15/06/2023
জীবনকে শূন্য থেকে Restart করতে পারাটা মানুষের সবথেকে বড় যোগ্যতা!
শূন্যকে ভালোবাসতে শিখো, ভয় পেয়োনা। শূন্য তোমার জীবনের পথে চৌরাস্তার মোড়। শূন্য তোমাকে যেকোনো জায়গায় নিয়ে যাবার হাতছানি দেয়।
শূন্য থেকে শুরু করা কোনো অভিশাপ না বরং জীবনকে নতুনভাবে চেনার সুযোগ করে দেয়। তোমার এতদিনের সকল পরিশ্রম থেকে মনে হতে পারে তুমি কিছুই পাওনি, আসলে এটা ভুল। পরিশ্রমের বিনিময় কেউ সাথে সাথে পায়, কেউ পাবে আবার অনেকদিন পর, অনেক বড় করে। যারা একবারেই কোথাও চান্স পাবেনা, তারা স্কিল বেসড কাজ করো, যা মন চায় সেটাতেই আগাও, দেখবা তুমি সাফল্য অর্জনের এক নতুন Genre/Path তৈরি করে ফেলেছো।
The Game must go on. The pain will fade away with time. This pain is here to make you stronger. So that you can tolerate more & achieve more. You just have to restart your life, my friend ❤️
০ থেকেই সবকিছুর সৃষ্টি। বারবার শূন্যে ফিরে এসে আবার শূন্যের আগে একের পর এক সংখ্যা জুড়ে দিয়ে বিশালাকার সংখ্যা সৃষ্টি করতে পারাটাই অর্জন। হেরে যাওয়া সার্থকতা নয়। হেরে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে জিততে পারাটাই সার্থকতা।
© Numeri Sattar Apar