Biko IT Institute

Biko IT Institute BIKO IT Institute – A wing of BIKO ALL IN ONE, dedicated to shaping your digital future!

We offer expert-led training in Web Development, Graphic Design, Digital Marketing, AI Tools and more—empowering learners to grow with technology.

03/06/2025

Ai revolution with human

✅ লিংকডইনে জব খোঁজার ১১টি টেকনিকঃ বর্তমানে কোম্পানিগুলো জব সার্কুলার সরাসরি লিংকডইনে দই, কাজেই লিংকডইন প্রোফাইল থাকা এবং...
29/05/2025

✅ লিংকডইনে জব খোঁজার ১১টি টেকনিকঃ

বর্তমানে কোম্পানিগুলো জব সার্কুলার সরাসরি লিংকডইনে দই, কাজেই লিংকডইন প্রোফাইল থাকা এবং সেখান থেকে জব খোজা প্রফেশনালদের জন্য ভীষণ জরুরী। তো চলুন, ১০টা টেকনিক জেনে নেই।

১। প্রোফাইল অপ্টিমাইজ করুন (All-Star Level):
** প্রফেশনাল হেডলাইন, সুমারি, এক্সপেরিয়েন্স, স্কিলস, সার্টিফিকেট, এবং প্রজেক্টস সহ পুরো প্রোফাইল সাজান।
** আপনার প্রোফাইলে যেন কিওয়ার্ড থাকে যেগুলো রিক্রুটাররা সার্চ দেয় (যেমনঃ “Digital Marketing Specialist”, “Sales Manager”, “Java Developer”)।
(অলস্টার লিংকডইন প্রোফাইল মেকিং এর জন্যে, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন)

২। "ওপেন টু ওয়ার্ক" ট্যাগ চালু করুন:
** “Open to Work” অপশন চালু করে নির্দিষ্ট রোল ও লোকেশন দিন।
এটা হায়ারিং ম্যানেজারদের জানায় আপনি চাকরি খুঁজছেন।

৩। Job Alerts সেট করুন:
** LinkedIn এর “Jobs” সেকশন থেকে পছন্দের পদের জন্য Daily/Weekly Job Alert চালু করুন। এতে নিয়মিত নতুন জব পোস্টের নোটিফিকেশন পাবেন।

৪। রিক্রুটারদের ফলো করুন:
** বিভিন্ন কোম্পানির HR ও রিক্রুটারদের ফলো করুন যারা নিয়মিত জব পোস্ট করে। তাদের পোস্টে কমেন্ট করে নিজেকে দৃশ্যমান রাখুন।

৫। নেটওয়ার্ক তৈরি করুন:
** আপনার ইন্ডাস্ট্রির মানুষের সাথে কানেক্ট হোন।
** সাবেক কলিগ, ইউনিভার্সিটির বন্ধুবান্ধব, ও পেশাদারদের সাথে যোগাযোগ বাড়ান।

৬। নিয়মিত পোস্ট ও কমেন্ট করুন:
** জব রিলেটেড কনটেন্ট, নিজের স্কিলস, প্রজেক্ট, অথবা শিখার বিষয় শেয়ার করুন।
** Active থাকা মানে আপনি প্রফেশনালি সিরিয়াস — এটা রিক্রুটারদের কাছে ভালো ইম্প্রেশন তৈরি করে।

৭। প্রোফাইলে প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন নিয়ে আসুনঃ
** আপনাকে সবাই রেফার করছে, এটা রিক্রুটারের কাছে একটা সেরা ইম্প্রেশন ক্রিয়েট করবে। কাজেই যতো পারেন রেকমেন্ডেশন জোগাড় করুন। আপনার বস, কলিগ, কাস্টমার, টিম মেম্বার সবার থেকে রেকমেন্ডেশন নিন।

লিংকডইন রেকমেন্ডেশন রিক্রুটারের আস্থা বৃদ্ধি করে। আমাদের সিইও জনাব নিয়াজ আহমেদ এর লিংকডইন প্রোফাইলে গেলে দেখতে পাবেন, বাংলাদেশের প্রায় সকল আইকনিক কর্পোরেট ব্যক্তি প্রফেশনাল সিভি মেকিং এর জন্যে "কর্পোরেট আস্ক" কে রেফার করেছে। যা সবার ভিতর আস্থা তৈরি করে।

প্রোফাইল লিংক কমেন্টে সংযুক্ত করা হলো।

৮। Targeted Companies-এ Apply করুন:
** আগে থেকে ১০-২০টা কোম্পানি নির্বাচন করুন যেগুলোর সাথে আপনি কাজ করতে চান।
** তাদের LinkedIn পেজ ফলো করুন এবং নিয়মিত চাকরির খোঁজ নিন।

৯। লিংকডইন ফিচার্ড সেকশন ব্যবহার করুন:
** আপনার CV, প্রজেক্ট লিংক বা ভিডিও রেজুমে ফিচার্ড সেকশনে দিন যাতে কেউ প্রোফাইলে ঢুকলেই দেখতে পায়।

১০। Referral রিকোয়েস্ট করুন:
** আপনি যেই কোম্পানিতে চাকরি চান, সেখানে আপনার কোন কানেকশন থাকলে তাকে মেসেজ করে রেফারাল চেয়ে নিন। একটা রেফারাল অনেক সময় সরাসরি ইন্টারভিউতে নিয়ে যায়।

১১। Professional DM পাঠান (without begging):
রিক্রুটারদের বা Hiring Manager দের ইনবক্সে সংক্ষিপ্ত ও প্রফেশনাল ম্যাসেজ পাঠান আপনার ইচ্ছা ও যোগ্যতার বিষয়ে।
এক্সাম্পল:
"Hi [Name], I came across your profile and noticed you're hiring for [Position]. I have [X] years of experience in this domain and would love to contribute. May I share my CV with you?"
Bonus Tips:

সপ্তাহে ২-৩ বার লিংকডইনে অ্যাকটিভ থাকুন।
লিংকডইনের বিভিন্ন স্কিল টেস্ট আছে, সেগুলা দিতে পারেন।
জব খোজার জন্য প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারেন।

আপনি চাইলে আমি আপনাকে নিয়ে একটি কাস্টম লিংকডইন প্রোফাইল তৈরি করে দিতে পারি। আগ্রহী হলে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।

কিভাবে তোমার পিসির স্ক্রিন রেকর্ডিং করবে? প্রফেশনাল কাজের জন্য, অথবা কোন Instruction দেখানোর জন্য প্রায়ই আমাদের কম্পিউটা...
29/05/2025

কিভাবে তোমার পিসির স্ক্রিন রেকর্ডিং করবে?

প্রফেশনাল কাজের জন্য, অথবা কোন Instruction দেখানোর জন্য প্রায়ই আমাদের কম্পিউটার এর স্ক্রিন রেকর্ড করা লাগতে পারে। কিভাবে করবে সেটা ধাপে ধাপে দেখালামঃ-

১) Google এ OBS লিখে সার্চ করে এই সফটওয়ারটা ডাউনলোড করে সেটআপ করে ফেলো। OBS হলো Open Broadcaster Software এটা ফ্রি আর অনেক ভালো কাজ করে।

২) OBS ওপেন করো। নিচে Sources বক্সের (+) চিহ্ন ক্লিক করো, একটা মেনু খুলবে। Screen Capture ক্লিক করো, একটা মেনু খুলবে। এখন এই সোর্স এর একটা নাম দিয়ে Ok বাটনে ক্লিক করো, এরপরে মনিটর আর রেজোল্যুশন সিলেক্ট করে আবার Ok দাও। এখন তোমার মূল উইন্ডোতে তোমার স্ক্রিন দেখা যাবে।

৩) Start Recording বাটনে ক্লিক করে স্ক্রিন রেকর্ডিং শুরু করে দাও। এখন স্ক্রিনে যা করবে সব রেকর্ড হতে থাকবে। শেষ হয়ে গেলে End ক্লিক করে দিবে।

৪) স্ক্রিন রেকর্ডিং তোমার পিসির ভিডিও ফোল্ডারে সেভ হয়ে যাবে। Settings -> Output -> Recording থেকে কোথায় ফাইল সেভ হবে আর কোন ফরম্যাটে সেভ হবে সেটা সেট করে দিতে পারো।

এখন তোমার রেকর্ড করা ভিডিও দেখে নাও সব ঠিক মত হয়েছে কিনা। আমি মূল ভিডিও রেকর্ড করার আগে অল্প কিছু সময় রেকর্ড করে দেখে নেই যে আমার স্ক্রিন আর সাউন্ড ভালো আছে কিনা, এরপর শুরু করি।

ভিডিওটা এখন এডিটর দিয়ে এডিট করে, ইউটিউবে বা ড্রাইভে আপলোড করে শেয়ার করে ফেলো।

এরকম আরো টেক টিপস এর জন্য আমাকে ফলো করে দিও। কম্পিউটার এবং ডিজিটাল স্কিল ভিডিও আকারে হাতে কলমে শিখতে Biko IT Institute এ সাইন আপ করে ফেলো।

প্যাসিভ ইনকামের সোর্স যদি খুঁজেন, তাহলে এই লেখাটি আপনার জন্য! Passive income, SaaS business, Product Building—এই তিনটাই ...
28/05/2025

প্যাসিভ ইনকামের সোর্স যদি খুঁজেন, তাহলে এই লেখাটি আপনার জন্য!


Passive income, SaaS business, Product Building—এই তিনটাই পসিবল এখন একটা জায়গাতেই: AI Agent Development।


যারা কোডিং জানেন, আরো স্পেসিফিক্যালি বললে পাইথন প্রোগ্রামিং জানেন, ভালো প্রোডাক্ট/বিজনেস নলেজ আছে , তারা চাইলে একটা Niche সিলেক্ট করে দুর্দান্ত কিছু AI Agent ডেভেলপ করতে পারেন ।


তারপর এই AI Agent কে SAAS টুল হিসেবে সেল করতে পারেন ।
আরো অবাক করার বিষয় হচ্ছে, এই AI Agent সেল করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না । বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যারা কিনা এই AI Agent বেচা-কেনা করে!


আসুন আজকে সেই প্ল্যাটফর্ম গুলোর সাথেই পরিচিত হইঃ

Agent. ai — The Dedicated AI Agent Marketplace:
Agent-এর জন্য বানানো প্রথম দিককার মার্কেটপ্লেসগুলোর একটি।এখানে আপনি নিজের বানানো AI Agent সাবমিট করতে পারেন, যেমনঃ
"Customer Support AI Agent for Shopify Stores" । কোম্পানি ও ফাউন্ডাররা এখান থেকেই Agent কিনে নিচ্ছে বা সাবস্ক্রাইব করছে।


Gumroad / LemonSqueezy:
আপনার Agent যদি repeatable ও value-driven হয়, তাহলে Gumroad বা LemonSqueezy তে সাবস্ক্রিপশন মডেলে সেল করুন। "Resume Screening Agent", "Meeting Summary Bot"—এই ধরনের micro-tools এখানে দারুণ বিক্রি হয়।


Product Hunt:
আপনার Agent টা যদি কিছু ইউনিক কিছু করে, অর্থাৎ ইনোভেটিভ কিছু যা কিনা কোনো প্রবলেম সল্ভ করে দিবে, বা UI সহ একটা SaaS tool হয়, তাহলে Product Hunt এ লঞ্চ করে দিন।

একটা সফল লঞ্চ মানেই ১,০০০+ ইউজার, প্রথম revenue, আর প্রচুর ফিডব্যাক অন্য StartUp Founder এবং প্রোডাক্ট ম্যানেজার দের কাছ থেকে ।


AppSumo — SaaS Launch with Lifetime Deal:
আপনার Agent যদি ইউজার-রেডি SaaS tool হয়, তাহলে AppSumo তে Lifetime Deal দিয়ে লঞ্চ করুন।

একটা লঞ্চ দিয়েই হাজার হাজার ইউজার onboard হয়ে যেতে পারে।
অনেক SaaS কোম্পানির প্রথম ইনকাম AppSumo থেকেই এসেছে।


মনে রাখবেন,

AI Agent বানিয়ে শুধু GitHub-এ ফেলে রাখবেন না—Agent টা প্যাকেজ করুন, প্রোডাক্ট বানান, সেল করুন।

Agent দিয়ে SaaS বানানো মানে আপনি এখন শুধু কোডার না, আপনি একজন Founder।

আপনি যদি কোন কোন Niche সিলেক্ট করে, কিভাবে AI Agent ডেভেলপ করবেন তার উপর লার্নিং রিসোর্স পেতে,

তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন "AI Agent" - আপনার ইনবক্সে চলে যাবে লার্নিং রিসোর্স ।

28/05/2025

গুগল পে আগামী এক মাসের মধ্যেই বাংলাদেশে চালু হতে পারে। ❤️

Everything Ai. Everything Faster.
27/05/2025

Everything Ai. Everything Faster.

🚨 প্রতিদিন কাজে লাগে এমন ৫০+ মাইন্ড-ব্লোয়িং AI টুলস এর একটা বিশাল লিস্ট!এই টুলগুলো জানলে আপনি লেখালিখি, ডিজাইন, ভিডিও এড...
26/05/2025

🚨 প্রতিদিন কাজে লাগে এমন ৫০+ মাইন্ড-ব্লোয়িং AI টুলস এর একটা বিশাল লিস্ট!

এই টুলগুলো জানলে আপনি লেখালিখি, ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং—সব কাজেই BOSS হয়ে যাবেন! 😲

সেভ করে রাখেন, কাজে লাগবে প্রতিদিন! 🔥

🧠 Productivity & Writing:

📎 SEO ব্লগ, এআই প্রম্পটিং, ক্লায়েন্ট প্রজেক্ট, রিসার্চ কাজে এই টুলগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন:
1️⃣ ChatGPT
2️⃣ Notion AI
3️⃣ Grammarly
4️⃣ QuillBot
5️⃣ HyperWrite
6️⃣ CopyAI
7️⃣ Rytr
8️⃣ Jenni
9️⃣ Monica
🔟 WordStream

🧪 Research & Coding:

📎 কোডিং, ডাটা অ্যানালাইসিস, রিসার্চ এবং ক্লায়েন্ট রিপোর্টিংয়ের জন্য এই টুলগুলো মাস্ট:
1️⃣ Codeium
2️⃣ Phind
3️⃣ Clearscope
4️⃣ Bing AI
5️⃣ Perplexity
6️⃣ GitMind
7️⃣ Taskade
8️⃣ Mindgrasp
9️⃣ Replit
🔟 Gitfluence

🎨 Design & Branding:

📎 লোগো, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স তৈরি করতে নিচের AI টুলসগুলোকে কাজে লাগান:
1️⃣ Canva
2️⃣ Playground
3️⃣ Brandmark
4️⃣ LogoAI
5️⃣ MakeLogo
6️⃣ Designs.ai
7️⃣ Ideogram
8️⃣ Dribbble AI
9️⃣ Ballonnary
🔟 Framer

🎬 Video & Voice:

📎 ভিডিও বানানো, ভয়েসওভার, ভিডিও সাবটাইটেল বা ট্রান্সফরমেশনের জন্য সেরা টুলসগুলো:
1️⃣ HeyGen
2️⃣ Invideo
3️⃣ Fliki
4️⃣ Veed. io
5️⃣ Synthesys
6️⃣ Descript
7️⃣ Shuffll
8️⃣ Simplified
9️⃣ Durable
🔟 Imagica

📣 Marketing & Chatbot:
📎 মার্কেটিং কনটেন্ট, বিজ্ঞাপন, চ্যাটবট ও ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এগুলো একেকটা পাওয়ার টুল:

1️⃣ Chatbase
2️⃣ AdCreative
3️⃣ Semrush
4️⃣ Madgicx
5️⃣ Vidiq
6️⃣ Coze
7️⃣ ChatBot
8️⃣ Tldv
9️⃣ AdCopy
🔟 Plai

টেকনোলজির সর্বোত্তম ব্যবহার।জেনে নিন! মোবাইল ও পিসির জন্য ২০টি গোপন হ্যাক/ট্রিকস (যা সবাই জানে না!)১. Chrome://flags – গ...
25/05/2025

টেকনোলজির সর্বোত্তম ব্যবহার।
জেনে নিন! মোবাইল ও পিসির জন্য ২০টি গোপন হ্যাক/ট্রিকস (যা সবাই জানে না!)

১. Chrome://flags – গুগল ক্রোমের গোপন ফিচার আনলক করুন।
২. Airplane Mode Trick – মোবাইলে এয়ারপ্লেন মোড দিয়ে চার্জিং স্পিড বাড়ান।
৩. *Dial #06 # – আপনার ফোনের IMEI নাম্বার বের করুন।
৪. Use “Ctrl+Shift+T” – ব্রাউজারে বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফিরিয়ে আনুন।
৫. Google Lens – ক্যামেরা দিয়ে অজানা জিনিস চিনে নিন।
৬. Developer Option (Android) – গেম পারফরম্যান্স বাড়াতে GPU Rendering চালু করুন।
৭. Night Mode Browsing – সব ওয়েবসাইটে ডার্ক মোড চালু করুন "Dark Reader" এক্সটেনশন দিয়ে।
৮. Clipboard History (Windows + V) – আগে কপি করা সব কিছু দেখুন।
৯. Phone Battery Health Check – Android এ Dial # #4636 # #
১০. Typing Shortcut (Gboard) – নিজের শর্টকাট বানিয়ে টাইপিং ফাস্ট করুন।
১১. Safe Mode (Android) – সমস্যা হলে ফোনে সেফ মোডে চালু করে টেস্ট করুন।
১২. Web-Based Android Apps – “web.app” দিয়ে ফোনে স্পেস না নিয়ে অ্যাপ চালান।
১৩. Task Scheduler (Windows) – অটো সফটওয়্যার চালু বা বন্ধ করুন।
১৪. Google Find My Device – হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, লক বা মুছতে পারবেন।
১৫. Split Screen (Android) – একসাথে দুই অ্যাপ চালান।
১৬. Voice Access – ফোন বা পিসি কন্ট্রোল করুন কণ্ঠস্বর দিয়ে।
১৭. Dynamic Island for Android – iPhone-এর মত ডিজাইন চাইলে “dynamicSpot” অ্যাপ ব্যবহার করুন।
১৮. Built-in Screen Recorder (Android 11+ / Windows) – কোনো থার্ড-পার্টি ছাড়াই স্ক্রিন রেকর্ড করুন।
১৯. Zoom Anywhere (Accessibility) – স্ক্রিনে যে কোনো জায়গা জুম করুন, চোখের সমস্যার জন্য খুব কার্যকর।
২০. Google Activity – আপনি গুগলে কী করেছেন সব ট্র্যাক ও ম্যানেজ করুন: myactivity.google.com

আপনার মোবাইল বা পিসির কাজ আরও সহজ, স্মার্ট এবং ফাস্ট করতে এই টিপসগুলো দারুন কাজে আসবে।

14/05/2025

Add Block When Browsing Technique😉


14/05/2025

Shortcut Technique for Word🤔


13/05/2025

"Canva Master" Course – ডিজাইন শেখার সহজ উপায়!
আপনি কি গ্রাফিক ডিজাইন শিখতে চান কিন্তু জটিল সফটওয়্যারের ঝামেলায় যেতে চান না? তাহলে "Canva Master" Course টি আপনার জন্যই! এই কোর্সটি সম্পূর্ণ নতুন ও অভিজ্ঞ উভয় ডিজাইনারদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে আপনি সহজেই প্রফেশনাল লেভেলের ডিজাইন তৈরি করা শিখতে পারবেন।

✅ কোর্সে যা থাকছে:

➡️ Canva এর বেসিক থেকে অ্যাডভান্সড ফিচার ব্যবহারের কৌশল, লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেইল, প্রেজেন্টেশন এবং আরও অনেক কিছু ডিজাইন করা।

✅ কোর্স শেষে আপনি কি কি শিখতে পারবেন?

➡️ CV তৈরি করতে পারবেন।
➡️ প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন।
➡️ সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবেন।
➡️ বিভিন্ন থাম্বনেইল তৈরিসহ আরো অনেক কিছু...
➡️ এই কোর্স শেষে, আপনি নিজেই প্রফেশনাল ডিজাইনারের মতো ক্রিয়েটিভ ডিজাইন বানাতে পারবেন! তাই দেরি না করে এখনই এনরোল করুন এবং ডিজাইনের জগতে সাধারনদের থেকে এক ধাপ এগিয়ে যান!
→ কোর্সে জয়েন হতে ক্লিক করুন: https://www.bikoallinone.com/biko_educational_gallery/details/19/

Visit: www.bikoallinone.com
Play Store: Biko All In One

WhatsApp: 01620825232

Some Paid Services free alternatives
27/04/2025

Some Paid Services free alternatives

Address

Dhaka/Rajshahi Road
Rajshahi
6206

Alerts

Be the first to know and let us send you an email when Biko IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share