
12/04/2025
ইয়াফি
আমার প্রথম সন্তান!🌸💙
যাকে পেয়ে আমি প্রথম মা হয়েছি!🥰
যে মুহূর্তে তোমার হৃদস্পন্দন প্রথমবার শুনেছিলাম, আমার পৃথিবী এমনভাবে বদলে গিয়েছিল যা আমি কখনও কল্পনাও করিনি। তুমি আমাকে শিখিয়েছ সেই শক্তি, যা আমার ছিল বলে জানতাম না; সেই ধৈর্য, যা আমার প্রয়োজন হবে বুঝিনি; এবং এক গভীর ভালোবাসা, যা আমার পুরো অস্তিত্বকে নতুনভাবে গড়ে তুলেছে।
তোমার সঙ্গে আমি সবকিছুর প্রথম স্বাদ পেয়েছি— তোমার প্রথম কান্না, তোমার হাসি, তোমার ছোট্ট লাথি আর সেইসব দীর্ঘ, নিদ্রাহীন রাত, যা এক অদ্ভুত মায়াবী অনুভূতি এনে দিত। এবং এক অবিস্মরণীয় মুহূর্তে আমি বুঝতে পারলাম, তোমাকে সারাজীবন সীমাহীন ভালোবাসব।
জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, তুমি সবসময় এই আশ্চর্য যাত্রার শুরু। তুমি আমাকে নিখাদ ভালোবাসার অর্থ শিখিয়েছ। তুমি আমাকে মা হতে শিখিয়েছ। আর এজন্য আমি তোমাকে চিরকাল ভালোবাসব এবং আগলে রাখব🤱
CP