মহেশখালী পৌরসভা যুব বিভাগ

  • Home
  • মহেশখালী পৌরসভা যুব বিভাগ

মহেশখালী পৌরসভা যুব বিভাগ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মহেশখালী পৌরসভা যুব বিভাগ, Media, .

21/10/2025

মিথ্যা কথা না বলে সত্য কথা বলছে
আলমগীর ফরিদের কর্মী সভায় এই বক্তব্য দেন
বিএনপি নেতা মোস্তফা

21/10/2025

তারুণ্যের প্রথম ভোট হোক দাঁড়িপাল্লা মার্কায়

প্রতিবার মা'ইর খাওয়ার পর শিবির যা বলে:(১) কারো উস্কানিতে পা দেই নি।(২) কাজী নজরুল ইসলাম এর উক্তি মে'রে দেই।(৩) আমাদের উদ...
19/10/2025

প্রতিবার মা'ইর খাওয়ার পর শিবির যা বলে:

(১) কারো উস্কানিতে পা দেই নি।

(২) কাজী নজরুল ইসলাম এর উক্তি মে'রে দেই।

(৩) আমাদের উদারতাকে দূর্বলতা ভাববেন না।

(৪) আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি।

(৫) ছাএদল নেতা ক্ষমা চেয়েছে? আলহামদুলিল্লাহ এমন ছাএদলই দেখতে চেয়েছিলাম।

(৬) আপনাদের পরিণতিও ছাত্রলীগের মত হবে।

(৭) আমাদেরকে হ*ত্যাযোগ্য করা হচ্ছে😭

(৮) ক্ষমা উত্তম প্র*তিশোধ

(৯) সব কিছু মনে রাখা হবে

(১০) যত ঝরবে র'ক্ত, শিবির হবে শক্ত

10/10/2025

সমুদ্রপথে ইতালি পৌঁছানো অভিবাসীদের তালিকায় এবছর শীর্ষে বাংলাদেশ। ২০২৫ সালের ১০ মাসে ১৫,৪৭৬ জন বাংলাদেশি অবৈধ পথে ইতালি পৌঁছেছেন। - স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি

ইসলামি আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম হাফি. কে কুরআন অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ দেয়া হয়েছে...
09/10/2025

ইসলামি আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম হাফি. কে কুরআন অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ দেয়া হয়েছে।

আমি শায়েখের বক্তব্য শুনলাম। একদম স্পষ্ট বক্তব্য তার। কোন গোঁজামিল নেই।

কারো পক্ষেই শুধু কুরআনুল কারিম পড়ে বা বুঝে আমল করা সম্ভব নয়। কুরআনের আমল করতে হলে রাসুলের সুন্নাহ বা হাদিস লাগবে।

তিনি কিছু উদাহরণও দিয়েছেন। তার বক্তব্যে ভুল বুঝা বা কুরআন অবমাননার কিছু খুঁজে পাওয়া যাবে না।

আমি মনে করি যারা নোটিশ দিচ্ছে তারা সব ইসলামী দলকে এমন এমন করে একএক সময় নোটিশ দিবে, যেমন দিয়েছিল জামায়াতের নেতাদেরও,
ইসলাম অবমাননার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছি। যদি আমরা এমন নোটিশ এর ব্যাপারে সোচ্চার না হই এরা আমাদের অনেক ক্ষতি করে ছাড়বে।

আলেম ওলামা বা ইসলামী সবাইকে আহবান জানাচ্ছি এখনো সময় আছে ঐক্যবদ্ধ হন।

ফতোয়া এবং আক্বিদার বিভক্তি ভুলে একজন আরেক জনকে একদল আরেক দলকে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করুন। শত্রু বা প্রতিদ্বন্দ্বী ভাবা বন্ধ করুন।

আল্লাহ আমাদের হেফাজত করুন।

🗳️ পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দাঁড়ি পাল্লা প্রতীকের গণসংযোগে জনতার ঢল– উন্নয়ন, সেবা ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের অঙ্গীকারআসন্...
07/10/2025

🗳️ পৌরসভার ০৮ নং ওয়ার্ডে দাঁড়ি পাল্লা প্রতীকের গণসংযোগে জনতার ঢল

– উন্নয়ন, সেবা ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের অঙ্গীকার

আসন্ন পৌরসভা নির্বাচনে ০৮ নং ওয়ার্ডে দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই প্রার্থী ও কর্মীরা একে একে বাড়ি বাড়ি, দোকানপাট, হাটবাজার ও জনবহুল এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অংশ নেন এলাকার তরুণ সমাজ, প্রবীণ নাগরিক, ব্যবসায়ী, নারী ভোটারসহ নানা শ্রেণিপেশার মানুষ। সবার মুখে ছিল একটাই স্লোগান —

“ন্যায় ও উন্নয়নের প্রতীক, দাঁড়ি পাল্লা চায়

জনগণ।”

27/09/2025
19/09/2025

দাঁড়ি পাল্লা ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লা

06/09/2025

রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলোর আশা,
রাসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
মিলাদ হোক বিশ্বাস,সিরাত হোক কর্ম।

02/09/2025

সারাবিশ্বে ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টিই P.R পদ্ধতিতে নির্বাচন করে। দুর্ভাগ্য আমাদের দেশের বড় বড় নেতারাই নাকি P.R বুঝেনা😭

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশখালী পৌরসভা যুব বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share