29/05/2025
✅ লিংকডইনে জব খোঁজার ১১টি টেকনিকঃ
বর্তমানে কোম্পানিগুলো জব সার্কুলার সরাসরি লিংকডইনে দই, কাজেই লিংকডইন প্রোফাইল থাকা এবং সেখান থেকে জব খোজা প্রফেশনালদের জন্য ভীষণ জরুরী। তো চলুন, ১০টা টেকনিক জেনে নেই।
১। প্রোফাইল অপ্টিমাইজ করুন (All-Star Level):
** প্রফেশনাল হেডলাইন, সুমারি, এক্সপেরিয়েন্স, স্কিলস, সার্টিফিকেট, এবং প্রজেক্টস সহ পুরো প্রোফাইল সাজান।
** আপনার প্রোফাইলে যেন কিওয়ার্ড থাকে যেগুলো রিক্রুটাররা সার্চ দেয় (যেমনঃ “Digital Marketing Specialist”, “Sales Manager”, “Java Developer”)।
(অলস্টার লিংকডইন প্রোফাইল মেকিং এর জন্যে, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন)
২। "ওপেন টু ওয়ার্ক" ট্যাগ চালু করুন:
** “Open to Work” অপশন চালু করে নির্দিষ্ট রোল ও লোকেশন দিন।
এটা হায়ারিং ম্যানেজারদের জানায় আপনি চাকরি খুঁজছেন।
৩। Job Alerts সেট করুন:
** LinkedIn এর “Jobs” সেকশন থেকে পছন্দের পদের জন্য Daily/Weekly Job Alert চালু করুন। এতে নিয়মিত নতুন জব পোস্টের নোটিফিকেশন পাবেন।
৪। রিক্রুটারদের ফলো করুন:
** বিভিন্ন কোম্পানির HR ও রিক্রুটারদের ফলো করুন যারা নিয়মিত জব পোস্ট করে। তাদের পোস্টে কমেন্ট করে নিজেকে দৃশ্যমান রাখুন।
৫। নেটওয়ার্ক তৈরি করুন:
** আপনার ইন্ডাস্ট্রির মানুষের সাথে কানেক্ট হোন।
** সাবেক কলিগ, ইউনিভার্সিটির বন্ধুবান্ধব, ও পেশাদারদের সাথে যোগাযোগ বাড়ান।
৬। নিয়মিত পোস্ট ও কমেন্ট করুন:
** জব রিলেটেড কনটেন্ট, নিজের স্কিলস, প্রজেক্ট, অথবা শিখার বিষয় শেয়ার করুন।
** Active থাকা মানে আপনি প্রফেশনালি সিরিয়াস — এটা রিক্রুটারদের কাছে ভালো ইম্প্রেশন তৈরি করে।
৭। প্রোফাইলে প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন নিয়ে আসুনঃ
** আপনাকে সবাই রেফার করছে, এটা রিক্রুটারের কাছে একটা সেরা ইম্প্রেশন ক্রিয়েট করবে। কাজেই যতো পারেন রেকমেন্ডেশন জোগাড় করুন। আপনার বস, কলিগ, কাস্টমার, টিম মেম্বার সবার থেকে রেকমেন্ডেশন নিন।
লিংকডইন রেকমেন্ডেশন রিক্রুটারের আস্থা বৃদ্ধি করে। আমাদের সিইও জনাব নিয়াজ আহমেদ এর লিংকডইন প্রোফাইলে গেলে দেখতে পাবেন, বাংলাদেশের প্রায় সকল আইকনিক কর্পোরেট ব্যক্তি প্রফেশনাল সিভি মেকিং এর জন্যে "কর্পোরেট আস্ক" কে রেফার করেছে। যা সবার ভিতর আস্থা তৈরি করে।
প্রোফাইল লিংক কমেন্টে সংযুক্ত করা হলো।
৮। Targeted Companies-এ Apply করুন:
** আগে থেকে ১০-২০টা কোম্পানি নির্বাচন করুন যেগুলোর সাথে আপনি কাজ করতে চান।
** তাদের LinkedIn পেজ ফলো করুন এবং নিয়মিত চাকরির খোঁজ নিন।
৯। লিংকডইন ফিচার্ড সেকশন ব্যবহার করুন:
** আপনার CV, প্রজেক্ট লিংক বা ভিডিও রেজুমে ফিচার্ড সেকশনে দিন যাতে কেউ প্রোফাইলে ঢুকলেই দেখতে পায়।
১০। Referral রিকোয়েস্ট করুন:
** আপনি যেই কোম্পানিতে চাকরি চান, সেখানে আপনার কোন কানেকশন থাকলে তাকে মেসেজ করে রেফারাল চেয়ে নিন। একটা রেফারাল অনেক সময় সরাসরি ইন্টারভিউতে নিয়ে যায়।
১১। Professional DM পাঠান (without begging):
রিক্রুটারদের বা Hiring Manager দের ইনবক্সে সংক্ষিপ্ত ও প্রফেশনাল ম্যাসেজ পাঠান আপনার ইচ্ছা ও যোগ্যতার বিষয়ে।
এক্সাম্পল:
"Hi [Name], I came across your profile and noticed you're hiring for [Position]. I have [X] years of experience in this domain and would love to contribute. May I share my CV with you?"
Bonus Tips:
সপ্তাহে ২-৩ বার লিংকডইনে অ্যাকটিভ থাকুন।
লিংকডইনের বিভিন্ন স্কিল টেস্ট আছে, সেগুলা দিতে পারেন।
জব খোজার জন্য প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারেন।
আপনি চাইলে আমি আপনাকে নিয়ে একটি কাস্টম লিংকডইন প্রোফাইল তৈরি করে দিতে পারি। আগ্রহী হলে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।