28/10/2025
জামায়াতের মুনাফেকির গল্প:
কিছুদিন আগেও এই জামাতিরা বলতো ,
বিএনপি হেডম থাকলে জামাতের মত ইসলামি ব্যাংক,আল-আরাফাহ ইসলামি ব্যাংক, ইবনে সিনা হাসপাতালের মত প্রতিষ্ঠান গড়ে দেখাক!
৫ আগষ্ট ২০২৪ পরবর্তী ইসলামি ব্যাংকের দখল নিয়ে জামাতের আমির কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন "দখল নয়,ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে"
আজ যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো, নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ রাখবার জন্য এই প্রতিষ্ঠানগুলোর জনবলকে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে দূরে রাখা হোক!
তখন জামাতের পক্ষ থেকে দাবী করা হচ্ছে, ইসলামি ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল এসব হলো সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান! জামাতের সাথে নাকি এদের কোন সংশ্লিষ্টতা নাই!
জামাত মুনাফেকিকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে!
আগে স্বার্থ হাসিলের জন্য মানুষকে বানাতো সাধারণ শিক্ষার্থী, তাওহীদি জনতা।
আর এখন তাদের জড় পদার্থ ও ব্যাংক-হাসপাতালকে সাধারণ শিক্ষার্থী এবং তাওহীদি জনতা বানায়া ফেলতেছে।
© Collected