東森直播(憲哥專場)

東森直播(憲哥專場) বিশ্বের সব খবর সব সময়

Engineer and IEB Membershipপ্রথমত: IEB Membership না থাকলে নামের আগে Engineer শব্দ ব্যবহার করতে পারবেন না। IEB Membershi...
31/08/2025

Engineer and IEB Membership
প্রথমত: IEB Membership না থাকলে নামের আগে Engineer শব্দ ব্যবহার করতে পারবেন না। IEB Membership শুধুমাত্র বাংলাদেশের ১২ টি University এর সকল Disciplines কে দিয়ে রেখেছে। এসকল University থেকে যারা পাস করবে শুধু তারা IEB এর Membership পাবে এবং নামের আগে Engineer শব্দটি ব্যবহার করতে পারবে। অর্থাৎ তারাই Engineer। আমার প্রশ্ন অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে কিংবা যে সকল বিশ্ববিদ্যালয় এর B.Sc. in Engineering এর Subject আছে তারা কেন IEB এর Membership পাবে না? University Grants Commission (UGC) এর অনুমোদন এর পরইতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো Engineering Subject খুলেছেন? না বিশ্ববিদ্যালয়ের নিজের ইচ্ছামত Engineering Subject খোলা যায়? ধরুন CUET এর একজন CE এর ছাত্র 2.75 CGPA পেয়ে পাস করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন CE এর ছাত্র 3.85 CGPA নিয়ে পাস করেছে। ভালো রেজাল্ট করার পরেও ২য় জন Engineer না, কারণ IEB তাকে Membership দেয় না। কিন্তু সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে Engineering Faculty এর Engineering Subject হতে পাস করেছেন। এটা কি বৈষম্য নয়? IEB Membership দিবে প্রতিষ্ঠান দেখে না ছাত্রের মেধা দেখে। কিন্তু IEB তো কোঠা System চালু রেখে শুধুমাত্র ১২ টি বিশ্ববিদ্যালয়কে Membership প্রদান করেন। এটাই সবচেয়ে বড় ধরণের বৈষম্য।
দিতীয়ত: IEB Membership কি একবার নিলে তা সারাজীবন ধরে চালানো যাবে? ধরুন একজন IEB Membership ধারী Engineer BCS প্রশাসন ক্যাডার এ যোগদান করেছেন। ২০-২৫ বছর পরে তিনি সচিব কিংবা সিনিয়র সচিব। অবসর যেয়ে ৩০-৩২ বছর পরে কি তিনি Engineering Practice করতে পারবে? নিশ্চয় না। কারণ এতদিনে ইঞ্জিনিয়ারিং টার্ম এর অনেককিছুই সে ভূলে যাবে। তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলা হলেও Engineering Practice এর ক্ষেত্রে সে গ্রহণযোগ্য নয়। কিন্তু IEB তাকে Membership দিয়ে রেখেছে।
তৃতীয়ত: বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো University Grants Commission (UGC) এর অনুমোদন ব্যতিত হয় না এবং তাদের একটা Criteria থাকে। UGC Criteria গুলো Fulfill করলে Engineering Subject অনুমোদন পাই। তাহলে সরকার বিশ্ববিদ্যালয় এর অনুমোদন দিলো Engineering Subject এর অনুমোদন দিলো কিন্তু Engineering স্বীকৃতি দিলো না কেন? তর্কের খাতিরে ধরে নিলাম IEB সেসকল Criteria দেয় বেসরকারী অনেক বিশ্ববিদ্যালয় তার মধ্যে পড়ে না। তাহলে UGC স্বীকৃতি দেয় কিভাবে? তার মানে UGC এবং IEB এর Criteria এর মধ্যে বিস্তর ফারাক আছে। IEB এর Criteria মোতাবেক যদি কোন বিশ্ববিদ্যালয় না পড়ে তাহলে UGC হতে Engineering Subject অনুমোদন সঠিক হয়নি। কিন্তু Commission হতে Institution কখনো বড় না। তাই UGC এর মতো করে Institution এর Criteria ঠিক করা উচিৎ ছিলো কিংবা উভয় সমন্বয় করার প্রয়োজন ছিলো। কিন্তু আপনারা তা না করে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো Subject দিয়েছেন B.Sc. in Engineering কিন্তু পাস করা ছাত্র/ছাত্রী Engineer না। এটা ছাত্র/ছাত্রীদের সাথে বড় ধরণের প্রতারণা করা হচ্ছে। এটাও এক ধরণের বৈষম্য।
আমার ব্যক্তিগত অভিমত : Institution of Engineers এর সদস্য হলেই B.Sc. in Engineering ডিগ্রীধারী Engineer শব্দটি ব্যবহার করতে পারবেন। সেটাও মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় নামক কোন কোঠার মাধ্যমে নয়। সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি B.Sc. in Engineering ডিগ্রীধারী একটি পরীক্ষার মাধ্যমে তার মেধার মূল্যায়ন করে IEB সদস্যপদ দিতে হবে এবং পরীক্ষাগুলো হতে হবে সরকারী কর্ম-কমিশন এর মত তৃতীয় কোন পক্ষের মাধ্যমে। যেহেতু Engineering একটি Professional ডিগ্রী সুতরায় প্রকৃত মেধার মূল্যায়নের জন্য প্রতি ২ বছরের জন্য সদস্যপদ পাবে। নবায়নের জন্য পরীক্ষার মাধমে নবায়নের সুযোগ থাকবে। এগুলো যদি করা না হয় তাহলে কোঠা নামক ঘাতকের কাছে আজীবন ছাত্র/ছাত্রীরা জীম্মি থাকবে। প্রকৃত মেধাবীরা কখনোই তাদের মেধার মূল্যায়ন পাবে না।

Address

Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when 東森直播(憲哥專場) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

আমাদের কার্যক্রমঃ

বাংলা সকল টিভি চ্যানেলের প্রচারিত সংবাদ তাৎক্ষণিক ফেসবুকে প্রচার করা।