Abhijit De

Abhijit De Jai Hind, Vande Mataram!

I’m Abhijit De 🌟
Passionate about AI, technology, and learning new skills. 🎯
Content Creator | Business Enthusiast | Exploring Freelancing & Online Earning 🚀

👉 Learn, grow, and create the life you dream of.

অবশেষে দেশীয় ভাবে তৈরি একটা Appas ব্যাবহার করে ভালো লাগলো। Arattai Messenger এ  Whataspp মতো সব ধরনের ফিচার আছে আবার পক...
03/10/2025

অবশেষে দেশীয় ভাবে তৈরি একটা Appas ব্যাবহার করে ভালো লাগলো। Arattai Messenger এ Whataspp মতো সব ধরনের ফিচার আছে আবার পকেট Space বলে একটা অপশন আছে। ভিডিও কল অডিও কলের সুবিধা আছে,মিটিং করা অপশন আছে,
যদি এটা প্রতিটা ভারতীয় সাপোর্ট করে তাহলে আমার মতে অল্প দিনেই এটা গ্লোবাল লেভেলে টেক জায়েন্ট দের সাথে পাল্লা দেবে এটা আমি মনে করি। এটা এখন ইনস্টল করেছি ভালোই লেগেছে। সহজ সরল কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। মেক ইন ইন্ডিয়া,দেশীয় প্লাটফর্ম আমার কাছে গুরুত্বপূর্ণ কারন অন্য দেশের প্লাটফর্ম আমরা ব্যাবহার করছি ঠিক যদি ওরা এটা বন্ধ করে দেয় তখন আমরা তো পুরো অকেজো হয়ে পরবো তাই না। যাই হোক দেশীয় ভাবে তৈরি জিনিস যদি গ্লোবাল ভাবে সফল হয় একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরাই সবচেয়ে খুশি হবো। জয় হিন্দ,জয় ভারতবর্ষ। ✅✅✅✅❤❤❤❤

22/09/2025

China’s Economic Miracle: How China Became So Powerful? চীন যেভাবে বিশ্বের কারখানা হয়ে উঠল


---------------------------------------
➤ REMEMBER:
✔ Like = Value
✔ Comment = Improve
✔ Subscribe = More videos
---------------------------------------
🏴‍☠️Disclaimer -

🚩This video is for educational purposes only. Under Section 107 of the Copyright Act 1976, allowances are provided for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is permitted by copyright law that may otherwise be infringed. Nonprofit, educational, or personal use tips strike a balance between fair use.
---------------------------------------

🚨🔥 Apple এবার এমন কিছু বানাচ্ছে, যা Google-এর রাতের ঘুম কেড়ে নিতে পারে!Get ready for "World Knowledge Answers" – Apple-...
09/09/2025

🚨🔥 Apple এবার এমন কিছু বানাচ্ছে, যা Google-এর রাতের ঘুম কেড়ে নিতে পারে!
Get ready for "World Knowledge Answers" – Apple-এর একেবারে নতুন AI-powered সার্চ ইঞ্জিন, যা আসছে Spring 2026-এ Siri-র এক massive overhaul হিসেবে।

🌟 নতুন Siri-তে কী থাকছে?

1️⃣ Conversational Summaries
এখনকার মতো শুধু ১০টা ব্লু লিঙ্ক নয়। তুমি প্রশ্ন করলে Siri তোমাকে দেবে গোছানো, পূর্ণাঙ্গ উত্তর – একেবারে রেডি সারসংক্ষেপ!

2️⃣ Multimodal Answers
শুধু টেক্সট নয়, উত্তর পাবে ছবি, ভিডিও, এমনকি তোমার এলাকার লোকাল রেজাল্টসহ। মানে একটা টপিক নিয়ে যা যা দরকার, সব একসাথে!

3️⃣ Super Accurate
এটা বানানো হচ্ছে Large Language Models (LLM) দিয়ে। তাই উত্তর হবে আগের চেয়ে অনেক বেশি নির্ভুল আর কাজের।

😮 আসল টুইস্ট কোথায়?

Apple এই AI বানাতে সাহায্য নিচ্ছে Google-এরই Gemini AI-এর! ভাবো তো—নিজের প্রতিদ্বন্দ্বীর টেকনোলজি ব্যবহার করেই তাকে হারানোর খেলা খেলছে Apple।

📲 এতে আমাদের কী বদলাবে?

🔹 iPhone-এ সার্চ করার অভিজ্ঞতাই পুরো পাল্টে যাবে।
🔹 শুধু Siri নয়, এটা Safari আর Spotlight-এও ইন্টিগ্রেট হবে।
🔹 অনলাইন ব্যবসা ও ব্র্যান্ডের জন্য আসছে বড় wake-up call।

👉 SEO is about to change forever!
এখন Google-এ #1 rank করাটাই সবকিছু।
কিন্তু Apple-এর AI যদি তোমার কনটেন্ট তার summary-তে না আনে, তাহলে সেই র‍্যাঙ্কিং-এর কোনো দামই থাকবে না।
দেখে শুনে কনটেন্ট বাছাই করবে Apple-এর সার্চ AI, আর এতে Visibility-র খেলা একেবারে উল্টে যাবে।

⚡ এক কথায়, Apple সার্চের দুনিয়ায় একেবারে নতুন নিয়ম বানাতে চলেছে।

📖 আরও জানতে চাইলে সোর্স দেখে নাও 👉
🔗 https://searchengineland.com/apple-world-knowledge

🚀🔥 গুগল AI আবারও সবাইকে চমকে দিলো!Nano Banana, Workspace Update আর Search AI Mode – একসাথে এত আপডেট দিয়ে গুগল যেন একেবা...
08/09/2025

🚀🔥 গুগল AI আবারও সবাইকে চমকে দিলো!
Nano Banana, Workspace Update আর Search AI Mode – একসাথে এত আপডেট দিয়ে গুগল যেন একেবারে গেমচেঞ্জার হয়ে উঠলো!

🍌 Nano Banana – ইমেজ এডিটিংয়ের ভবিষ্যৎ!

👉 ব্যাকগ্রাউন্ড বদলানো, সাদা-কালো ছবি রঙিন করা, দাগ মুছে ফেলা—সবকিছু এক ক্লিকে।
👉 Character Consistency: একই মানুষকে সব ছবিতে একরকম দেখাবে।
👉 একাধিক ছবি মিলিয়ে নতুন দৃশ্য বানানো যাবে।
👉 সবকিছুই টেক্সট প্রম্পটে!
📲 সবচেয়ে ভালো ব্যাপার হলো, Nano Banana একদম ফ্রি ব্যবহার করা যাবে Gemini অ্যাপে। আর ডেভেলপাররা চাইলে API ও AI Studio থেকে এটিকে ব্যবহার করতে পারবে।

⚡ Workspace AI Update – অফিসের ঝামেলা শেষ!

👉 Meet & Chat → মিটিং চলাকালীন নোট নেবে AI।
👉 Docs & Forms → লম্বা ডকুমেন্ট এক লাইনে সারসংক্ষেপ।
👉 Drive → সরাসরি PDF এডিট।
👉 Google Vids → কয়েক সেকেন্ডে ভিডিও বানাবে AI Avatar + Trim সহ।
👉 সব ফিচারই চালিত হচ্ছে Gemini AI দ্বারা। এর মানে কাজ হবে আরও দ্রুত, স্মার্ট আর ঝামেলাহীন।

🤖 Search AI Mode – সার্চ নয়, তোমার পার্সোনাল এজেন্ট!

👉 ডিনার টেবিল বুক, ইভেন্ট টিকিট বা ট্রাভেল বুকিং সরাসরি করবে AI।
👉 AI Session শেয়ার করে অন্যরা চালিয়ে যেতে পারবে।
👉 PDF/Image আপলোড করে উত্তর পাওয়া যাবে (মাল্টিমোডাল সাপোর্ট)।
👉 Google Lens + Project Astra যুক্ত → ক্যামেরা দিয়ে প্রশ্ন, সাথে সাথে উত্তর!
🌍 এই ফিচারগুলো এখন ১৮০+ দেশে রোলআউট হচ্ছে।

🌟 কেন এগুলো গেমচেঞ্জার?
✅ ছবি এডিটিং = Nano Banana
✅ অফিস কাজ = Workspace AI
✅ সার্চ + রিয়েল টাস্ক = Search AI Mode

🌟 কেন এগুলো সত্যিই গেমচেঞ্জার?

✅ Nano Banana → ছবি এডিটিং ও ভিজ্যুয়াল কনটেন্টে নতুন বিপ্লব।
✅ Workspace Update → অফিসের কাজ, পড়াশোনা আর টিমওয়ার্কে সময় বাঁচানোর বড় হাতিয়ার।
✅ Search AI Mode → সার্চকে পরিণত করেছে একেবারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে।

👉 এক কথায়, গুগল AI এখন শুধু টুল নয়, বরং তোমার জীবনের এক অদৃশ্য সহকারী।

💡 তোমার মতে কোন আপডেটটা সবচেয়ে শক্তিশালী?
Nano Banana? Workspace Update? নাকি Search AI Mode?
কমেন্টে তোমার মতামত জানাও, দেখি কে কোনটা বেছে নেয়! 💬

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, Generative AI আসার পর থেকে চাকরির বাজারে নতুন প্রার্থীদের জন...
07/09/2025

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, Generative AI আসার পর থেকে চাকরির বাজারে নতুন প্রার্থীদের জন্য সুযোগ কমে যাচ্ছে।

📑 সোর্স: Stanford Digital Economy Research
https://digitaleconomy.stanford.edu/wp-content/uploads/2025/08/Canaries_BrynjolfssonChandarChen.pdf

গবেষণার মূল বিষয়গুলোঃ

1️⃣ নতুনদের চাকরি হ্রাস
যেসব সেক্টরে (যেমন: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কাস্টমার সার্ভিস) AI বেশি ব্যবহৃত হচ্ছে, সেখানে ২২-২৫ বছর বয়সী চাকরিপ্রার্থীদের সুযোগ প্রায় ১৩% কমে গেছে।

2️⃣ অভিজ্ঞদের সুবিধা
অভিজ্ঞ বা সিনিয়র কর্মীদের চাকরির বাজারে খুব একটা প্রভাব পড়েনি। বরং অনেক ক্ষেত্রে তাঁদের সুযোগ আরও বেড়েছে। অর্থাৎ অভিজ্ঞতা এখন অনেকটা ঢালের মতো কাজ করছে।

3️⃣ মূল সমস্যা কোথায়?

* যেখানে AI মানুষের কাজ পুরোপুরি প্রতিস্থাপন করছে (Automation) – সেখানে চাকরি হারানোর ঝুঁকি বেশি।
* কিন্তু যেখানে AI কেবল সহায়তা করছে (Augmentation) – সেখানে তেমন নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।

4️⃣ বেতন নয়, নিয়োগ কমছে
গবেষণায় দেখা গেছে, কোম্পানিগুলো বেতন কমাচ্ছে না। তবে নতুন কর্মী নিয়োগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। ফলে নতুন গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে।

তাহলে এখন কী করবে?

✅ AI-এর অক্ষম স্কিল শিখুন
স্ট্র্যাটেজিক চিন্তা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা এবং জটিল সমস্যার সমাধানের মতো হিউম্যান স্কিল তৈরি করুন।

✅ অভিজ্ঞতা অর্জনে জোর দাও
শুধু সার্টিফিকেট নয় – ইন্টার্নশিপ, পোর্টফোলিও, এবং বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা প্রদর্শন করো।

✅ AI-কে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী বানাও
AI কেড়ে নেবে – এই ভয়ে পিছিয়ে না থেকে, বরং AI ব্যবহার করে নিজের কাজ আরও উন্নত করার কৌশল শিখো।

👉 ভয় পাওয়ার সময় নয়, বরং নিজেকে আপগ্রেড করার সময় এখনই!
নিজেকে উন্নত করো, নতুন স্কিল আয়ত্ত করো, আর ক্যারিয়ারে এগিয়ে যাও। 🚀

#চাকরি #এআই #প্রযুক্তি

06/08/2025

কেন হলো পাকিস্তান ধ্বংস? The End of Pakistan | Abhijit De

মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশী সন্দেহে ধরা হলো পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশী। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কা...
30/07/2025

মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশী সন্দেহে ধরা হলো পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশী। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ছিল সে সঙ্গে সঙ্গে সেগুলো দেখিয়ে প্রমাণ করল সে খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু। সে কোনমতেই বাংলাদেশী নয়। তখনো পুলিশের সন্দেহ সে বাংলাদেশী। শেষ পর্যন্ত তাকে আদালতে তোলা হল। আদালত জিজ্ঞাসা করল- আপনার নাম?
পলাশ অধিকারী
বয়স? ৪২
বাবার নাম?
রমেশ অধিকারী
ঠিকানা?
কাশিমপুর, মালদহ, পশ্চিমবঙ্গ।
ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সবই সত্য। রমেশ অধিকারীর চার ছেলে পলাশ, সুব্রত, সৌমেন ও রাহুল। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশী। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়। তার জন্ম ১৯৬২ সালে মালদায়। ১৯৮৪ সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী ও চার পুত্র সবাই এখন ভোটার তালিকায় যুক্ত। তাহলে কি পুলিশ ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা। সেখানেও একই ছবি!! রমেশ বাবু ভারতীয় ও হিন্দু অতএব তাঁর স্ত্রী সহ চার ছেলেও ভারতীয়। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক।

কিন্তু হঠাৎ করেই বিচারকের সন্দেহ হয়। তিনি বললেন ২০০২ সালের SIR এর রেকর্ড খোলা হোক। রেকর্ড দেখে তো বিচারকের চক্ষু চড়ক গাছ!!! রমেশবাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। একজনের বয়স ২৮ একজনের ৩০। তাহলে পলাশ ও রাহুল কার ছেলে? ২০১০ সালের রেকর্ড খোলা হল সেখানেও রমেশ বাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই। খোলা হল ২০১৫ সালের রেকর্ড সেখানে রমেশ বাবুর চার ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ ও রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ ২০১৫ সালে তার নাম ভোটার লিস্টে উঠেছে। বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশ বাবুর রেকর্ড। দেখা গেল রমেশবাবু বিবাহ করেছেন ১৯৯৩ সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে ১৯৯৫ সালে তার বয়স বর্তমানে ৩০, দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে ১৯৯৭ সালে তার বয়স বর্তমানে ২৮। তাহলে ৪২ বছর বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হন? কোনভাবেই যখন কিছু সুবিধা করা গেল না তখন বেরিয়ে এলো আসল সত্য। পলাশ অধিকারী আসলে শেখ মইনুদ্দিন বাড়ি বাংলাদেশের খুলনা, আহমেদপুর। আরও আশ্চর্যের বিষয়ে রমেশ অধিকারী এই শেখ মইনুদ্দীনকে চেনেন না। জিজ্ঞাসা করা হল রাহুল অধিকারীর কথা। তিনি তার নামই শোনেননি। গ্রামের সাধারণ কৃষক রমেশবাবু ঘুণাক্ষরেও টের পাননি কিভাবে এই শেখ মইনুদ্দিন তার ছেলে পলাশ অধিকারী হয়ে গিয়েছে। যদিও রাহুল অধিকারী কে? সেটি এখনো জানা যায়নি। পুলিশ এখনো তাকে খুঁজছে। রমেশবাবু সাধারণ মানুষ, অতকিছু বোঝেন না। যখন যখন ভোট আসে তখন তিনি গিয়ে ভোট দিয়ে আসেন। স্থানীয় নেতারা এই বিষয়টা সব জানলেও সবাই নিশ্চুপ। এই সুযোগেই শেখ মইনুদ্দিন ভারতীয় সরল রমেশ অধিকারী কে বাবা বানিয়ে নিজে পলাশ অধিকারী সেজে দিব্যি হিন্দু ভারতীয় হয়ে গিয়েছেন। এবং বিগত ১০ বছর পরিযায়ী শ্রমিকের আড়ালে দিব্যি মৌলবাদী ক্রিয়াকলাপ চালিয়ে গিয়েছে। এভাবেই হাজারে হাজারে শেখ মইনুদ্দিন ও তার সাঙ্গোপাঙ্গরা ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিব্যি ভারতীয় বনে গিয়েছে। এই সমস্যার সমাধান পুনরায় ভোটার লিস্টের নিবিড় অনুসন্ধান। না হলে অনুপ্রবেশকারী ধরার কোন উপায় নেই। তাই সাধু সাবধান!! যেটা করা হচ্ছে সেটা ভারতবর্ষের নাগরিকদের স্বার্থেই করা হচ্ছে। যাঁরা সত্যিকারেরই ভারতীয় নাগরিক তারা নিশ্চিন্ত থাকুন তাদের কোন ক্ষতি হবে না।

✈️ আমেদাবাদ প্লেন দুর্ঘটনা: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?কি ঘটেছিল সেদিন আকাশে?সরকার কাকে বাঁচাতে চাইছে?প্লেন ভেঙে পড়ার পেছন...
29/07/2025

✈️ আমেদাবাদ প্লেন দুর্ঘটনা: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

কি ঘটেছিল সেদিন আকাশে?
সরকার কাকে বাঁচাতে চাইছে?
প্লেন ভেঙে পড়ার পেছনে কি সত্যিই একটা বড় চক্রান্ত লুকিয়ে আছে?

এই ভিডিওতে তুলে ধরেছি দুর্ঘটনার আসল কারণ, অজানা তথ্য ও চাঞ্চল্যকর বিশ্লেষণ – যা আজ পর্যন্ত কেউ বলেনি।

🎥 যারা এখনো দেখোনি, একবার দেখে এসো — তোমার জানা দরকার!

বিস্তারিত ভিডিওর লিঙ্ক কমেন্টে।

29/07/2025

আদেও কি আগামীকাল সকাল ৮:১০-এ সব শেষ? তুমি তোমার মর্মে ঘোষণা করছো?

।। জয় জগন্নাথ ।।      ⭕❗⭕।। শুভ রথযাত্রা ।।ভগবান জগন্নাথের আশীর্বাদ সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক    ...
27/06/2025

।। জয় জগন্নাথ ।।
⭕❗⭕
।। শুভ রথযাত্রা ।।

ভগবান জগন্নাথের আশীর্বাদ সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক

#রথযাত্রার_শুভেচ্ছা #জগন্নাথ_রথযাত্রা #রথযাত্রার_আনন্দ #রথযাত্রা #জগন্নাথের_রথযাত্রা_২০২৫

Israel & USA VS Iran যুদ্ধের আসল কারণ | কি চাইছে USA?| বিশ্বযুদ্ধ? Full Israel VS Iran WAR ExplainedAbhijit De Bangla Ab...
25/06/2025

Israel & USA VS Iran যুদ্ধের আসল কারণ | কি চাইছে USA?| বিশ্বযুদ্ধ? Full Israel VS Iran WAR Explained

Abhijit De Bangla
Abhijit De Hindi

Address


Website

https://whatsapp.com/channel/0029Vb6M0E6CnA7k742DV83y

Alerts

Be the first to know and let us send you an email when Abhijit De posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abhijit De:

  • Want your business to be the top-listed Media Company?

Share