সালের প্রকৃত ইতিহাস অধ্যয়ন করুন। আপনি এই লোকটিকে প্রচন্ড ঘৃণা করবেন।

একে যারা বাপ মনে করেন, তাদের জন্য কমেন্টে আমলনামা প্রমানসহ দিচ্ছি। ইতিহাস পড়ে এসে তারপর যুক্তি দিয়েন। সুশীলতা দেখায়েন।

02/08/2024

অন্যরকম কোটা আন্দোলন

আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রাত্রে ঘুরাঘুরির অভ্যাস থাকায় প্রায়শই বাইরে বের হই। শ্যামলী স্কয়ারের উত্তর পাশে নূর মসজিদের গলির মুখে রাত্রে একটা অল্প বয়সী মেয়ে দাড়িয়ে থাকতো কাস্টমারের আশায়। একরাত্রে আমি বাড়ি ফেরার পথে গলিতে ঢুকতে গিয়ে দেখি একজন ব্যক্তি তার সাথে ধস্তাধস্তি জবরদস্তি করছে। গাড়ি থেকে নেমে আমি আর ড্রাইভার পাশে গিয়ে দাড়াতেই সে ছেড়ে দিয়ে আঙ্গুল উচিয়ে শাসাতে শাসাতে চলে গেল। আমি পাচশত টাকার একটা নোট হাতে গুজে দিয়ে বললাম আজকের মতো বাড়ি চলে যাও। সে মাথা নিচু করে হেটে চলে গেলো।
এরপর মাঝে মাঝেই রাত্রে দেখা হতো, সে দাঁড়িয়ে আর আমি অফিস থেকে ফিরছি অথবা অলস ভাবে হেটে যাচ্ছি, যেমনই হোক সে দাড়িয়ে থাকা অবস্থায় আমাকে ইশারায় সন্মান জানাতো তারপর আমি চোখের আড়াল হওয়া অবধি তাকিয়ে থাকতো মাথা নিচু করে। লুকিং গ্লাসে আমি কয়েকদিন দেখার পর একদিন গাড়ি থামিয়ে বললাম গাড়িতে ওঠো। গাড়িতে উঠে জিগ্যেস করলাম,
" তোমার বয়স কত?"
"বয়স জানি নে স্যার।"
স্যার, সম্মোধন শুনে অভ্যস্ত হলেও ইজি হওয়ার জন্য বললাম, আমাকে ভাইয়া বলে ডাকতে পারো। তারপর সরাসরি প্রশ্ন করলাম "যদি আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিই তাহলে কি এই পেশা ছেড়ে দিবে?"
সে চুপ করে রইলো। পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝলাম ছাড়ার উপায় নেই। অভিজ্ঞতা বলতে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি পঙ্গু, হিজরা, পতিতা, ধর্ষিতাদের পুনর্বাসনেরও কাজ করি টুকটাক।
আমি বললাম খুলে বলো কি বাধা। সার কথা, গ্রামের বাড়ি তার চাঁদপুর হাজিগঞ্জ। স্থানীয় আওয়ামীলীগের এমপির ভাই তাকে চাকুরী দেবার কথা বলে ঢাকায় এনে ধর্ষণ করে বাড়ির জমির কাগজপত্র কেড়ে নিয়েছে ওর মাকে ব্ল্যাকমেইল করে। বাবা না থাকায় প্রতিবাদ করার মতোও কোন অবস্থা নেই এমপির ভাইয়ের বিরুদ্ধে। এখন উক্ত ব্যক্তি মেয়েকে দিয়ে পতিতাবৃত্তি করাচ্ছে, এবং মেয়ে বুঝতে পেরেছে যে সে বাজে ভাবে ফেসে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কত টাকা দাবি করে সে কাগজের জন্য? "পাচ লাখ" বলেই কান্না করে দিলো মেয়েটি। আমি বললাম জানি না কতটুকু পারব তবে চেষ্টা করে দেখি তোমার মুক্তি সম্ভব কি না।
অত:পর, ওকে আর ওর জীবিত একমাত্র আত্নীয় মাকে সেফ জোনে রেখে আমি আমাদের পুনর্বাসন গ্রুপের সাইবার টিমকে জানালাম। তারা ফিশিং লিংক দিয়ে এমপির ভাইয়ের ৩ টা মোবাইল ও এমপির মোবাইল হ্যাক করে ফেলে। এমপির প্রকাশ্য ও গোপন মিলিয়ে একাধিক স্ত্রী/ এসকর্টের ভিডিও পাওয়া গেলো। এবং তার ১ম স্ত্রী, যাকে উইকিপিডিয়ায় একমাত্র স্ত্রী হিসেবে দেখানো হয়েছে তারও ভিডিও পাওয়া গেলো (!) এক যুবকের সঙ্গে!! তারমানে এমপি সাব স্ত্রীর পরকীয়ার বিষয়ে অবগত ছিলেন?!!!
ভাইয়ের ৩ টা ফোন!! ৩ টা ফোন মিলিয়ে জান লিখে কন্টাকে সেভ করা মেয়ের সংখ্যা ৭ টা, ভিন্ন ভিন্ন বানানে। কল লিস্ট অনুযায়ী বোঝা গেলো সে মোটামুটি ২ জনের সাথে লেট নাইট টক করে। সেই দুই মেয়ের ফোন ট্র‍্যাপ করে জানা গেলো তারা ইডেনের ছাত্রলীগের কর্মী(!) হোয়াট দ্য হেল!
এমপি, এমপির ভাই আর তার দুই "জান" এর ফোন থেকে ভিডিওই উদ্ধার হলো এক ডজন! ফোন তো নয় যেন গ্রীক পুরান। সেখানে জাহেলিয়াতের কি নেই!! ক্যাম সেক্স, মাস্টারবেশন, শেয়ারিং, বাইসেক্সুয়ালিটি, ফ্যান্টাসি, পলিপার্টনার সেক্স থেকে শুরু করে বিদেশি মদ আর সবজি ( গাজা) সেবন সবকিছু ফটো ও ভিডিও মজুদ করে রাখা। আসলেই অনেক উন্নয়ন(!) করেছে বাংলাদেশের ছাত্রীলীগের নেতাকর্মীরা, যেটা তারা সারাদিন বলে, উন্নয়ন উন্নয়ন। কুকর্ম করিস ভালো কথা, কিন্তু ভিডিও করার কি দরকার?
যাইহোক, কেচো খুড়তে কেউটে। সাইবার টিম রিভার্স ভয়েস চেঞ্জার ব্যবহার করে এমপির ভাইকে ফোন করে জমির দলিল চাইলো এবং ভবিষ্যতে এই মেয়ের সাথে যোগাযোগ বা কারা তার সাথে আছে এই বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করলেই লিংক ভাইরাল হবে তার সাথে তার একাধিক নিবেদিত কর্মীর, তার ভাইয়ের সাথে এসকর্টের, ভাবির সাথে অন্য ছাত্রলীগ কর্মীর ব্লা ব্লা ব্লা।
দলিল উদ্ধারের সাথে সাথে জমি বিক্রয় করে দিয়ে সেই টাকা ওর নামে একাউন্ট করে রেখে দিলাম এবং চাঁদপুরের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করা হল।
এখন মাকে মহিলা মাদ্রাসায় রান্নার কাজ দিয়েছি, বেতন ও পায়, মেয়ে পড়াশোনাও করে সেখানে। বিয়ের কথা বললেই বলে সে পুরুষ মানুষকে বিশ্বাস করে না। তাই কখনো বিয়ে করবে না।

কোটা আন্দোলনে সম্পৃক্ত থাকার দরুন বাসায় যাই নি ৩ দিন। রিমোট এরিয়ায় থেকে ছাত্রদের সাথে আছি সর্বক্ষণ। নেটওয়ার্ক বন্ধ থাকায় শুধু ফোনে ফোনে প্রচার হয়েছে মাদ্রাসায় যে আমার গুলি লেগেছে। কিন্তু কেমন অবস্থায় আছি তা জানার কোন উপায় মাধ্যম ছিল না ওর কাছে। মাদ্রাসায় ফোন এলাউড না সঙ্গত কারণে। আমার মিসেস ও আন্দোলনের কারণে মাদ্রাসায় যায় নি ৩ দিনে পুনর্বাসন বা অন্য খিদমত বিষয়ক কাজে।
শিক্ষার্থীদের সাথে রাস্তায় আছি। এমতাবস্থায় দূর থেকে বোরকা পরিহিতা একটা মেয়েকে দেখে মনে হল আমার শিক্ষার্থী। কিন্তু, ঠিক কে তা নিশ্চয়ন করতে পারলাম না। কয়েক সেকেন্ড পরে দেখি আরে এতো আমার সেই ছোটবোন। আমার দিকে তাকিয়ে কাদছে। "তুই এখানে কখন এলি?"
"ভাইয়া, আপনের কি গুলি লাগছে?"
"ভাবি কই?"
"বাবু কেমন আছে?"
"কোথায় গুলি লাকছে ভাইয়া?"
আমি কনুই উচু করে দেখালাম। নন মাহরাম হওয়ায় আমাকে ছোয়ার অনুমতি নেই তার, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার ব্যাকুলতা আমার আঘাত আমার ক্ষত সে দেখবেই।
"গুলি কনুই ছুয়ে বেড়িয়ে গেছে রে। কিছু হয় নি আমার" সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মোহাব্বত। সে আমার মোহব্বতে কাদছে। আমার সন্তান, স্ত্রীর নিরাপত্তার জন্য কাদছে, তার কয়েক গজ দূরেই সেনাবাহিনী বন্দুক তাক করে আছে, উচু ছাদে স্নাইপারের লেন্সে আছি আমরা, উপরে ইউনাইটেড ন্যাশনস এর হেলিকপ্টার উড়ছে, কিন্তু সে কাদছে তার ভাই, ভাবি, ভাতিজার জন্য।
"আমি সুস্থ আছি তুই মাদ্রাসায় ফিরে যা। গলির ভেতর দিয়ে যেতে পারবি? " সে মাথা নেড়ে অপারগতা জানালো" আমি ভাবলাম যেতে পারবে না। আমি বললাম,
"কাউকে দিয়ে এগিয়ে দিই?"
"ভাইয়া, আমি কালকেও আইলাম। আপনাকে খুইজ্যা পাই নাই তয় হ্যা গো আন্দোলন আমার ভালা লাকছে। আমি আন্দোলন করমু। ভাইয়া আমি বিয়া করমু। এই ছাত্রগোর লাহান চরিত্রর কাউরে আইনা দ্যান"
আমি ওর কথা শুনে হেসে ফেললাম। আসলেই তো। এই আন্দোলনের সাথে আমার যে শিক্ষার্থীরা আছে তারা যুগের শ্রেষ্ঠ সন্তান। সচ্চরিত্র। তারা নির্ভিক। নারীকে তারা সন্মান করে। জালিম পুলিশের মতো নয় যারা মেয়েদের সাথে শক্তি প্রদর্শন করে। নির্লজ্জ প্রধানমন্ত্রীর মতোও নয়, যে নারী হয়ে হুকুম দেয় অন্য নারীর শ্লীলতাহানির।
আমি ওকে নিয়ে গেলাম। আমার মেয়ে শিক্ষার্থীদের মাঝে। আমার কথা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যারা মাঠে আসেন নাই, চোখের সামনে মৃত্যু দেখছি তবুও আমাদের মধ্যে কোন ভয় কাজ করছে না। যেন আমরা কোন উৎসব করছি, যেন কোন ফেস্টিভাল, যেন কোন মৌসুম ফসলের।
রাত্রে ফিরে আসার সময় হাটছি আর ও আমাকে প্রশ্ন করছে,
"ভাইয়া,এই সাংবাদিক মিছা কথা কয় ক্যান?"
"কি বলেছে?"
"কয়, ছাত্ররা গুলি করছে। ছাত্ররা ট্যাংক পাইলো কই? হেলিকপ্টার পাইলো কই? কি দিয়া গুলি করল ছাত্ররা? সেই গুলি করার ভিডিও কই? আবার কয় হেলিকপ্টার দিয়া র‍্যাব পানি দিছে, পানি দিছস তো বালতি কই হেলিকপ্টারে? বন্দুক দিয়া পানি দেস তোরা?"
আসলেই তো, যেটা আমার এই নিরক্ষর বোন বুঝে সেটা সাংবাদিক কেন বুঝে না(!)?
" তুই আমাকে দেখতে আসছিলি, কিন্তু দেখার পর চলে গেলি না ক্যান রে?"
" জীবনে তো বহুত পাপ করছি ভাইজান, আজকে ইকটু নেক কাজে শরীক হইলাম। "
বুঝ আসার পর থেকে পতিতাবৃত্তি করা আমার এই বোনটা বুঝল শিক্ষার্থীদের উদ্দেশ্য নেক(!) কিন্তু দুই বারে ২১ বছর প্রধানমন্ত্রী থেকেও হাসিনা বুঝল না!!
ওর বাপ মুজিব বাকশাল বাহিনী দিয়ে নাকি যত মানুষ মারছিলো তাদের সংখ্যা মুক্তিযুদ্ধে নিহত হওয়া মানুষের চেয়েও বেশি! এজন্যই বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া!
এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলন 'নেক' আন্দোলন, এই আন্দোলন আমার নিরক্ষর বোনের আন্দোলন।

SHEZAN - Kotha Ko (কথা ক) - https://www.youtube.com/watch?v=7jGOYAuTHgoSAHAN - Rajakar ( রাজাকার )- https://www.youtube....
01/08/2024

SHEZAN - Kotha Ko (কথা ক) - https://www.youtube.com/watch?v=7jGOYAuTHgo

SAHAN - Rajakar ( রাজাকার )- https://www.youtube.com/watch?v=uydxBzTiw-8

Shadhinotar Gondho (স্বাধীনতার গন্ধ) - https://www.youtube.com/watch?v=cAdWDCAcnvA

Desh Kar? দেশ কার? - https://www.youtube.com/watch?v=L1lKdqI8434

FLAG BANG - গদি ছাড়/GODI CHAR- https://www.youtube.com/watch?v=J1Q6J9gRTlc

Tanz - Chatro (ছাত্র)- https://www.youtube.com/watch?v=ZfBFKivGC5o

SLOGAN (স্লোগান )- https://www.youtube.com/watch?v=Lv_mzuLKNQ0

স্বাধীনতা- https://www.youtube.com/watch?v=uRVKz9ko19E

AWAAZ UTHA (আওয়াজ উডা)- https://www.youtube.com/watch?v=snu-P9eVnzo

CHEF-IQ, BIHAN - BANGLA MA- https://www.youtube.com/watch?v=iX9MksMGVEI

Our Nation's history taught us about freedom of speech and to never back down against any odds. Hip Hop also teaches the same.We are not against any organiza...

26/05/2024

এক ব্যক্তি বিখ্যাত সুফি সাধক ইবরাহিম আদহামকে বললেন, ‘আমার খুব ইচ্ছা আপনি এই জুব্বাটা হাদিয়া হিসেবে গ্রহণ করুন।’

ইবরাহিম আদহাম বললেন, ‘তুমি যদি ধনী হও, তবে হাদিয়া গ্রহণ করতে পারি। আর যদি গরিব হও, তাহলে দুঃখ প্রকাশ করছি।’

লোকটি বললেন, ‘আমি অবশ্যই ধনী।’

ইবরাহিম আদহাম জিজ্ঞাসা করলেন, ‘তোমার কতটুকু সম্পদ আছে?’

লোকটি বললেন, ‘দুই হাজার দিনার (স্বর্ণমুদ্রা)।’

তিনি বললেন, ‘তুমি কি চাও না তোমার আরও দুই হাজার দিনার হোক?’

লোকটি বললেন, ‘তা অবশ্যই চাই।’

ইবরাহিম আদহাম বললেন, ‘তাহলে তো তুমি গরিব। আমি তোমার হাদিয়া নিতে পারি না।’
_________________

নবীজি (স) বলেন, ‘অনেক ধন-সম্পদ হলেই কেউ ধনী হয় না, আসল ধনী তিনিই—যার মন ধনী।’ (আল লু’লু ওয়াল মারজান, হাদিস নং ৬২৪)

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্যডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া আ...
21/05/2024

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য
ডকুমেন্ট?

➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।

➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।

❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?

উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।

❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?

উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?

উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন

এটি কারাকোরাম হাইওয়ে, পাকিস্তানকে চীনের সাথে সংযুক্ত করেছে যে সড়কটি! যা বিশ্বের সবচেয়ে উঁচু পাকা সড়কগুলির মধ্যে একটি!...
06/05/2024

এটি কারাকোরাম হাইওয়ে, পাকিস্তানকে চীনের সাথে সংযুক্ত করেছে যে সড়কটি! যা বিশ্বের সবচেয়ে উঁচু পাকা সড়কগুলির মধ্যে একটি! এই সড়কের সর্বোচ্চ স্থানের উচ্চতা ৪,৭১৪ মিটার!

এই সড়কটিকে প্রায়শই বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে উল্লেখ করা হয়।

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
04/05/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

খুব গুরুত্বপূর্ণ একটা টপিক!অবশ্যই পড়ার চেষ্টা করবেন.. ১৮০০/১৯০০ সালে দেশ দখল করে সম্পদ লুট করা হত, ইউরোপিয়ানরা এটা করেছে...
01/05/2024

খুব গুরুত্বপূর্ণ একটা টপিক!
অবশ্যই পড়ার চেষ্টা করবেন..

১৮০০/১৯০০ সালে দেশ দখল করে সম্পদ লুট করা হত, ইউরোপিয়ানরা এটা করেছে ।

এখন করা হয় অর্থনীতি লুট,
আমাদের দেশের প্রধান সম্পদ - কৃষি লুট হয়ে যাচ্ছে ।

এই যেমন ধরেন, আমাদের দেশের যত সবজি, সব বীজের জন্য আমরা দেশি বীজ ধ্বংস করে বিদেশী হাইব্রিড বীজের উপর নির্ভরশীল হয়ে গেছি ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তথ্য অনুযায়ী স্থানীয়ভাবে মাত্র ৭ শতাংশ বীজ উৎপাদিত হয়। বাকি ৯৩ শতাংশই আমদানি করতে হয়।

কিভাবে এটা হল ?
কেন হল ?

সবুজ বিপ্লবে নর্মান বর্লাগ গমের উপরে পরিক্ষা নিরিক্ষা করেন এবং সিলেক্টিভ মডেল এবং বায়োটেকনোলজি নিয়ে । যে জাত গুলো ফাঙ্গাস এবং রোগ প্রতিরোধি সেগুলোকে নিয়ে ফসল ফলানর চেস্টা করেন।

এটা এতই বেশি উতপাদন করা শুরু করে যে, ১৯৫৩ সালে শুরু করা প্রজেক্ট এর কারনে, মেক্সিকোর খাবারের সমাধান হবার পরেও তারা রফতানি করা শুরু করে ১৯৬৩ সালেই ।
এই সাফল্য পাকিস্তান এবং ইন্ডিয়াতেও প্রভাব ফেলে এবং এখানেও একই উপায়ে ফসল ফলানো শুরু হয় । পাকিস্তান ১৯৬৫ তে ৫ মিলিয়ন টনকে ১৯৭০ এ ৮ মিলিয়ন টনে নিয়ে যায় ।

এরপরে এটার বীজকে হাইব্রিড বীজ নাম দিয়ে এমন বীজ বাজারে নিয়ে আসা হয় যে বীজ একবার ফলন দেয়, কিন্তু সেই ফসলের বীজ আবার বুনলে তেমন বেশি ফলন হয় না ।

অতিরিক্ত বেশি উতপাদনের ফলে, চাষিরা বেশি লাভের আশায় বেশি পরিমানে এই ধরনের হাইব্রিড বীজ চাষাবাদ শুরু করে ।

আর, বিভিন্ন ন্যাটিভ বীজ গুলো সারা দুনিয়াতেই গুরুত্ব হারাতে থাকে ।
ফলে, বর্তমানে সারা দুনিয়াতেই পুজিবাদি কোম্পানিদের বীজের রাজত্ব ।

যেখানে আমাদের দেশের চাষিরা প্রতি ফলনের পরেই দেশী বীজ নিজেরাই সংরক্ষণ করতেন - এখন তেমনটা হয় না ।
এমনকি ধান বীজ পর্যন্ত চাষিরা বাজার থেকে কেনে ।

আমাদের দেশের ডলার সংকট চলছে খবরের কাগজে আমরা সবাই জানি ।
কোনভাবে যদি মাত্র ২ মাস বীজ আমদানি বন্ধ থাকে, তাহলে সামনের শীতের সিজনে কাচা মরিচের কেজি ১২০০ তেও পাবেন ?

ভিয়েতনাম যুদ্ধের সময়ে আমেরিকা একটা নতুন পলিসি নেয়, ফুড অ্যাজ আ ওয়েপন ।

তারা মাঠের পর মাঠ ফসল পুড়িয়ে দিত যেন ভিয়েতনামিজরা খাবার না পায় । এই পলিসি থেকেই আসে বর্তমানের ফুড পলিসি ।

আফ্রিকার আছে সবচে বেশি জমি অথচ সেখানের অনেক দেশেই মানুষ পুস্টিকর খাবার পায়না ।
ভারতীয় উপমহাদেশে আছে সবচে উর্বর জমি অথচ এখানে ৭০% শিশু পুস্টিকর খাবার পায়না ।

হাইব্রিড ফসল উতপাদন বাড়ায়, কিতু পুস্টি মান বিচারে তা ১০ গুণ কম পুস্টি দেয় । মনোক্রপ, যেখানে একটা ফসলই এক জমিতে ফলানো হয় সেখানে উতপাদন ত বাড়ে, কিন্তু এতে করে ফসলের সারের খরচ, কীটনাশক ব্যাহার এর খরচ যায় বেড়ে ।

আমরা ফসলে ইউরিয়া দেই যা নাইট্রোজেন দেয় মাটিতে, অথচ অইখানেই পলিক্রপ করলে, যেকোন ডাল জাতীয় কোন সবজি করলে সেটাই মাটিতে নাইট্রোজেন ফিক্স করে দিত ।
অথচ, ইউরিয়া দেয়ার কারনে পোকারা বেশী আসে ।

আমরা, সার দিয়ে খরচ বাড়াই, কীটনাশক দিয়ে খরচ আরো বাড়াই ।

এই বীজে তাদের উপর নির্ভরশীল আমরা, সেই ফসল যেন তাদেরই দেয়া কীটনাশক সহনশীল হয় সেটাই তারা তাদের ল্যাবে ডিজাইন করে আমাদের চাষীদের দেয় ।

এরপরে, তারা ট্রেনিং দেয়, বৃত্তি দেয়, তাদের তৈরি সিলেবাস আমাদের গেলায় - এবং এদের পক্ষে মিডীয়াও সাফাই গায় ।

আমরা পেট ভরে ত খাই, কিন্তু পুস্টি না পেয়ে পাই ক্যান্সার !

এরপরে তাদেরই বানানো ঔষধ খাই ।

এইসব সমস্যার সমাধান করবে কে ?
কে বিড়ালের মুখোশ পড়ে থাকা চিতাবাঘের সামনে গিয়ে লড়াই করবে ? !!

আমেরিকার কোনো চাষী যদি ভুট্টা বীজ সংরক্ষন করেন পরের সিজনে লাগানর জন্য - তবে তিনি সেই কোম্পানির বীজ রাখার দায়ে জেলে যাবেন এবং বিরাট অংকের অর্থ দন্ড দিতে বাধ্য থাকবেন ।

পেটেন্ট করা আছে, কেউ বীজ সংরক্ষণ করতে পারবে না ।
তাকে অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানির কাছে থেকেই বীজ কিনতে হবে ।

আমাদের বাজারের কোণ বীজের দোকানে আপনি দেশি বীজ পাবেন না । ব্যাক্তি পর্যায়ে দেশি জাতের সবজি বীজ প্রায় বিলুপ্ত ।

এই যে ৩২০০ কোটি টাকার বীজ আমদানি করতে হয় - এইভাবে লুট করা আমাদের বীজের বাজার ফিরে পাবার তেমন আর কোন উপায় নাই ।

কিছুই, না, ইন্দোনেশিয়া আর ভারত যদি আমাদের কাছে বীজ না পাঠায় - তবে পরের সীজনে দেশের ৭০% জমিতে ফসল ফলবে না ।

এই যে বীজের ব্যাবসা তাদের হাতে আমরা তুলে দিয়েছি - এটাকে তারা কিভাবে ব্যাবহার করবে ?
শুধুই কি ব্যাবসা হিসেবে নাকি অস্ত্র হিসেবে?

জমি ক্রয়ের পূর্বে ক্রেতাকে যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবেঃ১। ভূমির মালিকানা ও দখল সম্পর্কে নিশ্চিত হতে হবে।২। বিক্রেতা...
30/04/2024

জমি ক্রয়ের পূর্বে ক্রেতাকে যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবেঃ

১। ভূমির মালিকানা ও দখল সম্পর্কে নিশ্চিত হতে হবে।

২। বিক্রেতার SA ও BS রেকর্ডীয় মালিকের স্বত্ব আছে কিনা যাচাই করতে হবে।

৩। রেকর্ডে একাধিক নাম থাকলে বিক্রেতা অংশ মোতাবেক উক্ত জমি পায় কিনা যাচাই করতে হবে।

৪। বিক্রেতা খরিদ সূত্রে মালিক হয়ে থাকলে তার নামে বিক্রিত ভূমি নামজারী ও জমা খারিজ হয়েছে কিনা। বিক্রেতা যার কাছ থেকে খরিদ করেছিলেন সেই দলিল, তার বায়া দলিল, রেকর্ডের নাম পর্যন্ত মালিকানা তা যাচাই করে দেখতে হবে।

৫। বিক্রেতার দেখানো খতিয়ান/পর্চা, দলিল, বায়া দলিল সংশ্লিষ্ট কাগজপত্র ভূমি অফিসে রক্ষিত রেকর্ডপত্রের সাথে মিল আছে কিনা ভূমি অফিসে গিয়ে যাচাই করতে হবে।

৬। বিক্রেতা ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে রেজিস্ট্রিকৃত আপোষ বন্টননামা দলিল আছে কিনা যাচাই করতে হবে।

৭। বিক্রেতা হাল নাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন কিনা? ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থাকলে দাখিলা যাচাই করতে হবে।

৮। পিতার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রিত জমিতে অন্য ওয়ারিশগন প্রাপ্ত কিনা এবং দখল আছে কিনা যাচাই করে দেখতে হবে।

৯। বিক্রিত জমি বিক্রেতার দখলে আছে কিনা সরেজমিনে যাচাই করে দেখতে হবে।

১০। বড় ধরনের প্লটে জমি বিক্রি করলে বিক্রিত জমি কোন অংশে চৌহদ্দি উল্লেখ পূর্বক বিক্রিত জমি দখল চিহ্নিত করতে হবে।

১১। বিক্রিত জমিতে কোন সরকারি স্বার্থ জড়িত আছে কিনা যাচাই করতে হবে। যেমন-খাস, অর্পিত, পরিত্যক্ত, কোর্ট অফ ওয়ার্ড, ২৫ বিঘা, সিলিং বহির্ভূত, ওয়াকফ, দেবোত্তর অধিগ্রহণকৃত, কিনা ব্যাংক কর্তৃক ঋণ লওয়া আছে কিনা, বন্ধক দেওয়া আছে কিনা, সার্টিফিকেট মামলা, দেওয়ানী মামলা আছে কিনা ইত্যাদি যাচাই করতে হবে।

১২। বিক্রিত জমিতে যাতায়াতের কোন সরকারি বেসরকারি রাস্তা আছে কিনা যাচাই করতে হবে।

১৩। বিক্রিত জমি বিক্রির জন্য অন্য কাউকে আমমোক্তার বা এ্যাটর্নী নিয়োগ করা আছে কিনা যাচাই করতে হবে।

১৪। বিক্রিত জমি প্রতিবেশীদের সাথে বিরোধ আছে কিনা যাচাই করতে হবে।

১৫। বিক্রিত জমি বিক্রেতা ইতিপূর্বে অন্য কাহারো নিকট বিক্রি করেছেন কিনা যাচাই করতে হবে।

১৬। বিক্রিত দাগের ভূমি সংশ্লিষ্ট মৌজা ম্যাপের সাথে সরেজমিন সঠিক আছে কিনা যাচাই করতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when সালতানাতে বাঙ্গালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share