Abhijit De Bangla

  • Home
  • Abhijit De Bangla

Abhijit De Bangla জয় হিন্দ, বন্দে মাতরম!

নমস্কার! আমি অভিজিৎ দে, নিরপেক্ষতা, নির্ভীকতা ও সত্য—এই তিনটাই আমার জীবনের মূল স্তম্ভ

মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশী সন্দেহে ধরা হলো পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশী। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কা...
30/07/2025

মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশী সন্দেহে ধরা হলো পলাশ অধিকারীকে। অভিযোগ তিনি বাংলাদেশী। কিন্তু পলাশের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি ছিল সে সঙ্গে সঙ্গে সেগুলো দেখিয়ে প্রমাণ করল সে খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু। সে কোনমতেই বাংলাদেশী নয়। তখনো পুলিশের সন্দেহ সে বাংলাদেশী। শেষ পর্যন্ত তাকে আদালতে তোলা হল। আদালত জিজ্ঞাসা করল- আপনার নাম?
পলাশ অধিকারী
বয়স? ৪২
বাবার নাম?
রমেশ অধিকারী
ঠিকানা?
কাশিমপুর, মালদহ, পশ্চিমবঙ্গ।
ভোটার লিস্ট এবং আধার কার্ড মিলিয়ে দেখা গেল পলাশ যা যা বলছে সবই সত্য। রমেশ অধিকারীর চার ছেলে পলাশ, সুব্রত, সৌমেন ও রাহুল। কিন্তু পুলিশ তখনও অভিযোগ করে যাচ্ছে সে বাংলাদেশী। কিন্তু তা কি করে হয়? রমেশ অধিকারী ভারতীয়। তার জন্ম ১৯৬২ সালে মালদায়। ১৯৮৪ সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী ও চার পুত্র সবাই এখন ভোটার তালিকায় যুক্ত। তাহলে কি পুলিশ ভুল বলছে? খোলা হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকা। সেখানেও একই ছবি!! রমেশ বাবু ভারতীয় ও হিন্দু অতএব তাঁর স্ত্রী সহ চার ছেলেও ভারতীয়। তাহলে পলাশ অধিকারীকে ছেড়ে দেওয়া হোক।

কিন্তু হঠাৎ করেই বিচারকের সন্দেহ হয়। তিনি বললেন ২০০২ সালের SIR এর রেকর্ড খোলা হোক। রেকর্ড দেখে তো বিচারকের চক্ষু চড়ক গাছ!!! রমেশবাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। একজনের বয়স ২৮ একজনের ৩০। তাহলে পলাশ ও রাহুল কার ছেলে? ২০১০ সালের রেকর্ড খোলা হল সেখানেও রমেশ বাবুর দুই ছেলে সুব্রত ও সৌমেন। সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই। খোলা হল ২০১৫ সালের রেকর্ড সেখানে রমেশ বাবুর চার ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ ও রাহুলের নাম। সঙ্গে সঙ্গে পলাশের অভিযোগ ২০১৫ সালে তার নাম ভোটার লিস্টে উঠেছে। বেশ ভালো কথা। এবার চেক করা হলো রমেশ বাবুর রেকর্ড। দেখা গেল রমেশবাবু বিবাহ করেছেন ১৯৯৩ সালে। প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে ১৯৯৫ সালে তার বয়স বর্তমানে ৩০, দ্বিতীয় সন্তান সৌমেন জন্মগ্রহণ করে ১৯৯৭ সালে তার বয়স বর্তমানে ২৮। তাহলে ৪২ বছর বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হন? কোনভাবেই যখন কিছু সুবিধা করা গেল না তখন বেরিয়ে এলো আসল সত্য। পলাশ অধিকারী আসলে শেখ মইনুদ্দিন বাড়ি বাংলাদেশের খুলনা, আহমেদপুর। আরও আশ্চর্যের বিষয়ে রমেশ অধিকারী এই শেখ মইনুদ্দীনকে চেনেন না। জিজ্ঞাসা করা হল রাহুল অধিকারীর কথা। তিনি তার নামই শোনেননি। গ্রামের সাধারণ কৃষক রমেশবাবু ঘুণাক্ষরেও টের পাননি কিভাবে এই শেখ মইনুদ্দিন তার ছেলে পলাশ অধিকারী হয়ে গিয়েছে। যদিও রাহুল অধিকারী কে? সেটি এখনো জানা যায়নি। পুলিশ এখনো তাকে খুঁজছে। রমেশবাবু সাধারণ মানুষ, অতকিছু বোঝেন না। যখন যখন ভোট আসে তখন তিনি গিয়ে ভোট দিয়ে আসেন। স্থানীয় নেতারা এই বিষয়টা সব জানলেও সবাই নিশ্চুপ। এই সুযোগেই শেখ মইনুদ্দিন ভারতীয় সরল রমেশ অধিকারী কে বাবা বানিয়ে নিজে পলাশ অধিকারী সেজে দিব্যি হিন্দু ভারতীয় হয়ে গিয়েছেন। এবং বিগত ১০ বছর পরিযায়ী শ্রমিকের আড়ালে দিব্যি মৌলবাদী ক্রিয়াকলাপ চালিয়ে গিয়েছে। এভাবেই হাজারে হাজারে শেখ মইনুদ্দিন ও তার সাঙ্গোপাঙ্গরা ভারতবর্ষে অনুপ্রবেশ করে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিব্যি ভারতীয় বনে গিয়েছে। এই সমস্যার সমাধান পুনরায় ভোটার লিস্টের নিবিড় অনুসন্ধান। না হলে অনুপ্রবেশকারী ধরার কোন উপায় নেই। তাই সাধু সাবধান!! যেটা করা হচ্ছে সেটা ভারতবর্ষের নাগরিকদের স্বার্থেই করা হচ্ছে। যাঁরা সত্যিকারেরই ভারতীয় নাগরিক তারা নিশ্চিন্ত থাকুন তাদের কোন ক্ষতি হবে না।

✈️ আমেদাবাদ প্লেন দুর্ঘটনা: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?কি ঘটেছিল সেদিন আকাশে?সরকার কাকে বাঁচাতে চাইছে?প্লেন ভেঙে পড়ার পেছন...
29/07/2025

✈️ আমেদাবাদ প্লেন দুর্ঘটনা: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

কি ঘটেছিল সেদিন আকাশে?
সরকার কাকে বাঁচাতে চাইছে?
প্লেন ভেঙে পড়ার পেছনে কি সত্যিই একটা বড় চক্রান্ত লুকিয়ে আছে?

এই ভিডিওতে তুলে ধরেছি দুর্ঘটনার আসল কারণ, অজানা তথ্য ও চাঞ্চল্যকর বিশ্লেষণ – যা আজ পর্যন্ত কেউ বলেনি।

🎥 যারা এখনো দেখোনি, একবার দেখে এসো — তোমার জানা দরকার!

বিস্তারিত ভিডিওর লিঙ্ক কমেন্টে।

29/07/2025

আদেও কি আগামীকাল সকাল ৮:১০-এ সব শেষ? তুমি তোমার মর্মে ঘোষণা করছো?

।। জয় জগন্নাথ ।।      ⭕❗⭕।। শুভ রথযাত্রা ।।ভগবান জগন্নাথের আশীর্বাদ সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক    ...
27/06/2025

।। জয় জগন্নাথ ।।
⭕❗⭕
।। শুভ রথযাত্রা ।।

ভগবান জগন্নাথের আশীর্বাদ সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক

#রথযাত্রার_শুভেচ্ছা #জগন্নাথ_রথযাত্রা #রথযাত্রার_আনন্দ #রথযাত্রা #জগন্নাথের_রথযাত্রা_২০২৫

Israel & USA VS Iran যুদ্ধের আসল কারণ | কি চাইছে USA?| বিশ্বযুদ্ধ? Full Israel VS Iran WAR ExplainedAbhijit De Bangla Ab...
25/06/2025

Israel & USA VS Iran যুদ্ধের আসল কারণ | কি চাইছে USA?| বিশ্বযুদ্ধ? Full Israel VS Iran WAR Explained

Abhijit De Bangla
Abhijit De Hindi

25/06/2025

দিঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে গেলাম।

24/06/2025

Israel & USA VS Iran যুদ্ধের আসল কারণ | কি চাইছে USA?| বিশ্বযুদ্ধ? Full Israel VS Iran WAR Explained

🔴 বর্তমানে জানা যাচ্ছে যে ইরান মিডিল ইস্টে আমেরিকার মিলিটারি ঘটিতে হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রনালী বন্ধ করার চেষ্টা করছে। 🔴



💼BUSINESS ENQUIRY- [email protected]

22/06/2025

ইসরাইল এবং ইরান এর যুদ্ধ নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এবং এরই মধ্যে খবর এসেছে যে আমেরিকা ইরানের মধ্যে B-2 Bombers Air-drop নিয়ে এসে বাঙ্কার ব্লাস্টার বোম (GBU-57) নিয়ে এসে ইরানের তিনটে নিউক্লিয়ার সাইটে হামলা চালিয়েছে এবং এই মুহূর্তে এটাই সবথেকে বড় নিউজ সারা পৃথিবী জুড়ে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এরপর ইরান যেন চুপচাপ হয়ে বসে থাকে আর কেউ কোনো যুদ্ধ যেন না করে। কিন্তু ইরান আগেই আমেরিকার জন্য একটা রেড লাইন তৈরি করে রেখেছিল যেটা বলেছিল যে আমেরিকা যদি ইরানের ওপরে কোন রকমের হামলা করে তাহলে ইরান আমেরিকার মেলেটারি ঘাঁটি গুলির ওপর হামলা চালাবে কিন্তু এখন দেখার বিষয় যে ইরান এখন কি করবে আমেরিকার থাকে যুদ্ধে জড়িয়ে যাবে নাকি ইজরাইলের সাথেই সীমাবদ্ধ থাকবে। আর সারা বিশ্ব এখন হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে আছে যে ইরান এই হরমুজ প্রণালী ব্লক করে দেয় নাকি। ইরান যদি এই প্রণালী হরমুজ প্রণালী ব্লক করে দেয় তাহলে বিরাট তেলের ক্রাইসিস হয়ে যাবে এবং সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে বিশেষত ভারতবর্ষের মতন একটা দেশে। কারণ আমরা আমাদের দেশে প্রায় ৮৫% অয়েল আমদানি করি। গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের খাদে দাঁড়িয়ে। আর আমার ভিডিওটি এডিট হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করছি।

22/06/2025

ইরান ইসরাইল যুদ্ধের মধ্যে আমেরিকার প্রবেশ। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ?

বন্ধুরা নতুন করে নতুন কিছু আসতে চলেছে তোমরা রেডি আছো তো। আর হ্যাঁ তোমরা সকলে WhatsApp Channel এ Join হয়ে যাও সমস্ত Last...
17/06/2025

বন্ধুরা নতুন করে নতুন কিছু আসতে চলেছে তোমরা রেডি আছো তো। আর হ্যাঁ তোমরা সকলে WhatsApp Channel এ Join হয়ে যাও সমস্ত Lastet Update ওই খানে পেয়ে যাবে।
WhatsApp channel: https://whatsapp.com/channel/0029Vb6M0E6CnA7k742DV83y

পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা রয়েছে,মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা,কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা রয়েছে,সন্ত...
11/05/2025

পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা রয়েছে,
মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা,
কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা রয়েছে,
সন্তানের কাছে তেমন মায়ের প্রয়োজনীয়তা।
আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা

Address


Website

https://whatsapp.com/channel/0029Vb6M0E6CnA7k742DV83y

Alerts

Be the first to know and let us send you an email when Abhijit De Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abhijit De Bangla:

  • Want your business to be the top-listed Media Company?

Share