Sagor Ahmed

Sagor Ahmed এই আমি'ই চালাক-চতুর,এই আমি'ই বোকা!
এই আমিইই ভিষণ মিশুক, এই আমি'ইই একরোখা!�

16/10/2024

জীবন হবে কাকের মত, এ শহর থেকে ও শহরে, কিংবা শহর ছেড়ে দূরে-বহুদূর! বড় হয়ে উঠা, চাকরি-বাকরি, বিয়ে, বাচ্চাকাচ্চার যন্ত্রণা, এরপর মরে যাওয়া-

এসব কিছুই না,জীবন হবে, হুট করে হারিয়ে যাওয়া, কাওকে কিছু না জানিয়ে চলে যাওয়া, সভ্যতা ছেড়ে দূরে আরো বহুদূর!

15/09/2024

পায়ের তলার মাটি অটুট থাকার মতো সরল হওয়া উচিত আমাদের!

24/04/2024

মনে করো আমার কোনো অসুখ নেই
যা আছে তা কেবল তোমাকে না দেখার অসুখ!

18/03/2024

যেটুকু দুঃখ নিয়ে একজন আত্মহত্যা করে নিলো, তার চেয়ে দ্বিগুণ দুঃখ নিয়ে ও
আত্মহত্যার মতো এতটুকু সাহস সঞ্চয় করতে না পারার দুঃখ ও কম না!

17/02/2024

আমরা মানুষ'রা খুব আদর প্রিয় -
আমরা প্রায়শই কারণে অকারণে আমাদের পছন্দের মানুষদের টেনশন দেই।
আমাদের ছোট ছোট সমস্যা, ভালো লাগা,খারাপ লাগা,অসুস্থতা প্রায় সব কিছুই বলে ফেলি তাদের কাছে।
এতে যে আমাদেরও খুব একটা দোষ আছে এমন কিন্তু নাহ,ওই যে বললাম আমরা আদর প্রিয়, পছন্দের মানুষকে অসুস্থতা, অস্থিরতার কথা বলবো তারাও আমাদের জন্য মায়া করবে,ভালোবাসা দেখাবে,চিন্তা করবে এই ব্যাপার গুলা আমাদের খুব শান্তি দেয়,নিজের জন্য পছন্দের মানুষদের কাছ থেকে অস্থিরতা দেখতে ভালো লাগে!🌸

07/02/2024

-তোমার সাথে আর কিছুক্ষণ থাকি?দু-চার মিনিট খুব বেশি না। আমি ঘর পালানো পাখির মতো ইতস্তত এদিক-সেদিক।

কোথায় যাবো! আর কিছুক্ষণ থাকি?

15/10/2023

আমাদের একটা হালকা নীল রঙা বেলকনি হোক। বেলকনির এক কোণে থাকবে একটা ইজি চেয়ার। গ্রিল ধরে না হয় বেড়ে উঠবে নীল অপরাজিতা, সাথে কিছু লতানো গাছ। বয়সের ভারে যখন আমরা দু'জনেই ক্লান্ত প্রায়, ঠিক সে সময় না হয় বেলকনির এক কোণে রাখা ইজি চেয়ারটাতে বসে জিরিয়ে নিবো কিছুক্ষণ। রোজ চা খেতে খেতে খবরের কাগজ হাতে তুমি যখন বেলকনিতে বসে সকাল দেখবে, আমি ঠিক তোমার মুখোমুখি বসে তোমাকে দেখবো। মাথার চুলে সাদার আচ পড়েছে, চুলে কিছুটা পাক ধরেছে তোমার। হাতের চামড়াও কেমন কুঁচকে গিয়েছে। আমি তখন তোমার হাতের উপর আমার হাতটা রেখে বলবো, "ভালোবাসো আমায়?" আচ্ছা তুমি কি তখনও খবরের কাগজে মুখ গুঁজে থাকবে! নাকি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলবে, "এই বয়সেও ছেড়ে যাওয়ার ভয়?"

06/10/2023

তোমার মনে অসুখ হয় নাহ?
আমাকে শোনার অসুখ!

লেখাঃ Sagor Ahmed
কন্ঠেঃ Sagor Ahmed
মিউজিকঃ Creative Commons
(Use headphones for better Sound Quality. 🖤)

19/09/2023

তুমি কি আসবে?!
লেখা: Sagor Ahmed
কন্ঠে: Sagor Ahmed
headphone

14/09/2023

আপনি যেন কেমন!!
লেখা:সালমান হাবীব
কণ্ঠে:সাগর আহমেদ

02/09/2023

প্রিয়,
অদৃশ্য এক নীল চিরকুটে বলেছি তুমি আসলে কার মতো? রবীন্দ্রনাথের লাবন্য নাকি সমরেশের দীপাবলি? নাকি হুমায়ূন আহমেদের মৃন্ময়ী?

তুমি লাবন্য, দীপাবলি কিংবা মৃন্ময়ী নও। তুমি আমার সাদামাটা ভালোবাসার সুহাসীনি🌸

25/08/2023

ভালোবেসে থেকে গিয়ে মরে যাওয়াটা—
এক অদ্ভুত অসুখ।
তুমি যখন প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব খুঁজতে ব্যস্ত,
ততক্ষণে আমি বেহিসাবেই ভালোবেসে মরেছি!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share